১ রানে ৩ উইকেট নিয়ে খেলায় ফিরল বাংলাদেশ
সেন্ট লুসিয়া টেস্ট এগুচ্ছিল অনেকটা অ্যান্টিগা টেস্টের পথ ধরেই। অ্যান্টিগা টেস্টে যেমন টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। অলআউট হয়েছিল চা বিরতির আগেই। পরে উইন্ডিজের ব্যাটিং আর ধস নামাতে পারেননি বাংলাদেশের বোলাররা। মাত্র দুই উইকেট নিতে পেরেছিল। এবার সেন্ট লুসিয়া টেস্টেও বাংলাদেশ একইভাবে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনই অলআউট হয়ে যায় ২৩৪ রানে চা বিরতির এক ঘন্টার মধ্যে। দিনের বাকি সময় উইন্ডিজের কোনো উইককেটই নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। প্রথম টেস্টের প্রথম দিন শেষে যেমন বাংলাদেশ দল তাকিয়ে ছিল দ্বিতীয় দিনের প্রথম সেশনের দিকে।
কিন্তু প্রথম সেশন বাংলাদেশকে হতাশা উপহার দিয়েছিল। নিতে পেরেছিল মাত্র এক উইকেট। সেন্ট লুসিয়া টেস্টেও প্রথম দিন ব্যাকফুটে চরে যাওয়ার পর বাংলাদেশ দল দ্বিতীয় দিনের প্রথম সেশনের দিকে তাকিয়ে ছিল। কিন্তু এবারও বাংলাদেশ দলকে হতাশা উপহার দিতে চলেছিল। অনেক কষ্ট করে শুধুমাত্র ওপেনার ক্যাম্পবেলের উইকেট নেওয়া সম্ভব হয়েছিল। আউট হয়েছিলেন ৪৫ রানে। শরিফুলের বলে উইকেটের পেছনে তার ক্যাচ ধরেন নুরুল হাসান সোহান। জুটিতে রান আসে পাক্কা ১০০। এরপর অধিনায়ক গ্রেইগ ব্রেথওয়েট ও রেইফার যেভাবে খেলছিলেন, তাতে করে লাঞ্চের আগে বাংলাদেশের আর কোনো উইকেট পাওয়ার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ক্রিকেটে খেলায় এ রকম পূর্বানুমান অনেত সময় উল্টো হয়ে যায়। মুহুর্তে পাল্টে যায় চিত্র। এবার যেমন পাল্টে গেছে উইন্ডিজের ইনিংসের চিত্র। মাত্র ১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ দারুণভাবে খেলায় ফিরে আসে। অনেকটা স্বস্তি নিয়ে যায়ং লাঞ্চে। উইন্ডিজের রান ৪ উইকেটে ১৩৭। মায়ার্স ৪ ও ব্লাকউড ২ রানে অপরাজিত।
বাংলাদেশকে এমন পথ দেখান পেসার সৈয়দ খালেদ আহমেদ। তিনি একই ওভারে রেইফার ও বনারকে আউট করেন। এর আগে মিরাজ ফিরিয়ে দেন পিচে আঠার মতো লেগে থাকা অধিনায়ক ব্রেথওয়েটকে। ফলে উইন্ডিজের রান যেখানে ছিল এক উইকেট ১৩১, সেখানে পরিণত হয় চার উইকেটে ১৩২।
শুরুটা করেন মিরাজ। ১০৩ বলে ক্যারিয়ারের ২৭তম এবং বাংলাদেশের বিপক্ষে পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর তাকে টিকে থাকতে দেননি মিরাজ। ৫১ রানে তাকে বোল্ড করেন। পরের গল্প খালেদের। রেইফার ও বোনার দুইজনকেই তিনি বোল্ড করেন। রেইফার ২২ রান করলেও বোনার কোনো রান করতে পারেননি। খালেদ ১২ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মিরাজ ২০ ও শরিফুল ৩৪ রানে নিয়েছেন একটি করে উইকেট।
এমপি/এএস