বাংলাদেশ-উইন্ডিজের সিরিজের খেলা টি-স্পোর্টসে
অবশেষে জট খুলেছে। বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের বাকি সব ম্যাচ দেখা যাবে বাংলাদেশের প্রথম স্পোর্টাস চ্যানেল টি-স্পোর্টসে। ২৪ জুন সেন্ট লুসিয়া শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দেখতে পারবেন বাংলাদেশের ক্রীড়ামোদীরা। এরপর তারা দেখতে পারবেন তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। টি-স্পোর্টসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। সম্প্রচার জটিলতার কারণে অ্যান্টিগায় প্রথম টেস্ট বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেনি।
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ম্যাচগুলো বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখাতে আগ্রহী না হওয়াতে এ নিয় ক্রীড়ামোদীদের মাঝে চরম উৎকন্ঠা দেখা এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব কিনেছিল টোটাল স্পোর্টস মার্কেটিং ( টিএসএম)। তারা কোথায়ও বিক্রি করতে পারেনি। এদিকে বিসিবিও চেষ্টা করে কোনো ব্যবস্থা নিতে পারেনি। পরে টিএসএমের পক্ষ থেকে আইসিসি সঙ্গে যোগাযোগ করে তাদরে টিভি চ্যানলে দেখানোর ব্যবস্থা করা হয় বিনিময় মূল্যে। তবে সেই অর্থ মূল্য ছিল খুবই কম। দুই টেস্টের জন্য দুই ডলার। কিন্তু এই প্রক্রিয়া সবার জন্য সহজ ছিল না। যে কারণে অনেকের পক্ষেই প্রথম টেস্ট দেখা সম্ভব হয়নি। তবে কেউ কেউ অনেক ঘাটাঘাটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিংক পেয়ে খেলা দেখেছিলেন। পরে বিসিবি অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন থেকে তাদের ফেইসবুকে তাদের নিজস্ব পেইজে লাইভ স্ট্রিমিং খেলা দেখানোর ব্যবস্থা করেছিল। আবার দ্বিতীয় টেস্ট তারা বিনামূল্য দেখানোরও ঘোষণা দিয়েছিল। তবে টি-স্পোর্টস সম্প্রচারের ব্যবস্থা করাতে এখন আর খেলা দেখা নেয়ে ভুগান্তিতে পড়তে হবে না বাংলাদেশের দর্শকদের।
টি-স্পোর্টসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, 'দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হওয়ার কারণে আমাদের দর্শকদের প্রতি দায়বদ্ধতা আছে এবং সেটা বিবেচনায় নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।'
এমপি