গায়ানায় বাংলাদেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন
আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের পদচারনা বেড়ে গেছে। কখনও আইসিসির ইভেন্ট, কখনও দ্বি-পাক্ষিক সিরিজ সেই সব কারণে ক্রিকেটারদের লম্বা সময় দেশের বাইরে থাকতে হয়। কখনও কখনও এসব কারণে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা দেশের বাইরে করতে হয়। ধর্মীয় উৎসব পালন করার সময় দেশগুলো যদি মুসলিম হয়ে থাকে তাহলে এক রকম পরিবেশ হয়ে থাকে, বুঝা যায় ঈদ পালিত হচ্ছে। আর অন্য দেশে হলে টেরই পাওয়া যায় না ঈদ উদযাপনের।
এবার উইন্ডিজ সফরের কারণে ঈদুল আজহা উদযাপন করতে হচ্ছে সেখানে। লক্ষণীয় বিষয় হলো এক একটি দ্বীপ রাষ্ট্র নিয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ড গঠিত। যে কারণে এক এক রাষ্ট্র এক এক রকম। তবে সংস্কৃতি অনেকটা কাছাকাছিই।
বাংলাদেশ দল ঈদুল আজহা উদযাপন করেছে গায়ানাতে। এই গায়ানা আবার দ্বীপ রাষ্ট্র নয়। তিন দিকে স্থল আর একদিকে পানি। দেশটির প্রেসিডেন্ট আবার মুসলিম। নাম ডক্টর ইরফান আলী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে গায়ানাতে ঈদ পালিত হয়েছে গতকাল শনিবার (৯ জুলাই)। আবার আজ বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের দিন বাংলাদেশে ঈদ। তাই দেশের মতো করে ঈদ পালন করা সম্ভব নয়।
বাংলাদেশের ক্রিকেটাররা গায়ানার সবচেয়ে বড় কুইস্টটাউন জামে মসজিদ একত্রে সবাই ঈদের নামাজ আদায় করেন। এই মসজিদে গায়ানার স্পিকারও ঈদের জামাত আদায় করেন। বাংলাদেশের ক্রিকেটারদের স্বাগত জানানো হয়। এরপর রাতে ক্রিকেটাররা সবাই একত্রে বিশেষ মেন্যু দিয়ে খাবার খান।
এমপি/এসআইএইচ