সাকিবকে নিয়ে ডমিঙ্গোর উচ্চাকাঙ্ক্ষা
উইন্ডিজ সফরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মহামরি চলছে। কিন্তু এর মাঝেও ব্যতিক্রম নেতৃত্ব ফিরে পাওয়া সাকিব আল হাসান। দুই ইনিংসে হাঁকিয়েছেন ফিফটি। যেখানে বাংলাদেশের রান ছিল দুই ইনিংসে ১০৩ ও ২৪৫। সাকিব করেন ৫১ ও ৬৩। দুই ইনিংসে পঞ্চাশ বা ততোর্ধ ইনিংসে এবার নিয়ে সাকিবের ক্যারিয়ারে চতুর্থবার। অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করার আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ৫৮ রান। টানা তিন ইনিংসে হাফ সেঞ্চুরি। কিন্তু সাকিবকে নিয়ে কোচ ডমিঙ্গোর প্রত্যাশা অনেক বেশি। তার কাছে তিনি ৫০ নয়, শতরান চান।
ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি সাকিবের মধ্যে সবসময় রান করার মানসিকতা থাকে। সেভাবেই সে খেলে। আমরা চাই না সে স্লগ করুক। সে ভালো ক্রিকেট শট খেলুক, আমরা এটা চাই। তার খেলা দেখে মনে হয়েছে সে চাপটা বোলারদের ওপর ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাকে পরিস্থিতি বুঝে খেলতে হবে। শুরুর সময়টা পার করে দিতে পারলে তাকে সংযত হয়ে খেলতে হবে। ভালোভাবে ব্যাটিং করতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে।’
ডমিঙ্গো সাকিবকে ব্যাটিং করার সময় স্থান-কাল-পাত্র বিবেচনা করে খেলার পরামর্শ দিয়েছেন। তাকে আক্রমণ ও রক্ষণাত্বক খেলার মাঝে ভারসাম্য খুঁজে নিতে হবে। এটা করতে গিয়ে তাকে অশান্ত হওয়া চলবে না বলেও পরামর্শ দেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘সাকিব সাতে ব্যাটিং করে। আবার সে ছয়েও ব্যাটিং করতে পারে। কখন তিনি আক্রমণ করবেন আর কখন রক্ষণাত্বক খেলবেন তা খোঁজে নিতে হবে। কখনো কখনো প্রতি আক্রমনকেও কৌশল হিসেবে নিতে হবে। কিন্তু তা করতে গিয়ে আবার অশান্ত হওয়া যাবেনা। কারণ সাকিব একজন দারুণ ব্যাটসম্যান।’
ব্যাটসম্যান সাকিবের কাছে ডমিঙ্গো তার চাওয়ার কথা বলেছেন। কিন্তু নেতা সাকিবকে নিয়ে তিনি খুশিই। ডমিঙ্গো বলেন, ‘সাকিব একজন অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ ব্যাটসম্যান। সে আগেও অধিনায়কত্ব করেছে। আগে তাকে আমি স্বল্প সময়ের জন্য অধিনায়ক হিসেবে পেয়েছিলাম। সে নৈপুণ্য দিয়েই দলকে নেতৃত্ব দিয়ে থাকে। সে ব্যাটে-বলে অনন্য। নেতৃত্ব ও নৈপুণ্য দিয়ে তার অনেক কিছু দেওয়ার আছে।’
এমপি/এসজি/