তামিমের হাতে 'ম্যাজিক' নেই
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে যতোটা পিছিয়ে, ঠিক ততোটাই এগিয়ে ওয়ানডে ম্যাচে। তাইতো উইন্ডিজে এবারের সফরে বাংলাদেশের কালো অধ্যায়ের সামপ্তি ঘটেছে ওয়ানডে ম্যাচ দিয়েই। সাকিব পারেননি, মাহমুদউল্লাহ পারেননি। পেরেছেন তামিম ইকবাল। তাইতো এই জয়ে বাংলাদেশের শিবিরে স্বস্তির বৃষ্টি। কিন্তু অধিনায়ক হিসেবে তামিমের ম্যাজিক কী- ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ রকম এক প্রশ্নের জবাবে তামিম জানান তার হাতে ম্যাজিক কিছু নেই। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিততে না পারলেও চেষ্টার কোনো কমতি ছিল না বলে জানান তামিম ইকবাল। শুধু ফলাফল পক্ষে আসেনি। তিনি বলেন, ‘এখানে আসলে ম্যাজিক কিছু না। এই একটা ফরম্যাট যেখানে আমরা খুব বেশি কমফোর্টবেল। আমি টিম মিটিংয়ে একট কথা বলেছি যে আমি ওডিআই ক্যাপ্টেন বলেই যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে তা না। ওডিআইতে ভালো খেলে বলে সব চেঞ্জ হয়ে যাবে তা না।’ তিনি বলেন, ‘ওয়ানডেতে আমাদের তিন–চারজন খেলোয়াড় আছে যারা অনেক অভিজ্ঞ। আমি এমন বলব না যে আমার সংস্করণে আমরা ভালো খেলছি, অন্য সংস্করণে খেলছি না। কারণ আমি একই ডেসিংরুমে থাকি। আমি টেস্ট সিরিজে খেলেছি। টি-টোয়েন্টি দলে না থাকলেও জানি সবাই সেরাটা দেয়ারই চেষ্টা করেছে। যে ক্যাপ্টেন ছিল সেও চেষ্টা করেছে। খেলোয়াড় যারা ছিল তারাও চেষ্টা করেছে। শুধুমাত্র ফলাফলটাই আমাদের পক্ষে আসেনি।’
টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা হারের পর এমন জয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি। ম্যাচ শেষে তামিম ইকবালের কন্ঠ দিয়ে বের হয়েছে সে রকমই অনুভুতি। তিনি বলেন, ‘ভালো লাগছে যে ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচ জিততে পারলাম। তবে বলব না এটা সহজ ছিল। আমাদের যদি জিততে হয় সেরা খেলাটাই খেলতে হবে। তারা (উইন্ডিজ) যে ভালো দল, বিপজ্জনক দল, এটা টেস্ট এবং টি-টোয়েন্টিতেই প্রমাণ করেছে।’ তিনি বলেন, ‘আমি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম হারে কোনো আনন্দ নেই। ম্যাচ জিতলে পারিপাশ্বির্ক অবস্থা ভালো থাকে। ড্রেসিং রুমের অবস্থাও ভালো থাকে। তাই ঐ দিক থেকে খুবই স্বস্তি যে আমরা প্রথম ম্যাচ জিততে পেরেছি।’
বাংলাদেশ এই ম্যাচ জিতেছে ৯ ম্যাচ পর। দক্ষিণ আফ্রিকা সফরে সবশেষ জিতেছিল ওয়ানডে ম্যাচ। এরপর একে একে হেরেছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও উইন্ডিজের কাছে দুইটি করে ছয়টি টেস্ট এবং উইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে। অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ম্যাচ জয়ে টস জেতাটাকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন তামিম। তিনি বলেন, ‘উইকট খুবই কঠিন ছিল। বিশেষ করে ওদের জন্য যখন প্রথম ব্যাটিং করে। তাই আজকের ম্যাচে টস জেতাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ওটা আমাদের খুব বেশি সহযোগিতা করেছে।’
এমপি/এএস