মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

উইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ বাংলাদেশের

দ্বিতীয় একদিনের ম্যাচে উইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ মাত্র ১০৮ রানে উইন্ডিজকে আটকে রেখে সেই রান অতিক্রম করে ২০.৪ ওভারে এক উইকেট হারিয়ে ১১২ রান করে। এটি ছিল বাংলাদেশের ৩১তম সিরিজ জয়।

টেস্ট হারের দগদগে ক্ষত, টি-টোয়েন্টিতে বেসামাল অবস্থা। এ সবের জবাব দেওয়ার জায়গা ছিল একদিনের সিরিজে। অবশেষে তাই হয়েছে। একদিনের ম্যাচে বিক্রমশালী বাংলাদেশ উইন্ডিজকে পাত্তাই দেয়নি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও উড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ম্যাচ জিতেছে ৯ উইকেটে। এর আগে প্রথম ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ নিজেদের করে নিয়েছে। এটি ছিল বাংলাদেশের একত্রিশতম সিরিজ জয়। আবার টানা পঞ্চম সিরিজ জয়। এর আগে তারা এক সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অপরদিকে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটি ছিল টানা দশম ম্যাচ জয়। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই গায়ানাতেই। এই ম্যাচ জিতলে বাংলাদেশ হোয়াউটওয়াশ করবে উইন্ডিজকে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে যে কতোটা শক্তিশালী তা হাড়ে হাড়ে টের পাচ্ছে উইন্ডিজ। দুইটি ম্যাচেই চিত্র ছিল একই রকম। ব্যাটে-বলে বাংলাদেশের দাপুটে লড়াই। উইন্ডিজের নতজানু হার। দুইটি ম্যাচেই বাংলাদেশে টস জিতে। দুইবারই ফিল্ডিং বেছে নেয়। দুইবারই উইন্ডিজের ব্যাটসম্যানদের উইকেটে আটকে রাখে। প্রথম ম্যাচে উইন্ডিকে অলআউট করা না গেলেও ৪১ ওভারের ম্যাচে ৯ উইকেটে ১৪৯ রানে আটকে রেখেছিল। এবার পুরো ৫০ ওভারের ম্যাচই ছিল। স্বাগতিকদের অবস্থা আগের ম্যাচের চেয়ে বেহাল। ১০০ ওভারের ম্যাচ শেষ ৫৫.৪ ওভারে। উইন্ডিজ ৩৫ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয়ভ সেই রান পাড়ি দিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কোনো প্রতিরোধের মুখেই পড়তে হয়নি। স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে ম্যাচ জিতে নেয় মাত্র ২০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এ জয়লাভের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তামিম ইকবালের ব্যাট থেকে বাউন্ডরির মাধ্যমে বাংলাদেশের জয়সূচক রান আসলেও জয়ের আসল কাজ আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। ব্যাটসম্যানরা শুধু আনুষ্ঠানিকতা সেরেছেন মাত্র। গায়ানার ধীর গতির উইকেটে টস জেতা মানে ম্যাচ জেতার অর্ধেক কাজ করে রাখা। তামিম ইকবাল টস জিতে সেই কাজটি করে রাখেন। এরপর তিনি বোলারদের হাতে বল তুলে দেন। বোলাররা উইন্ডিজকে মাত্র ১০৮ রানে আটকে রেখে ম্যাচকে নিজেদের পকেটেই ডুকিয়ে ফেলেন। ফলে ব্যাটসম্যানরা সারেন আনুষ্ঠানিকতা।

যে উইকেটে উইন্ডিজের ব্যাটসম্যানরা রান করতে সংগ্রাম করেছেন, সেই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন সাবলিল। ওভার প্রতি ৫.৪১ করে রান সংগ্রহই প্রমাণ করে ব্যাটসম্যানদের সাবলিলতা। টার্গেট কম থাকলেও এ দিন তামিম ইকবাল ওপেনিংয়ে তার পার্টনার পরিবর্তন করেন। লিটনকে ওয়ান ডাউনে ঠেলে দিয়ে আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েন। জুটিতে রানও আসে ৪৮। নাজমুল ২০ রান করে গুডাকেশ মোতির বল মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। নাজমুল ফিরে যাওয়ার পর লিটন দাস এসে মারমুখি ব্যাটিং করতে থাকেন। যে কারণে জুটিতে অবিচ্ছিন্ন ৬৪ রান আসে আসে ৮.৩ ওভারে। লিটন ২৭ বলে ৬ চারে ৩২ রান করে অপরাজিত থাকেন। তামিম ইকবাল ক্যারিয়ারের ৫৩তম অর্ধশতক তুলে নেন জয়সূচক রানের মাধ্যমে বাউন্ডারি মেরে। তার রান যখন ৪৬, তখন দুই দলের রান সমান ১০৮। বোলার মোতিকে মিড অফ দিয়ে বাউন্ডারি মেরে ব্যক্তিগত ও দলীয় দুইটি লক্ষ্যই পূরণ করেন তামিম।

এর আগে মেহেদি হাসান (৪/২৯), নাসুম (৩/১৯) মোসাদ্দেক (১/৩৭) তিন স্পিনারের সঙ্গে শরিফুল (১/৯) মিলে উইন্ডিজের ব্যাটিং লাইন গুড়িয়ে দেন ৩৫ ওভারে ১০৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২৫ রান করেন কেমো পল। এ ছাড়া শাই হোপ ১৮, কাইল মায়ার্স ১৭, রভম্যান পাওয়েল ১৩, ব্রান্ডন কিং ১১ রান করেন। ৮৬ রানে নবম উইকেটের পতনের পর দশম উইকেট জুটিতে কেমো পল ও গুদাকেশ মোতি ২২ রান যোগ না করলে উইন্ডিজের রান একশও পার হতো না।

এমপি/এসএন/এএস

Header Ad

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ছয়

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা এ আন্দোলনে ছয়জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া য়ায়। নিহতদের মধ্যে চারজন দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্য এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তাল পাকিস্তানে আহত হয়েছেন আরও শতাধিক পুলিশ সদস্য। বিক্ষোভ ও মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী। এমন অবস্থায় রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির শেহবাজ সরকার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলায় সহায়তা করার অনুমতি দিয়েছে।

তবে সব বাধা উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভের জেরে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানজুড়ে। বিক্ষোভকারীদের আটকে দেয়ার লক্ষ্যে ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে তৈরি করা হয়েছে ব্যারিকেড। এরই মধ্যে পিটিআইয়ের পাঁচ এমপিসহ চার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ইসলামাবাদে পার্লামেন্ট অভিমুখে পিটিআইয়ের এবারের পদযাত্রাকে “চূড়ান্ত আহ্বান” বলে অভিহিত করেছেন ইমরান খান। গত বছরের আগস্টে পিটিআইয়ের এই প্রতিষ্ঠাতাকে কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে দলটি।

Header Ad

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেক যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

ওসি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।

Header Ad

সিএমপি হেফাজতে ইসকনের চিন্ময় কৃষ্ণ, তোলা হবে আদালতে

ছবি: সংগৃহীত

ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেফাজতে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেফাজতে রয়েছেন। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বর্তমানে সিএমপি কোতয়ালি থানায় রাখা হয়েছে। চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। সেই মামলায় মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে তোলা হবে তাকে।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা যায়, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ছয়
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সিএমপি হেফাজতে ইসকনের চিন্ময় কৃষ্ণ, তোলা হবে আদালতে
মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির
লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির
বিশ্ববাজারে ৩ শতাংশেরও বেশি কমলো স্বর্ণের দাম
সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
গাজায় একদিনে ২৪ জন নিহত
৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়