খালেদের প্রথম পাঁচে উইন্ডিজ ৪০৮ রানে অলআউট
খালেদের ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেটে উইন্ডিজ ৪০৮ রানে অলআউট হয়েছে। দিনের শুরুতে বাংলাদেশের বোলাররা যেভাবে শাণিত আক্রমণ এনে উইন্ডিজের ইনিংসে আঘাত হেনেছিলেন, তাতে বাধ সেধেছিল বৃষ্টি। অনাহুত বৃষ্টির কারণে আম্পায়ারা লাঞ্চের আগে আর খেলাই শুরু করতে পারেননি। লাঞ্চের পর খেলা শুরু হলে বাংলাদেশের বোলারদের আক্রমণের ধারা বজায় থাকলে উইন্ডিজ আর বেশি দূর যেতে পারেনি ৪০৮ রানে গুটিয়ে যায়। উইন্ডিজ লাঞ্চে গিয়েছিল ৭ উইকেটে ৩৭৬ রান নিয়ে। লাঞ্চের পর বাকি ৩ উইকেট তুলে নিতে ওভার লেগেছে ১০.৩ ওভার। যোগ হয়েছে ৩২ রান। আজ তারা ৬ উইকেট হারিয়ে যোগ করে ৬৮ রান। উইন্ডিজ এগিয়ে থাকে ১৭৪ রানে।
বৃষ্টি ও লাঞ্চের পর উইন্ডিজ আবার ব্যাট করতে নামালে উইকেটের দেখা পেতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের বোলারদের। মেহেদি ও খালেদ মিলে যে আঘাত হেনেছিলেন সাকিব দ্বিতীয় সেশনে তাদের দিয়েই আক্রমণ শুরু করেন। সফল হতেও সময় লাগেনি। আক্রমণের ধারা অব্যাহত রেখে খালেদই সাফল্য এনে দেন অনেক বড় শিকার করে। বাংলাদেশের বোলারদের জন্য বাঁধার পাহাড় হয়ে উঠা কাইল মায়ার্সকে বধ করেন তিনি। মিড অনে তার ক্যাচ ধরেন শরিফুল। মায়ার্স ৩০৭ মিনিট ব্যাটিং করে ২০৮ বলে ১৪৬ রান করেন। তার ইনিংসে ছিল ১৮ চার ও ২ ছক্কা। রোচ ও ফিলিপ মিলে দলের রান ৪০০ পার করার পর শরিফুল জুটি ভাঙ্গেন। শিকার করেন ফিলিপকে। অভিষিক্ত ফিলিপ ৯ রান করে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের শিকার হন। এরপর খালেদ সিলসকে আউট করে তার ৫ উইকেটের মালা পূর্ণ করেন। রোচ শেষ পর্যন্ত ১৮ রানে অপরাজিত থাকেন।
খালেদ ৩১.৩ ওভার বোলিং করে ১০৬ রান দিয়ে নেন ৫ উইকেট। মেহেদি হাসান মিরাজ ৩ উইকেট নিতে খরচ করেন ৯১ রান। শরিফুলের ২ উইকেট এসেছে ৭৬ রানের বিনিময়ে।
এমপি/এসআইএইচ