উইন্ডিজ থেকে এসেই জিম্বাবুয়ের বিমানে পড়বেন ক্রিকেটাররা!
এটি আগেই জানাই ছিল এ বছর বাংলাদেশ দলের ব্যস্ত সূচি যাবে। ম্যাচের পিঠে ম্যাচ, সিরিজের পিঠে সিরিজ। বর্তমানে বাংলাদেশ দল উইন্ডিজ সফর করছে। খেলছে পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজও শেষের পথে। দুই টেস্টের পর শেষ হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জুলাই। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই। সিরিজ শেষ করেই বাংলাদেশ দল দেশে ফিরে আসবে। কিন্তু দেশে ফিরে আসার পর খুব একটা বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন না সাকিব-তামিমরা। সপ্তাহ ১০ দিনের বিশ্রাম পাবেন সর্বোচ্চ। জুলাই মাসের শেষের দিকে উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশ্রে। সেখানে আছে তিনটি করে টেস্ট ও ওয়ানডে সিরিজ।
দ্বি-পাক্ষিক সিরিজের আওতায় বাংলাদেশ-জিম্বাবুয়ের এই সিরিজ। সিরিজের সূচি চুড়ান্ত হলেও এখনো প্রকাশ হয়নি। যে কারণে বাংলাদেশ দলের যাত্রা কিংবা খেলা কবে কোথায় জানা যায়নি। জিম্বাবুয়ে স্বাগতিক হওয়াতে তারাই সূচি প্রকাশ করবে বলে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন। তবে তিনি এতটুকু জানিয়েছেন যে জুলাই মাসের শেষের দিকে বিমান উঠবেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সাথে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। যেহেতু জিম্বাবুয়ের বোর্ড স্বাগতিক, তারাই এটা ঘোষণা করবে। আশা করছি ২-১ দিনের মধ্যে প্রকাশিত হবে। জুলাইয়ের শেষের দিকে আমাদের দল যাবে। আগস্টের মধ্যেই তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি খেলে আমাদের দল বাংলাদেশে ফেরত আসবে।’
উইন্ডিজ থেকে আসার পর জিম্বাবুয়ে রওয়ানা হওয়ার মাঝে বিরতি কম থাকাতে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়েও ধোঁয়াশা আছে। এ বিষয়ে কোনো কিছু বলতে পারেননি প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘পুরো বিষয়টা টিম ম্যানেজমেন্ট ঠিক করে। শীঘ্রই আমরা ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট, সিনিয়র খেলোয়াড়, নির্বাচক, বোর্ডের সংশ্লিষ্টদের সাথে বসে ঠিক করে নেব। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে এশিয়া কাপ পর্যন্ত বাংলাদেশের সূচি ঠিক করে জানিয়ে দিতে পারব।’
এমপি/এএস