বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নতুন বলেই সর্বনাশ বাংলাদেশের!

ক্রিকেট এমনই। এই মেঘ এই রোদের মতোই যখন-তখন রং বদলায়। কাউকে হাসায়, কাউকে ডুবায় হতাশায়। ১০৯ রানে ছয় উইকেট হারানোর পর যখন বাংলাদেশ ধুকছিল, ইনিংস হার এড়াতে তখনো ৪৭ রানের প্রয়োজন, তখন সাকিব- নুরুল হাসান সোহানের ব্যাটে আসে প্রতিরোধের ডাক। দুই জনে মিলে ৪৭ রানের ব্যবধান কমিয়ে দলকে লিড এনে দেন। পরে বাড়িয়ে নিতে থাকেন সেই লিড। ধীরে ধীরে খেলায় বাংলাদেশ ফিরে আসতে থাকে। মজবুত করতে থাকে অবস্থান। কিন্তু এ সবই শেষ হয়ে যায় ইনিংসে দ্বিতীয় নতুন বল নেওয়ার সঙ্গে সঙ্গেই। ৮০ ওভার পর নতুন বল নিয়ে অধিনায়ক ব্রেথওয়েট তা তুলে দেন কেমার রোচের হাতে। আর সঙ্গে সঙ্গেই খেলা হয় যা বাংলাদেশের ললাটে দূর্গতি। ১০.৫ ওভারে মাত্র ১৩ রানে পতন ঘটে শেষ চার উইকেটের। ছয় উইকেটে ২৩২ রান থেকে ২৪৫ রানে শেষ বাংলাদেশের ইনিংস। কেমার রোচ চার উইকেটর তিনটিই নেন তিনি। যেখানে ছিল প্রতিরোধের ডাক দেয়া দুই ব্যাটসনম্যান সাকিব ও নুরুল হাসানের উইকেটও। বাংলাদেশ এগিয়ে থাকে মাত্র ৮৩ রানে। আর যাই হোক এই লিড নিয়ে বাংলাদেশ জয়ের আশা করতে পারে না। খুব বেশি হলে কয়েকটি উইকেট নিয়ে লড়াই করতে পারবে। দিনের খেলা বাকি আছে ১৭ ওভার। উইন্ডিজ জয়ের কাছাকাছি চলে গেলে দিনের খেলা আধ ঘন্টা বাড়িয়ে দেওয়া হবে।

নতুন বলে বাংলাদেশের ভোগান্তি আরেকবার মোটা দাগে বুঝিয়ে দিয়েছে। প্রথম ইনিংসে নতুন বলের চাকচিক্য কমে আসার আগেই বাংলাদেশ ছয় উইকেট হারিয়েছিল ৪৫ রানে। দ্বিতীয় দিন শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে ৩৫ রানে হারিয়েছিল দুই উইকেট। আজ দ্বিতীয় ইনিংসেও নতুন বলে ভুগান্তি ফুটে উঠে। কেমার রোচ ৫৩ রান দিয়ে দশমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন। একই সঙ্গে তিনি ২৪৯ উইকেট নিয়ে স্বদেশি গ্রেট মাইকেল হোল্ডিংয়ের সমক্ষকতা অর্জন করেন। আবার একই ভেন্যুতে তিনি ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েন। রোচ ছাড়া আলজারি জোসেফ ৫৫ রানে তিনটি ও কাইল মায়ার্স ৩০ রানে নেন দুইটি উইকেট।

