শ্রীলঙ্কার জয়ে টেস্ট চ্যাম্পিয়শিপের পয়েন্ট টেবিলে ব্যাপক পরিবর্তন
শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি উত্থান-পতন। বিক্ষোভকরীরা দখল করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন। এ রকম পরিস্থিতির মাঝেই অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বি-পাক্ষিক সিরিজ। যেখানে গল টেস্টে শ্রীলঙ্কা জিতেছে ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে। এই জয় লঙ্কানদের জন্য অনেক বড় প্রাপ্তি। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এই জয়ের ঢেউ আছড়ে পড়ত দেশবাসীর মাঝে। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে তা আর হয়নি। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে হয়ে গেছে বেশ উত্থান-পতন। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পতন হয়েছে এক ধাপ। বিপরীতে লঙ্কানদের উত্থান ঘটেছে তিন ধাপ। তারা উঠে এসেছে তিনে।
অস্ট্রেলিয়ার ১০ ম্যাচে পয়েন্ট ৮৪। শতকরা হিসেবে পয়েন্ট ৭০.০০। তারা আছে দুইয়ে। সবার উপরে উঠে গেছে ৭ ম্যাচে ৬০ পয়েন্ট পেয়ে শতকরা হিসেবে ৭১.৪৩ পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকা। তিনে থাকা শ্রীলঙ্কার শতকরা পয়েন্ট ৫৪.১৭। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ৫২। শ্রীলঙ্কার পেছনে পড়ে গেছে পাকিস্তান, ভারত ও উইন্ডিজ। শতকরা হিসেবে পাকিস্তানের ৫২.৩৮, ভারতের ৫২.০৮ ও উইন্ডিজের ৫২.০০ পয়েন্ট। আগে থেকেই শ্রীলঙ্কার নিচে ছিল ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। ইংল্যান্ডের শতকরা পয়েন্ট ৩৩.৩৩। নিউ জিল্যান্ডের ২৫.৯৩ এবং সবার নিচে থাকা বাংলাদেশের শতকরা পয়েন্ট ১৩.৩৩।
এমপি/এসআইএইচ