প্রথম ম্যাচ জিতলেই সিরিজ হয় বাংলাদেশের !
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম প্রবেশ একদিনের ম্যাচ দিয়ে। যাত্রাকাল ১৯৮৬ সাল। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এশিয়া কাপে শ্রীলঙ্কার মুরাতুয়ায় সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল সাত উইকেটে। টেস্ট মযার্দা পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচ বলতেই ছিল এশিয়া কাপ। টেস্ট মযার্দা পাওয়ার পর সেখানে প্রবল স্রোত তৈরি হয় ম্যাচ খেলার। একে একে খেলে ফেলেছে ৩৯৫টি ম্যাচ। যেখানে জয়ের সংখ্যা ১৪১টি। হেরেছে ২৪৭টি ম্যাচে। সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
একদিনের ম্যাচের দীর্ঘ পথ চলায় এবারের উইন্ডিজ সফরের আগ পর্যন্ত বাংলাদেশ ৭৮টি সিরিজ খেলেছে। যেখানে সিরিজ জিতেছে ৩০টিতে। এই ৩০টি সিরিজ জয়ে একটি বিষয় ছিল লক্ষণীয়। যেখানে ২৫টি সিরিজ বাংলাদেশ জিতেছে সিরিজের প্রথম ম্যাচ জিতে।
এবারের দুর্বিসহ উইন্ডিজ সফরে বাংলাদেশ প্রথম জয়ের স্বাদ পেয়েছে এই একদিনের সিরিজেই। ম্যাচটি ছিল আবার সিরিজের প্রথম ম্যাচ। ইতিহাস যদি কথা বলে, তাহলে এই সিরিজও বাংলাদেশের। সেটি হতে পারে আজকের ম্যাচ জিতেই। বাংলাদেশের লক্ষ্যও সে রকম। তৃতীয় ম্যাচের জন্য তারা কোনো কিছু অবশিষ্ট রাখতে চান না। তাহলেই হয়ে যাবে ৩১তম সিরিজ জয়। পরিসংখ্যান আরও আছে। প্রথম ম্যাচ জেতার পর পরে সিরিজ জিতে প্রতিপক্ষ হোয়াইটওয়াশ করেছে এমন সিরিজের সংখ্যাও নেহাতই মন্দ নয়, ১৫টি। সেটিকে ১৬টিতে পরিণত করতে হলে আগে জিততে হবে আজকের ম্যাচ।
পরিসংখ্যান শুধু যে বাংলাদেশের পক্ষেই কথা বলে তা নয়, বিপক্ষেও আছে। প্রথম ম্যাচ জেতার পর সিরিজ হারের নজিরও আছে। তবে সে সংখ্যা খুবই কম, মাত্র তিনটি। তবে বাংলাদেশ চাইবে না সে পথে হাঁটতে। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশের দুইটি লক্ষ্য পূরণ হবে। সিরিজ জেতার পাশাপাশি উইন্ডিজের বিপক্ষে হবে টানা দশম জয়ও।
এমপি/এসএন