পরের ম্যাচ আসবে কবে?
এটা যেন বাংলাদেশ দলের রুটিন কাজে পরিণত হয়েছে। একটি করে ম্যাচ হারবে, যে হারের থাকে না কোনো শ্রী, তারপর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা ব্যক্তির কাছ থেকে শোনা যায়, ‘আমরা এ ম্যাচ খুবই বাজে খেলেছি। পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’
নির্মম সত্য হলো এই পরের ম্যাচটা আর আসে না। এই যেমন উইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডোমিনিকায় বাংলাদেশ দেখিয়েছে আরেকটি বাজে ব্যাটিংয়ের নমুনা। ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রানের সময় বৃষ্টি আসলে পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি এসে এ যাত্রায় বাংলাদেশকে বাঁচিয়ে দিলেও কাঁটা হয়ে অন্তরে আঘাত করছে বাজে ব্যাটিংয়ের প্রদশর্নী। বৃষ্টি বাংলাদেশকে বাঁচিয়ে দিলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংকে তো আর মুছে দিতে পারেনি। আজ সেই ডোমিনিকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বয়ান অনুযায়ী আজকের ম্যাচেই ভালো করবে বাংলাদেশ!
অথৈ সাগরে মানুষ যখন হাবুডুবু খেতে থাকে, তখন খড়কুটো ধরেও বেঁচে থাকার চেষ্টা করে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার সাগরে হাবুডুবু খেতে থাকা বাংলাদেশ দলের প্রধান কোচ ডোমিঙ্গোর কাছে খড়কুটো পরের ম্যাচ। দেখার বিষয় সেই কাঙ্ক্ষিত পরের ম্যাচ আজ আবার আসে কি না?
ডোমিনকায় প্রথম ম্যাচে যা হয়ে গেছে এটি সাম্প্রতিক বাংলাদেশ দলের সঙ্গে বেমানান নয়। এটাই যেন মানানসই। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু। জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু বাংলাদেশ দলের এক একটি হার ছিল খুবই দৃষ্টি কটু। টি-টোয়েন্টি বিশ্বকাপে শতরানের নিচে দুইবার অলআউট হয়েছে। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের আগ পর্যন্ত ১০ ম্যাচের মাঝে একমাত্র একটি ম্যাচে দেড়শ রানের উপরে করতে পেরেছিল। ডোমিঙ্গো যদিও আশার বাণী শুনিয়েছেন আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভালো করবে, কিন্তু সেটা যদি না হয় অবাক হওয়ার কিছু থাকবে না।
ডোমিঙ্গো এ রকম আশাবাদী হওয়ার কারণ হতে পারে বাংলাদেশের শুরুটা। প্রথম ওভারেই দলীয় ২ রানে ওপেনার মুনিম শাহরিয়ার ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল হক বিজয় ও সাকিব আল হাসানের মারমুখী ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে রান করেছিল ২ উইকেটে ৪৬। তাইতো ডমিঙ্গো বলছিলেন, ‘শুরুটা আমাদের খুব ভালোই হয়েছিল। কিন্তু এরপর আমরা খেই হারিয়ে ফেলি। ভালো ক্রিকেট আর খেলতে পারিনি।’ডোমিঙ্গো ভয়ংকর ফেরি ভ্রমণ আর বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারাটাকে সামনে নিয়ে আসেন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা লম্বা একটা ফেরি ভ্রমণ করে এসেছে। আবার কাল (হবে শুক্রবার) অনুশীলনও করতে পারেনি। সব মিলিয়ে সব কিছু একটু এলোমেলো ছিল। আবার আজ (ম্যাচের দিন শনিবার) খুব গরমও ছিল। আমার বিশ্বাস, পরের ম্যাচে ভালো করবে ওরা।’
ডোমিঙ্গো আজ দ্বিতীয় ম্যাচে ভালো করার আশার কথা শুনালেও প্রথম ম্যাচে টস হারাকে নিজেদের ব্যাটিং ভালো না করার মূখ্য কারণ হিসেবে মনে করছেন। তিনি বলেন, ‘যা হয়েছে (ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে) সেটিকে কিছুতেই আদর্শ বলা যাবে না। অবশ্য এটি দুই দলের জন্যই হয়েছে। আগে বোলিং করতে পারলে আমাদের ভালো হতো। কিন্তু টস হেরে যাওয়াতে তা আর সম্ভব হয়নি। এটি খেলারই অংশ।’
আজকের ম্যাচে ভালো করার টনিক হিসেবে ডোমিঙ্গো প্রেসক্রিপশন দিয়েছেন দলের কয়েকজন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো খেলতে নামাটাকে। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ, আফিফ এরা দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথম খেলতে নেমেছে। এখানে বেশ কয়েক মাসের বিরতি ছিল। তাই তারা আরও ভালো করবে।
এমপি/এসএন