দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়
বক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিন নিজেদের সুবিধা নেয়ার সুযোগ এসেছিল সফরকারী ইংল্যান্ডের। অস্ট্রেলিয়াকে মাত্র ২৬৭ রানে অলআউট করে বেশি লিড নিতে দেয়নি। মাত্র ৮২ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এখন সেই ৮২ রানের লিডই ইংল্যান্ডের সামনে অনেক বড় হয়ে উঠেছে। এর কারণ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যথতা। দিন শেষে তাদের রান ৪ উইকেটে মাত্র ৩১। এখনো তারা পিছিয়ে আছে ৫১ রানে। দ্বিতীয় দিন উইকেট পড়েছে ১৩টি। অসেট্রলিয়ার নয়টি ও ইংল্যান্ডের চারটি।
ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে ছিলেন বোলাররা। এক উইকেটে ৬১ রান নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ২০৬ রান যোগ করে বাকি ৯ উইকেটে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান হ্যারিস ছাড়া এ দিন আর কোনো ব্যাটসম্যানই বলার মতো রান করতে পারেননি। হ্যারিস ২০ রান নিয়ে খেলতে নেমে আউট হন ৭৬ রানে অ্যান্ডারসনের বলে। এ ছাড়া ট্রাভিস হ্যাড ২৭, অধিনায়ক মিচেল ম্টার্ক ২৫, প্যাট কামিন্স ২১ রান করেন। অ্যান্ডারসন ৩৩ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মার্ক উড, রবিনসন।
শেষ সেশনে মাত্র ১২ ওভার খেলার সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু এখানেই তাদের সর্বনাশ হয়ে যায়। দুই পেসার মিচেল স্টার্ক ও বোল্যান্ড মিলে উইকেটে আগুন ঝরান। দলীয় ৭ রানে সটারক ফিরিয়ে দেন ক্রোলি ও ডেবিড মালানকে। বোল্যান্ড আঘাত হানেন হাসিব হামিদ ও জ্যাক লিচকে আউট করে। এ সময় দলের রান ছিল ৪ উইকেটে ২২। দলপতি জো রুট ও বেন স্টোকস মিলে দিনের বাকি সময় পার করে দেন। জো রুট ১২ ও স্টোকস ২ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
এমপি/এএস