বিশ্বাস ছাড়া আবার ক্রিকেট খেলা হয় নাকি: খালেদ
বিশ্বাস, আত্মবিশ্বাস- যে কোনো কাজে সাফল্যোর মূলমন্ত্র। অসম্ভবকেও সম্ভব করা যায় মনে প্রচন্ড জোর থাকলে। এ রকম মনের জোর ছিল বলেই অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দল মাত্র ১০৩ রানে অলআউট হয়েও খেলায় ফিরে এসেছে। উইন্ডিজকেও খুব বেশি দূর যেতে দেয়নি। ২৬৫ রানে অলআউট হয় তারা। এ সবই সম্ভব হয়েছে অন্তরে 'বিশ্বাস' ছিল বলেই। বাংলাদেশ ১০৩ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনই উইন্ডিজ দুই উইকেটে হারিয়ে ৯৫ রান করেছিল। বাংলাদেশের রান থেকে মাত্র ৮ রান পিছনে ছিল। এই রান টপকে নিজেদের সংগ্রহ অনেক দূর নিয়ে যাওয়ার মতো অবস্থা। তাদের ব্যাটসম্যানরা খেলছেন আবার অসম্ভব ধৈর্য্যরে পরিচয় দিয়ে।
এ রকম অবস্থার পরও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন উইন্ডিজকে আড়াশ রানের মাঝে আটকে রাখার। তার সেই পরিকল্পনা বোলাররা বলা যায় অক্ষরে অক্ষরে পালন করেছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা পেসার সৈয়দ খালেদ আহমেদ শুনালেন সেই 'বিশ্বাসর' কথাই। 'দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা পেসার সৈয়দ খালেদ আহমেদ শুনালেন সেই 'বিশ্বাসর' কথাই। তিনি বলেন, 'বিশ্বাস অবশ্যই ছিল। বিশ্বাস ছাড়া আবার ক্রিকেট খেলা হয় নাকি! বোলারদের বিশ্বাস ছিল আমরা পারব। যেহেতু ওরা পেরেছে আমরাও চাইলে পারব আরো কম রানে আউট করতে।'
সাকিব যে আড়াইশ রানে আটকে রাখার কথা সংবাদ সম্মেলনে বলেছিলেন, সেই ম্যাসেজ কী তাদের কাছে ছিল? এ রকম এক প্রশ্নের জবাবে খালেদ বলেন, 'হ্যাঁ ছিল সাকিব ভাই এসে বলেছে উইকেটটা হয়তো ড্রাই (শুষ্ক) থাকবে। তরা তোদের প্রসেসে থাকিস। আমাদের যে প্রসেসটা বলে দিয়েছিল, আমরা মেইন্টেইন করার চেষ্টা করেছি।' খালেদ আরো বলেন, 'উনি বলেছেন আরো কমে করতে। আমরা চেষ্টা করেছি। হয়তো ১০/২০ রান বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। এখন উইকেট অলমোস্ট ভালো উইকেট। বোলারদের জন্য এতোটা কিন্তু হেল্প নেই। আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ ভালো খেলবে কালকে ( তৃতীয় দিন)।
উইন্ডিজের ইনিংসের চার উইকেট নিয়ে মিরাজ সেরা বোলার হলেও সেরা শিকার ছিল খালেদের। তিনি ইনিংসের দুই হাফ সেঞ্চুরিয়ান অধিনায়ক ব্রেথওয়েট (৯৪) ও ব্লাকউডের (৬৩) উইকেট শিকার করেন। গোটা ইনিংসে বোলিং করেন ২২ ওভার রান দেন ৫৯। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং করে ভালো করতে পারেননি। তাই এ রকম বোলিং করে সন্তুষ্টি প্রকাশ করেছেন খালেদ। তিনি বলেন, 'প্রথমত আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। শেষ দুইটা টেস্টে যেহেতু ভালো করিনি, ইচ্ছে ছিল যেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি। যেমনটা দক্ষিণ আফ্রিকায় করেছি।'
এমপি/এএজেড