পাপনের ফোন পেয়ে রাতেই উইন্ডিজ যাচ্ছেন শরিফুল
উইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। কিন্তু গতকাল রবিবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ফোন পেয়ে আগেই আজ (সোমবার) রাতে তিনি উইন্ডিজ উড়াল দিচ্ছেন। তার আগে যাওয়ার কারণ তাকে টেস্ট দলে যুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে দুই টেস্টের সিরিজের শেষ টেস্ট। শরিফুল সরাসরি সেন্ট লুসিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল সাত উইকেটে।
শরিফুল লড়াই করছিলেন ইনজুরির সঙ্গে। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকার পরও কোনো ম্যাচ না খেলেই ফিরে আসতে হয়েছিল ইনজুরির কারণে। এরপর ইনজুরিমুক্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আবার ডাক পান। কিন্তু চট্টগ্রামে প্রথম টেস্টের সময় ব্যাটিং করতে গিয়ে আসিথা ফার্নান্ডোর বলে হাতে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন। এরপর চলে তার ইনজুরি থেকে ফেরার লড়াই। ইনুজরিতে থাকা অবস্থায়ই তাকে উইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছিল। মিরপুরে টাইগার্স ক্যাম্পে চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। তার উইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল ২৪ জুন। তাকে দলে নেওয়া প্রসঙ্গে বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে , ‘দ্বিতীয় টেস্টের দলে যোগ দেওয়ার জন্য বাঁহাতি পেসার শরিফুল ইসলাম সোমবার (২০ জুন) রাতে সেন্ট লুসিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২০২১ সালের এপ্রিল মাসে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সি গায়ে চারটি টেস্ট খেলেছেন এই ২১ বছর বয়সী এই পেসার ।’
এদিকে হঠাৎ করে টেস্ট দলে জায়গা পেলেও খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি ছিলেন বলে আজ মিরপুরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। শরিফুল বলেন, ‘কাল (রোববার) রাতে জেনেছি। মানসিকভাবে প্রস্তুত ছিলাম। পাপন স্যার কল দিয়ে (ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য) বললেন। আমি বলেছি জি স্যার যাব।’
এভাবে আবার টেস্ট দলে হঠাৎ করে ডাক পেয়ে বেশ রোমাঞ্চিত শরিফুল। তিনি বলেন, ‘অবশ্যই অনেক উত্তেজিত। খুব ইচ্ছা ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার। তো ইনশাআল্লাহ যাচ্ছি এখন। দেখা যাক যাওয়ার পর কী হয়।’ উইন্ডিজে খেলা হচ্ছে ডিউক বলে। শরিফুল আগে কখনই এই বলে খেলেননি। টিভিতে তিনি প্রথম টেস্ট দেখছেন। তা দেখেই তার উপলদ্ধি, ‘খেলা দেখেছি ( প্রথম টেস্ট)। ওখানে যেটা আমি দেখেছি যে বল জায়গায় করলে সুবিধা। ওদের ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও। চেষ্টা করব লাইন লেন্থ মেনে বল করার।’
এমপি/এসজি/