‘পদ্মা সেতু নিয়ে আমি খুব রোমাঞ্চিত’
বাংলাদেশের আবহাওয়ায় এখন পদ্মা সেতু বিরাজমান। সর্বত্রই আলোচনা একটা পদ্মা সেতুর উদ্বোধন। উদ্বোধন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আর নিরাপত্তা ব্যবস্থা। ২৪ ঘণ্টাও কম সময়ের ব্যাবধানে বাঙালি জাতির অহংকার পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৫ জুন)। সেই সেঙ্গ শেষ হবে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে কাউন্ট ডাউনও।
পদ্মা সেতুর এ আবহ গিয়ে লেগেছে সুদূর উইন্ডিজেও। দুই দেশের দ্বি-পাক্ষিক সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ।’ মাঠের সাইট স্ক্রিনে ভাসছে পদ্মা সেতু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পদ্মা সেতু যেদিন উদ্বোধন হবে, সেদিন থাকবে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। উইন্ডিজ দলের সঙ্গে থাকা অধিনায়ক সাকিব, মোস্তাফিজ, মিরাজ, তাইজুলদের জন্য আলাদা আনন্দের। কারণ তারা যে এর সুফল ভোগ করবেন।
অন্য অনেকের মতো ক্রিকেটারদেরও ছুঁয়ে গেছে পদ্মা সেতুর উদ্বোধন। অধিনায়ক সাকিব নিজের ফেইসবুক পেজে এ নিয়ে জানিয়েছেন অভিব্যক্তি। লিখেছেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!’ সবাই জানেন সাকিবের বাড়ি মাগুরা জেলায়। কখনো কখনো তিনি হেলিকপ্টারে গেলেও অধিকাংশ সময় সড়ক পথেই যেতে হয়।
সাকিব শুধু নিজের ফেইসবুক পেজেই নয়, গতকাল ২৩ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে ক্রিকেট নিয়ে কথা বলার পাশাপাশি পদ্ম সেতু নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশের জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সে দিক থেকে আমার জন্য আরও বড় ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত। এটা সামগ্রিককভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।’
এমপি/এসএন