বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ধৈর্য্যের পরীক্ষায় বাংলাদেশকে পেছনে ফেলল উইন্ডিজ

চোখের সামনে ওয়েস্ট ইন্ডিয়ানরা দেখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের করুণ হাল। তাদের পেসাররা অতিথিদের পিচে দাঁড়াতেই দেননি। ড্রেসিং রুমে আসা-যাওয়ার শব যাত্রায় পরিণত করেন। মাত্র তিনজন ব্যাটসম্যানকে দুই অংকের রান করতে দিয়েছেন। ছয়জনকে কোনো রানই করতে দেননি। ১০৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে দেখে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা সতর্কতা অবলম্বন করে এগুতে থাকেন। কোনো রকমের ঝুঁকি নিতে তারা রাজি হননি। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে ৯৫। ওভার খেলেছে ৪৮টি। আট উইকেট নিয়ে বাংলাদেশের চেয়ে উইন্ডিজ পিছিয়ে মাত্র আট রানে। অধিনায়ক ব্রেথওয়েট দুইবার জীবন পেয়ে দিনশেষে ৪২ রানে অপরাজিত। সঙ্গে বোনার আছেন ১২ রানে।

উইন্ডিজের ব্যাটসম্যানরা এমনই সতর্ক ছিলেন যে প্রথম পাঁচ ওভারে কোনো রানই সংগ্রহ করতে পারেননি। তাদের এই সাবধানতার অন্যতম কারণ ছিল কাটার মাস্টার মোস্তাফিজের ফেরা। যে কারণে মোস্তাফিজের পাঁচ ওভারের প্রথম স্পেলে চারটিই ছিল মেডেন। রান দেন মাত্র একটি। মোস্তাফিজের সঙ্গে বোলিং সূচনা করতে আসা আরেক পেসার খালেদও কম যাননি। তার পাঁচ ওভারের প্রথম স্পেলে তিনটি ছিল মেডেন। রান দেন তিনটি। এবাদত-সাকিব এসেও ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্য হতে দেননি। প্রথম রান তাদের আসে ষষ্ট ওভারে। এক পর্যায়ে স্বাগতিকদের রান ছিল ১৩ ওভারে বিনা উইকেটে ১০। চা বিরতির সময় ছিল ১৫ ওভারে ১৫। এভাবেই সতর্কতার সঙ্গে তারা এগুতে থাকে। দিন শেষে তাদের সংগ্রহ ওভার প্রতি মাত্র ১.৯৭ করে, যেখানে বাংলাদেশ অলআউট হওয়ার পরও ওভার প্রতি রান ছিল ৩.১৩ করে।

প্রশ্ন আসতেই পারে যে পিচে স্বাগতিক দলের পেসাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি, সেই পিচে বাংলাদেশের পেসার কিংবা স্পিনাররা উইন্ডিজের ব্যাটসম্যানদের কিছুই করতে পারেননি। এমন নয় যে উইন্ডিজের পেসাররা খুবই ভালো এবং চমৎকার বোলিং করেছেন। আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। যেটা করে দেখিয়েছেন উইন্ডিজের ব্যাটসম্যানরা। আর এতেই দুই দলের প্রথম দিনের পাথর্ক্য গড়ে দিয়েছে। যেখানে প্রথম দিনই সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। এমনিতেই ব্যাটিং বিপর্যয়ে কোনঠাসা বাংলাদেশ দুইটি রিভিউ নিয়ে সফল হতে না পেরে আরো কোনঠাসা অবস্থায় আছে।

স্বাগতিকদের এমন সাবধানতার মাঝেও বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর প্রথম টেস্ট খেলতে নামা কাটার মাস্টার মোস্তাফিজ। ওপেনার জন ক্যাম্পবেলকে তিনি বোল্ড করেন দলীয় ৪৪ রানে। ক্যাম্পবল ৭২ বল খেলে করেন ২৪ রান। বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন এবাদত। তিনি রেইফারকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচে পরিণত করেন ব্যক্তিগত ১১ রানে। এর আগে তিনি চার রানে জীবন পেয়েছিলেন মোস্তাফিজের বলে লিটনের হাতে প্রথম স্লিপে। মোস্তাফিজের এই ওভারেরই পরে বলে গালিতে সেই লিটনের হাতেই জীবন পান অধিনায়ক ব্রেথওয়েট। তখন তার রান ছিল ১৫। এর আগে তিনি এক রানে গালিতে মুমিনুলের হাতে জীবন পেয়েছিলেন। বোলার ছিলেন মোস্তাফিজ। আবার ব্যক্তিগত ২৫ রানের সময় তার বিপক্ষে সাকিব নিজের বলে রিভিউ নিয়েছিলেন। নুরুল হাসান সোহান ক্যাচ ধরে জোড়ালো আবেদন করেছিলেন। কিন্তু আম্পায়ার সাড়া না দিলে সাকিব সোহানের ইংগিতে রিভিউ নেন। কিন্তু সফল হতে পারেননি। বাংলাদেশ পরে আরেকটি রিভিউ হারায় ৪৩.১ ওভারের সময়। মোস্তাফিজের বলে বোনারের বিপক্ষে জোড়ালো এলবিডব্লিউর আবেদনে সাড়া না দিলে উইকেটকিপার নুরুল হাসান সোহান সে সময় অধিনায়কের দায়িত্ব পালন করা লিটনকে রিভিউ নিতে উৎসাহিত করেন। লিটন প্রথমে একটু দ্বিধায় থাকলেও পরে রিভিউ নেন। কিন্তু হকআইয়ে দেখা যায় বল স্ট্যাম্প মিস করতে! স্বাগতিকদের আট উইকটে বাকি থাকতেই বাংলাদেশ দুইটি রিভিউ হারিয়ে ফেলেছে। বাকি আছে মাত্র একটি রিভিউ।

