‘প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ’
সাকিব-তামিমরা যখন উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন, তখন দেশে শুরু হয়েছে পদ্ম সেতুর প্রস্তুতি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রস্তুতি জোয়ার বেড়েছে। এদিকে সাকিব-তামিমদের সিরিজেও যোগ হয় পদ্মা সেতু।
বাংলাদেশ-উইন্ডিজের সিরিজের নাম করণও করা হয়েছে পদ্মা সেতুর নামে। যার মাধ্যমে এই সিরিজও সম্পৃক্ত হয়ে যায় পদ্মা সেতুর উদ্বোধনের সঙ্গে। মাঠে প্রদর্শিত হতে থাকে পদ্মা সেতু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। অ্যান্টিগা টেস্টের পর সাকিব যখন ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট খেলতে নামেন,তার পরের দিন২ ৫ জুন ছিল পদ্মা সেতুর উদ্বোধন। যদিও সাকিবদের দিনটি ভালো যায়নি। মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে ব্যাকফুটে।
কিন্তু তাই বলে বাঙ্গালি জাতির গর্বের পদ্মা সেতুর উদ্বোধনে নিজেদের শামিল করা থেকে দূরে রাখতে পারেননি তারা। সাকিব-তামিম দুই জনেই ভিডিও বার্তায় নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন আর গোটা দল বিশাল এক কেক কেটে উদযাপন করে। কেকে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পদ্মা সেতুর ছবি।
ভিডিও বার্তায় টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবথেকে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
বাংলাদেশের ওয়ানডে দলে কাপ্তান তামিম ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সেতু নির্মানে যারা যুক্ত ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল বড় অর্জন। একটা সময় এমন ছিল যে আমরা সিউর ছিলাম না যে পদ্মা সেতু হবে, কী হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার ডেডিকেশনের কারণে, ওনার চেষ্টার কারণে আজকে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সঙ্গে অবশ্য এটাও বলব যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বিশেষ করে শ্রমিকরা, যারা কাজ করেছেন। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আপনারা যে জিনিসটি করেছেন এ জিনিষটাা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার আর বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এমপি/এমএমএ/