সাইফ-জামালের লড়াইয়ে কেউ জেতেনি
লিগ শিরোপার লড়াইয়ে নেই। তবে যদিতে নির্ভর করে রানার্সআপের লড়াইয়ে শামিল হওয়ার সুযোগ আছে। আর ছিল সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তৃতীয় হওয়ার লড়াই। দুই দলেরই পয়েন্ট সমান। কিন্তু গোল গড়ে আবার সাইফ এগিয়ে। তাই আজকের ম্যাচ গোল গড়কে পেছনে ফেলে সরাসরি তিনে উঠে যাওয়ার সুযোগ ছিল দুই দলেরই।
সেই সঙ্গে রানার্সআপ হওয়ার লড়াইয়েও। কিন্তু সেই লড়াইয়ে মীমাংসা হয়নি। আগের মতোই থেকে গেছে। খেলা হয়েছে ২-২ গোলে ড্র। ফলে ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে সাইফ তিনে আর শেখ জামাল চারে। প্রথম লিগেও দুই দলের ফলাফল ছিল ২-২ । ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। পরের ম্যাচ জিতলই তারা হ্যাটট্রিক শিরোপা জিতবে। আবাহনী এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
মুন্সিগঞ্জের বীরশ্রষ্ঠ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা ২-২ গোলে ড্র হলেও চরমস নাটকীয়তা ভরা ছিল দ্বিতীয়ার্ধের খেলার যোগ করা অতিরিক্ত সময়ে। এ সময় দুই দলই একটি করে গোল করে।
খেলার প্রথম গোল করে শেখ জামাল। ৩৭ মিনিটে লিগে প্রথমবারের মতো খেলতে নামা সোহানুর রহমান সোহানের গোলে এগিয়ে যায় শেখ জামাল। সেই গোল সাইফ স্পোর্টিং পরিশোধ করে ৭৪ মিনিটে পেনাল্টি থেকে এমেকা বাইসেঙ্গের গোলে। এরপর খেলা গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে।
প্রথম মিনিটেই গাফরভের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। আগের ম্যাচে আবাহনী লিমিটেডকে ৪-২ গোলে বিধ্বস্ত করার পর আরেকটি জয়ের দ্ধারপ্রান্তে তারা। কিন্তু তা আর শেষ পর্যন্ত হয়নি। তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে ওটাবেকে গোল করে খেলায় সমকতা নিয়ে আসেন।
এমপি/এমএমএ/