সাকিব আল হাসান (৬৩):
১০০ রানে পঞ্চম উইকেট হিসেবে লিটন আউট হয়ে যাওয়ার পর সাকিব এসে হাল ধরেন। কিন্তু আসার পরপরই সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ফিরে গেলে বাংলাদেশ অকুল দরিয়ায় ভাসতে থাকে। এমন অবস্থায় নুরুল হাসান সোহানকে নিয়ে সাকিব প্রতিরোধের ডাক দেন। নুরুল হাসান সোহান যোগ্য সাহচর্য দিতে থাকলে বাংলাদেশ ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে। ৪৭ রানের ব্যবধান কমিয়ে লিডও নেয়। দুই জনে মিলে চা বিরতি পার করে দেন। সাকিব চা বিরতির আগেই ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি তুলে নেন ৮২ বলে। জুটিতে শতরানও অতিক্রম করে। কিন্তু চা বিরতির চার ওভার পর উইন্ডিজের কাপ্তান ব্রেথওয়েট নতুন বলে নেয়ার পরপরই বাংলাদেশের সর্বনাশ ডেকে আসে। কেমার রোচ তার নতুন বলের দ্বিতীয় ওভারেই সাকিবকে ফিরিয়ে দেন। তবে এখানে সাকিবেরও কিছুটা দায় ছিল। ফুল লেন্থের বলে এক্সটা বাউন্স ছিল। সাকিব জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে এক্সটা কাভারে অধিনায়ক ব্রেথওয়েটের হাতে ধরা পড়েন। ৯৯ বল খেলে ছয় চারে তিনি ৬৩ রান করেন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৫১ রান। উভয় ইনিংসে পঞ্চশ বা ততোর্ধ রানের ইনিংস এটি ছিল সাকিবের চতুর্থবার। সপ্তম উইকেট জুটিতে যোগ হয় ১২৩ রান।

নুরুল হাসান সোহান (৬৪):
সাকিব বিদায় হওয়ার পর নুরুল হাসান সোহানও বেশি সময় টিকতে পারেননি। তাকেও সাজ ঘর দেখিয়ে দেন কেমার রোচ। উইকেটর পেছনে তার ক্যাচ ধরেন ডি সিলভা। অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে সঠিকভাবে সংযোগ করতে ব্যর্থ হন নুরুল হাসান সোহান। ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে চলে যায়। তখন তার নামের পাশে শোভা পাচ্ছে ৬৪ রান। এটি ছিল বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান। এর আগে তিনি ১১০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন।

মোস্তাফিজ (৭):
মোস্তাফিজ এসে টিকে থাকার কোনো চেষ্টাই করেননি। দুর্ধষ কেমার রোচের প্রথম বল খেলেই ছক্কা হাকান থার্ড ম্যান দিয়ে। তবে তাকে রোচ আউট করতে পারেননি। জোসেফের বলে বোল্ড হয়ে যান ৭ রানে।

এবাদত (১):
এবাদত এসে টিকে থাকার চেষ্টা করেছিলেন। সাকিব আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম ১১ বলে কোনো রানই নিতে পারেননি। ১২ নম্বার বলে প্রথম রান নেন। পরে আরও ১২ বল খেললেও কোনো রান নিতে পারেননি। কেমার রোচের বলে বোল্ড হয়ে যান।

এমপি/এএস

Header Ad
Header Ad

‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ধর্ষণের সংবাদ সম্পূর্ণ মিথ্যা দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী। তিনি বলেছেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি, অথচ তার নামে ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। এই গুজব তাঁকে সামাজিকভাবে হেয় করেছে এবং মানসিকভাবে ভেঙে দিয়েছে।

গতকাল বুধবার ভুক্তভোগী নারী বলেন, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি। আমার সমাজের কাছে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে সন্দেহের চোখে দেখছে। এমন পরিস্থিতিতে আমি কীভাবে সমাজে টিকে থাকব?’

ওই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে শয্যাশায়ী, অথচ মিডিয়ায় বলা হয়েছে, বাস ডাকাতির সময় তাঁর স্বামী সঙ্গে ছিলেন এবং তাঁকে মারধর করা হয়েছে। তিনি বলেন, ‘বাস্তবে আমার স্বামী এক বছর ধরে বিছানায় পড়ে আছে। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এটা কি ন্যায়সঙ্গত?’

নিজের জীবনসংগ্রামের কথা জানিয়ে তিনি বলেন, স্বামী অসুস্থ থাকায় সংসারের খরচ চালাতে গান করেন ও কীর্তন করেন। বড় বোনের স্বামীও লিভার ক্যানসারে মারা গেছেন, তাই পরিবার চালানোর জন্য তাঁর গানই একমাত্র সম্বল। তিনি বলেন, ‘আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মানটাই সবচেয়ে বড়। এখন যদি সেটাই না থাকে, তাহলে বেঁচে থাকার আর কী মানে থাকে?’

