টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বৃষ্টির সঙ্গে লড়াই করে অবশেষে মাঠে গড়াতে চাচ্ছে বাংলাদেশের গর্ব করার মতো বিচরন ক্ষেত্র উইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ। আম্পায়াররা কয়েক দফা ইনসপেকশনের পর বাংলাদেশ সময় পৌণে এগারটায় খেলা শুরুর করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে টস হয়েছে। যেখানে বাংলাদেশ জিতে বোলিং বেছে নিয়েছে। এবারের সফরে বাংলাদেশের এটি ছিল দ্বিতীয়বার টস জয়। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও তারা টস জিতেছিল।
উইন্ডিজ সফরে এবার বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। এই দুই ফরম্যাটে অবশ্য বাংলাদেশ খুব একটা ভালোও খেলতে পারে না। কিন্তু একদিনের ম্যাচে ব্যতীক্রম। সেখানে ইদানিং বাংলাদেশের সাফল্যের পাল্লাই ভারি। উইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ১০ ম্যাচের নয়টিতেই জয় বাংলাদেশের। সর্বশেষ আটটিতে জয়ী দলের নাম বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের আয়ু কমে গেছে। নেমে এসেছে ৪১ ওভারে। ফলে ওয়ানডে ম্যাচের আবহ পুরোপুরি থাকছে না। তারপরও ৪১ ওভারের ম্যাচ। এখন বাংলাদেশ নিজেদের কিভাবে মেলে ধরে সেটাই দেখার বিষয়।
উইন্ডিজে প্রথম জয়ের সন্ধান পেতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সর্বশেষে ম্যাচে এনেছে তিনটি পরিবর্তন। মুশফিক পবিত্র হজ পালরে জন্য এবং সাকিব ছুটি নেয়াতে নেই দলে। মুশফিকের বিকল্প হিসেবে অনেকটা নুরুল হাসান সোহানস পুষিয়ে দিলেও সাকিবের বিকল্প নেই। এক সাকিব নেই মানে দুইজনকে দিয়ে পূরণ।আবার ইনজুরির কারণে নেই ইয়াসির আলীও। এদেন শূন্যস্থান পূরণ করতে দলে নেয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহানকে। নাজমুল হোসেন শান্ত সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে ২৫ জানুয়ারি চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে। নুরুল হাসান সোহান সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ২০ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেক হয়েছে টি-টোয়েন্টি স্পেশিয়ালিস্ট বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। টি-টোয়েন্টি ক্রিকেটে ২২ ম্যাচ খেলে নিয়েছেন ২৮ উইকেট। ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনবার।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আাফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমপি/