তামিমের দৃষ্টিতে বিজয়ের চেয়ে শান্তই এগিয়ে
এবারের প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থেকে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এনামুল হক বিজয়। যা ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বের প্রথম নজির। লিগে তার রান ছিল ১১৩৮। ৩ সেঞ্চুরি আর ৯ হাফ সেঞ্চুরি। জাতীয় দলের বাইরে থাকা এনামুলের এমন অসাধারণ নৈপুণ্যই তাকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা দাবি জোরালো কে এবং সেটা উইন্ডিজ সফরেই। পরে হয়েছেও তাই। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য এনামুল দলে ডাক পান।
এনামুল দলে ডাক পেলেও তার একাদশে খেলার সুযোগ নিয়ে সংশয় ছিল। কারণ কার পরিবর্তে খেলানো হবে তাকে? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ঘেটে দেখা যায়, তার জন্য সম্ভাবনার দুয়ার আছে টি-টোয়েন্টি ম্যাচে। কারণ এখানে তামিম ইকবাল নেই। আবার যারা আছেন তারা ধুঁকছেন। টেস্টে তো ডাক পাননি। আর ওয়ানডেতে লিটন-তামিম আছেন। তারপরও তাকে ফর্মের কথা বিবেচনা করে ওপেনিংয়ের পরিবর্তে ওয়ান ডাউনে খেলানোর চিন্তা-ভাবনা শুরু হয়। কিন্তু ওয়ানডেতে খেলার আগেই কাকতলীয়ভাবে এনামুল টেস্ট ও টি-টোয়েন্টির সেরা একাদশে ঢুকে পড়েন।
ইয়াসির আলী রাব্বির ইনজুরিতে এনামুলকে টেস্ট দলে ডাকা হয়। নিয়ে যাওয়া হয় বাংলাদেশ থেকে উড়িয়ে। খেলানো হয় সেন্ট লুসিয়া টেস্ট। ২০১৪ সালের পর আবার খেলতে নেমে চারে ব্যাট করে এনামুল উভয় ইনিংসে করেছিলেন ২৩ ও ৪ রান। তার এ খেলাটা ছিল অবাক করার মতোই। এরপর তিনি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সেরা একাদুশে সুযোগ পান। ইনিংসের গোড়া পত্তন করতে এসে তিনি ১৬, ৩ ও ১০ রান করেন।
টেস্ট ও টি-টোয়েন্টিতে একমাত্র ইয়াসির আলী রাব্বি না খেলাতে এনামুল হক বিজয়ের খেলার দরজা খুলে গিয়েছিল। সেই দৃষ্টিকোন থেকে একদিনের ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিল আরও বেশি। কারণ তিন থেকে পাঁচে ব্যাট করা সাকিব, মুশফিক ও ইয়াসির আলী দলেই নেই। এনামুল হক তো খেলবেনই। আবার এই ফরম্যাটে তিনি দুরন্ত দুর্বার। কিন্তু একি! সেরা একাদশে নেই তিনি। তার পরিবর্তে খেলছেন নাজমুল হোসেন শান্ত! যিনি সর্বশেষ ওয়নডে ম্যাচ খেলেছিলেন এক বছরেরও বেশি সময় আগে ২০২১ সালের ২৫ জানুয়ারি চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে।
সেরা একাদশে এভাবে এনামুলকে বাইরে রেখে নাজমুলকে খেলানোতে বিষয়টি অনেককে অবাকই করে। কিন্তু তাৎক্ষণিক তার কোনো সদত্তোর পাওয়া সম্ভব ছিল না। খেলা শেষে সেই ব্যাখ্যা দিলেন অধিনায়ক তামিম ইকবাল। তাতে করে স্পষ্ট দৃশ্যমান ওয়ানডে সিরিজে এনামুলের এ সিরিজে আর ফেরা হচ্ছে না। তামিম ইকবাল বলে, ‘আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এ কারণে যে দেখুন, এনামুল বিজয় অবশ্যই দারুণ একটি ঘরোয়া মৌসুম কাটিয়েছে। মাত্র দলে এসেছে। আজকে যদি শান্তর জায়গায় বিজয়কে নিতাম, তাহলে শান্ত যে গত তিন সিরিজ ধরে ছিল, ওই নির্বাচনটা ছিল ভুল। শান্তকে কেন তিন সিরিজ ধরে নিয়ে আসছি? যখনই সুযোগ আসবে, শান্তই এগিয়ে থাকার কথা বিজয়ের চেয়ে।'
এমপি/এসএন