বল হাতে সবার সেরা বিকেএসপির মারুফা-রাবেয়া
মেয়েদের প্রিমিয়ার ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কিন্তু ব্যাটিং-বোলিংয়ের শীর্ষে নেই কোনো তাদের ক্রিকেটার। ব্যাটিংয়ে সেরা পাঁচেও কেউ জায়গা করে নিতে পারেননি। বোলিংয়ে চারে আছেন তাদের একজন বোলার।
মোহামেডানের সাফল্য এসেছে তাই সবার সম্মিলিত অবদানে। এককভাবে কেউ আলাদা করে কোনো ভুমিকা রাখতে পারেননি।
বল হাতে সবার উপরে আছেন ১৬ পয়েন্ট নিয়ে তিনে থাবা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ( বিকেএসপি) দুই বোলার মারুফা আক্তার ও রাবেয়া খান।
ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার মারুফা ১১ ম্যাচের সব কটি খেলে উইকেট পেয়েছেন ২৩টি। এক ম্যাচে সাত উইকেট নিয়েছেন তিনি। তার গড় মাত্র ১২.২৬। লেগ ব্রেক বোলার রাবেয়া উইকেট পেয়েছেন ২১টি। ম্যাচ খেলেছেন মারুফার মতোই সব কটি। এক ম্যাচে তার সেরা বোলিং ছিল ৪ উইকেট প্রাপ্তি। রানার্সআপ রূপালি ব্যাংকের বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাহিদা আক্তার ১০ ম্যাচের ৮ ইনিংসে বোলিং করে ২০ উইকেট নিয়ে আছেন তালিকার তিনে। তার সেরা বোরিং ছিল ৫ উইকেট পাওয়া। গড় ৫.১৫। চ্যাম্পিয়ন মোহামেডানের অফ স্পিনার সোহেলি ১৭ উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন চারে। তিনি ৯ ম্যাচের ৮ ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছিলেন। এক ম্যাচে ৪ উইকেট প্রাপ্তি ছিল তার সেরা। তার গড় ছিল ১১.০৬।
১৬টি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার। তারা হলেন ফাতেমা জাহান সোনিয়া, ফাহিমা খাতুন ও জাহানার আলাম। কিন্তু গড় বোলিংয়ে সোনিয়া পাঁচে, ফাহিমা ছয়ে এবং জাহানারা সাতে। পাঁচে থাকা খেলাঘরের বোলার ফাতেমা জাহান সোনিয়া ১০ ম্যাচের ৯টিতে বোলিং করে উইকেট পেয়েছেন ১৬টি। সেরা বোলিং ছিল এক ম্যাচে তিন উইকেট নেওয়া। তার গড় বোলিং ছিল ১১.০৬। আবাহনীর অফ স্পেনার ফাহিমা খাতুন ১১ ম্যাচের ৯টিতে বোলিং করে উইকেট নেন ১৬টি। তার এক ম্যাচে সেরা বোলিং ছিল ৪ উইকেট। গড় ১১.০৬। জাতীয় দলের তারকা পেসার জাহানার আলম এবার খেলেছেন আবাহনীর হয়ে। লিগে আবাহনীর অবস্থান চারে। তিনি ১১ ম্যাচের ৯ ইনিংসে বোলিং করে উইকেট পেয়েছেন ১৬টি। এক ম্যাচে তিনি সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন ৪টি। জাহানারা গড় ১৪.২৫।
এমপি/এমএমএ/