সুযোগের অপেক্ষায় এনামুল
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে বিশ্বের প্রথম ব্যাটসম্যারন হিসেবে এক হাজার রান করে ইতিহাস গড়েন ওপেনার এনামুল হক বিজয়। এই কীর্তি তিনি যখন গড়েন, তখন জাতীয় দল থেকে বিচ্ছিন। এই বিচ্ছিন্নতা সময়ের হিসেবে প্রায় তিন বছরের মতো হবে।
অথচ এক সময় তিনি ছিলেন জাতীয় দলে রঙিন পোষাকে তামিম ইকবালের অবিচ্ছেদ্য সঙ্গী। খেলেছেন ৩৮টি ওয়ােেড ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সেই তুলনায় টেস্ট ম্যাচ খেলার সংখ্যা ছিল খুবই কম মাত্র চারটি।
কিন্তু লিস্ট ‘এ’ ক্রিকেটে তার এমন ইতিহাস গড়া নৈপুণ্য তাকে উইন্ডিজের বিপক্ষে রঙিণ পোষাকের দুই ফরম্যাটেই আবার সুযোগ এনে দেয়। তারপর মিরপুরে চলছিল তার প্রস্তুতি। নিজেকে আবার জাতীয় দলে পুরানো আসনে পাকাপোক্ত করার মিশন। কিন্তু ‘ভাগ্যের লিখন যায় না খন্ডন’ বলে কথা হয়েছে। এনামুল হক বিজয়ের ক্ষেত্রেও তা প্রমাণিত হয়। হঠাৎ করে তিনি টেস্ট দলে ডাক পেয়ে যান। তার এই সুযোগ চলে আসে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইয়াসির আলী রাব্বির ইনজুরি। তাকে দ্বিতীয় টেস্টের জন্য দলে নেয়া হয়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন সেন্ট লুসয়িাতে। টেস্ট দলে ডাক পেয়েই তিনি উইন্ডিজের উদ্দেেশে রওয়ানা দিয়ে রবিবার গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সেখানে গিয়ে মাঠে বসে দেখেছেন দলের হার।
এনামুল তিন বছর জাতীয় দলে ফিরলেও টেস্ট দলে ফিরেছেন প্রায় ৮ বছর পর। সর্বশেষ তিনি টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর এই উন্ডিজের বিপক্ষেই। ইনিংসে তিনি তামিম ইকবালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে পারেননি। শামসুর রহমান শুভ ইনিংসের উদ্বোধন করেছিলেন তামিম ইকবালের সঙ্গে। এনামুল হক বিজয় ব্যাট করেছিলেন তিনে। প্রথম ইনিংসে ৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন শূন্য রান।
টেস্ট দলে এনামুল হক বিজয় কিন্তু সুসময়ে ডাক পায়নি। এমন এক সময় তাকে টেস্ট দলে ডাকা হয়েছে, যেখানে সুযোগ পেলে তাকে ভাঙ্গতে হবে ব্যর্থতার বলয়। বর্তমানে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে চলছে ব্যর্থতার মহামারি। নিউ জিল্যান্ডে ক্রাইস্টচার্চ থেকে শুরু হওয়া সেই মহামারি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ হয়ে বর্তমানে উইন্ডিজেও বন্যার প্রবল স্রোতের মতোই বিদ্যমান। এনামুল হক বিজয়কে এই স্রাতের বিপরীতে সাঁতার কাঁটতে হবে। তার জন্য সামনে কঠিন পরীক্ষা। অথচ এই ফরম্যাটে তিনি নিজেও তেমন গুছালো নয়। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি খুব একটা আলোকিত করতে পারেননি নিজেকে। সেখানে আবার সুযোগ পেলে স্রোতের বিপরীতে সাঁতার কেটে সাফল্যের সঙ্গে তীরে আসা তার জন্য কঠিনই। কিন্তু যত কঠিনই হোক, সুযোগ পেলে এনামুল নিজেকে নিংড়ে দিতে চান। উর্ত্তীর্ণ হতে চান কঠিন এই পরীক্ষায়। কাটাতে চান দুর্দশা।
সোমবার (২০ জুন) উইন্ডিজ গিয়ে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম এক ভিডিও বার্তায় তিনি সে রকম আশাবাদই ব্যক্ত করেছেন।
এনামুল বলেন, ‘গতকাল দলের সঙ্গে যোগ দিলাম। অনেক দিন পর ভালো লাগছে টেস্ট দলে এসে। ইনশাল্লাহ সামনে আরো চার-পাঁচদিন আছে দ্বিতীয় টেস্টের জন্য। চেষ্টা করব ভালোভাবে অনুশীলন করে দ্বিতীয় ম্যাচটা খেলার। আর যদি সুযোগ আসে চেষ্টা করব ভালো খেলার। অনেক দিন পর যেহেতু আসলাম, খুবই ভালো লাগছে।’
এমপি/এমএমএ/