১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী জানান, ডাকাতেরা বাসে উঠে সকল যাত্রীর টাকা-পয়সা ও গয়না ছিনিয়ে নেয়। তাঁর হাতে থাকা সিটি গোল্ডের চুড়ি ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করেন ও কান্নাকাটি করেন। কিন্তু গণমাধ্যম এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার জানা মতে, কেউ ধর্ষণের শিকার হয়নি। মেয়েদের ওপর নির্যাতন হয়েছে, তল্লাশি করা হয়েছে, কিন্তু ধর্ষণ হয়নি। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন সবাই বলছে, মিডিয়ায় এসেছে মানে কিছু তো ঘটেছে! কিন্তু আমার কথার কি কোনো মূল্য নেই? যারা আমার সঙ্গে বাসে ছিল, তারা তো জানে আসল ঘটনা। তবুও সবাই মিডিয়ার মিথ্যা খবরকেই সত্য বলে ধরে নিচ্ছে!’

সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একজন নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে কি না, তা যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবেন না। আগে সত্যিটা জেনে নিন। মিডিয়ার উচিত নারীর সম্মানহানিকর ভুল তথ্য প্রচার না করা।’

এই বিভ্রান্তিকর সংবাদের কারণে ওই নারী চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তিনি চান, সমাজ তাঁকে ভুল না বোঝে এবং সবাই তাঁর পাশে দাঁড়ায়।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র ও নাগরিকদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, যিনি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি একদফা আন্দোলনের ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসেবে পরিচিত।

দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, যিনি ঢাকসুর সাবেক নেতা এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক। উল্লেখ্য, এই ছাত্র সংগঠনের মহাসচিব ছিলেন নাহিদ ইসলামও।

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হিসেবে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি জমায়েতের মাধ্যমে হবে। প্রথমে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে অন্তত ১১০ জন সদস্য আসবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। কমিটিতে যোগ দেবেন কয়েকজন পেশাজীবীও।

Header Ad
Header Ad

নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়

ছবি: সংগৃহীত

নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার—এমন ঘোষণা দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে ২০২০ সালে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে রুল জারি করেছিলেন।

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জানান, ২০২০ সালে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে জানতে চেয়েছিল—বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ পানীয় পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না এবং এটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হবে কি না। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।

হাইকোর্ট এই রায়ে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন—

১. এক বছরের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থান, যেমন—আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট-বাজার ও বিমানবন্দরে সকল নাগরিকের জন্য নিরাপদ পানীয় পানি নিশ্চিত করতে হবে।

২. আগামী ১০ বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

৩. ২০২৬ সালের মধ্যে পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

আইনজীবী পল্লব আরও জানান, হাইকোর্টের এই রায় একটি চলমান আদেশ হিসেবে কার্যকর থাকবে। আদালত ইতোমধ্যে তুরাগ নদী, সোনারগাঁ এবং হাতিরঝিল সংক্রান্ত রায়ের নির্দেশনাগুলোকেও এই রায়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া, দেশের সব পানির উৎস যাতে ক্ষয়িষ্ণু না হয়, দূষিত না হয় এবং অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা পায়—তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই রায়ের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ পানির বিষয়টি নতুন মাত্রা পেল এবং সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’
বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা
নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৩ জন
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু ৯ মার্চ, সরকারের ব্যয় ৫২৫ কোটি টাকা
চা দোকানির ছেলে হলেন বিচারক
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল চালকের প্রাণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২৭১ পদে বিশাল নিয়োগ
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা: প্রধান উপদেষ্টা
কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন নারীরা?
এসএসসি পাসে পুলিশে চাকরি, আবেদন ফি ৪০ টাকা
সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
দেশ ও জাতির স্বার্থে সকলকে একযোগে কাজ করতে হবে: খালেদা জিয়া
নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল  
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পেতে লাগবে ৫ বছরের অভিজ্ঞতা
অবশেষে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল  
চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় জনতা
তারেক রহমানের নাম উচ্চারণে ওজু করা নিয়ে বক্তব্যে বুলুর দুঃখ প্রকাশ  
ইউরোপীয় ইউনিয়নের ওপর ২৫ শতাংশ ট্যারিফ আরোপের প্রতিশ্রুতি ট্রাম্পের