হ্যাটট্রিক শিরোপার ঘ্রাণ পাচ্ছে বসুন্ধরা কিংস
চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। আজ (বৃহস্পতিবার) তারা চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫২ মিনিটে নুহা মারোং একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট বসুন্ধরা কিংসের। লিগের খেলা বাকি আছে তাদের এখনো তিনটি। পরের ম্যাচে জয় পেলেই তারা হ্যাটট্রিক শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারবে। এরপর বাকি দুই ম্যাচ তাদের জন্য হয়ে উঠবে শুধুই আনুষ্ঠানিকতার। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের পয়েন্ট এক ম্যাচ কম খেলে ৩৮। চট্টগ্রাম আবাহনী ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে।
প্রথম পর্বের ম্যাচে বসুন্ধরা কিংস নিজেদের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। কিন্তু ফিরতি পর্বে চট্টগ্রাম আবাহনী ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল। গোলের ব্যবধানই বলে দেয় আবাহনীর প্রতিরোধ কেমন ছিল। প্রথমার্ধে তারা কোনো গোলই হতে দেয়নি। ৫২ মিনিটে বসুন্ধরা কিংসের গোলটি ছিল চমৎকার সমন্বয়ের ফসল। রক্ষণভাগের তিনজন খেলোয়াড়ের মাঝ দিয়ে মিগেল ফিগেইরা বল বাড়িয়ে দেন নুহা মারোংকে। তিনি অফসাইড ট্র্যাক ভেঙে বল নিয়ন্ত্রণে নিয়ে ম্যাচের ডেডলক ভাঙেন। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
বসুন্ধরা কিংস এই গোলের আগেই কিন্তু গোল পেতে পারতো খেলার ১৭ মিনিটে ইয়াসিন আরাফাতের জোরালো শট চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক সাইফুলকে পরাস্ত করলেও পোষ্টে লেগে বাধাগ্রস্ত হয়। এই সাইফুলের কারণেই বসুন্ধরা কিংস তাদের গোল সংখ্যা বাড়াতে পারেনি।
এমপি/এসজি/