সাকিব কী ওয়ানডে সিরিজ খেলবেন, কেউ কিছু জানে না?
সাকিব যেন এক রহস্যের নাম। কখন কি করেন তা হয়তো তিনি নিজেই জানেন না। তার এই রহস্যময় এমনই যে জাতীয় দলের খেলার ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদের রহস্যের মাঝে রেখে দেন। এই যেমন উইন্ডিজ সফরে তার ওয়ানডে সিরিজ খেলা, না খেলার বিষয়টি। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ১০ জুলাই। পরের দুইটি ১৩ ও ১৬ জুলাই। কিন্তু সাকিব এই সিরিজ খেলবেন কী খেলবেন না তা এখনও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি। যে কারণে টেস্ট দলে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে উইন্ডিজে রেখে দেওয়া হলেও তাকে দলে নেয়ার ব্যাপারে বিসিবির পক্ষে থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসিরি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। যে কারণে সাকিব এই সিরিজ খেলবেন না বলে বিসিবিকে আগেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরও সাকিবকে দলে রেখেই নির্বাচকরা ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি রহস্যময় হাসি দিয়ে জানিয়েছিলেন, ওয়ানডে দলে আছিতো, আছি না কিন্তু সাকিবের রহস্যময় জবাব শেষ হয়নি এখনও? কারণ সাকিবের ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে বিসিবি সংশ্লিষ্ট অনেকেই কিছুই জানেন না। এদিকে এখন চলছে আবার ঈদের ছুটি।
গত বৃহস্পতিবার (৭ জুলাই) ক্রিকেট অপারেশন্স কমিটি বৈঠকে বসেছিল। সেখানে জিম্বাবুয়ে সফরে দল নিয়ে আলোচনা হয়। জিম্বাবুয়ে সফরে সাকিবের না খেলার বিষয়টিও অনুমোদন পায়। কিন্তু উইন্ডিজ সফরে ওয়ানেড সিরিজে খেলার বিষয়টি নিয়ে কেউ কিছু বলতে পারেননি।
একটি সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও নির্বাচক কমিটির তিন সদস্য এ নিয়ে আলোচনাও করেন। কিন্তু কারও কাছে সাকিবের বিষয়ে কোনও আপডেট ছিল না।
নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সাকিবের ব্যাপারে কিচ্ছু জানি না। কোনো আপডেট নেই আমাদের কাছে। যতদূর জানি সে খেলবে না। সে যদি না খেলে তাহলে তাইজুল ওয়ানেড দলে ঢুকে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন বলেন, এখন ঈদের ছুটি চলছে। সবাই ঈদ নিয়ে ব্যস্ত। সাকিবের ব্যাপারে আমাদের কাছে টিম ম্যানেজমেন্ট থেকে কোনো কিছু জানানো হয়নি। আমরা জানলে আপনাদের জানাতে পারতাম। সাকিব এ রকম রহস্যময় জাল তৈরি করতে পারেন বুঝতে পেরেই বিসিবি পূর্ব সতর্কতা হিসেবে তাইজুল ইসলামকে রেখে দিয়েছিল।
এদিকে একটি সূত্রে জানা গেছে, ৭ জুলাই টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের উদ্দেশ্যে উইন্ডিজ ত্যাগ করেছেন।
এমপি/এসআইএইচ