এদিন ৪৮ ওভারে মাঝে বাংলাদেশের তিন পেসার মিলে করেছেন ৩৪ ওভার। মোস্তাফিজ ও এবাদত সবচেয়ে বেশি ১২ ওভার করে বোলিং করে ১০ ও ১৮ রানে একটি করে উইকেট নিয়েছেন।

বোলার ছিলেন খালেদ। চা বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ১৫ ওভারে ১৫। মিরাজ বল হাতে তুলে নেয়ার পর এক ওভারে রান আসে পাঁচ। অধিনায়ক ক্রেইগ বার্থওয়াইট ৯ ও জসন ক্যাম্পবেল ১ রানে অপরাজিত।

এর আগে বাংলাদেশ স্বাগতিক দলের পেসারদের তোপে পড়ে মাত্র ৩২.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়। সাকিব করেন্ কোই ৫১। এ ছাড়া তামিম ইকবাল ২৯ ও লিটন দাস ১২ রান করেন। আর কোনো ব্যাটসম্যানর দুই অংকের রান করতে পারেননি। সিলস ও জোসেফ দুই জনেই ৩৩ রান করে দিয়ে তিনটি করে এবং মায়ার্স ১০ ও কেমার রোচ ২১ রানে নেন দুইটি করে উইকেট।

এমপি/এএস

Header Ad
Header Ad

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৫৩ জন কর্মকর্তাকে রদবদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।

এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়, যার মধ্যে দুইজন ভূতাপেক্ষভাবে পদোন্নতি পেয়েছেন।

বদলি হওয়া কর্মকর্তাদের বিস্তারিত তালিকা দেখতে ক্লিক করুন:
তালিকা-১ |  তালিকা-২

Header Ad
Header Ad

‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ধর্ষণের সংবাদ সম্পূর্ণ মিথ্যা দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী। তিনি বলেছেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি, অথচ তার নামে ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। এই গুজব তাঁকে সামাজিকভাবে হেয় করেছে এবং মানসিকভাবে ভেঙে দিয়েছে।

গতকাল বুধবার ভুক্তভোগী নারী বলেন, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি। আমার সমাজের কাছে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে সন্দেহের চোখে দেখছে। এমন পরিস্থিতিতে আমি কীভাবে সমাজে টিকে থাকব?’

ওই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে শয্যাশায়ী, অথচ মিডিয়ায় বলা হয়েছে, বাস ডাকাতির সময় তাঁর স্বামী সঙ্গে ছিলেন এবং তাঁকে মারধর করা হয়েছে। তিনি বলেন, ‘বাস্তবে আমার স্বামী এক বছর ধরে বিছানায় পড়ে আছে। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এটা কি ন্যায়সঙ্গত?’

নিজের জীবনসংগ্রামের কথা জানিয়ে তিনি বলেন, স্বামী অসুস্থ থাকায় সংসারের খরচ চালাতে গান করেন ও কীর্তন করেন। বড় বোনের স্বামীও লিভার ক্যানসারে মারা গেছেন, তাই পরিবার চালানোর জন্য তাঁর গানই একমাত্র সম্বল। তিনি বলেন, ‘আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মানটাই সবচেয়ে বড়। এখন যদি সেটাই না থাকে, তাহলে বেঁচে থাকার আর কী মানে থাকে?’

১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী জানান, ডাকাতেরা বাসে উঠে সকল যাত্রীর টাকা-পয়সা ও গয়না ছিনিয়ে নেয়। তাঁর হাতে থাকা সিটি গোল্ডের চুড়ি ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করেন ও কান্নাকাটি করেন। কিন্তু গণমাধ্যম এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার জানা মতে, কেউ ধর্ষণের শিকার হয়নি। মেয়েদের ওপর নির্যাতন হয়েছে, তল্লাশি করা হয়েছে, কিন্তু ধর্ষণ হয়নি। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন সবাই বলছে, মিডিয়ায় এসেছে মানে কিছু তো ঘটেছে! কিন্তু আমার কথার কি কোনো মূল্য নেই? যারা আমার সঙ্গে বাসে ছিল, তারা তো জানে আসল ঘটনা। তবুও সবাই মিডিয়ার মিথ্যা খবরকেই সত্য বলে ধরে নিচ্ছে!’

সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একজন নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে কি না, তা যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবেন না। আগে সত্যিটা জেনে নিন। মিডিয়ার উচিত নারীর সম্মানহানিকর ভুল তথ্য প্রচার না করা।’

এই বিভ্রান্তিকর সংবাদের কারণে ওই নারী চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তিনি চান, সমাজ তাঁকে ভুল না বোঝে এবং সবাই তাঁর পাশে দাঁড়ায়।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র ও নাগরিকদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, যিনি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি একদফা আন্দোলনের ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসেবে পরিচিত।

দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, যিনি ঢাকসুর সাবেক নেতা এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক। উল্লেখ্য, এই ছাত্র সংগঠনের মহাসচিব ছিলেন নাহিদ ইসলামও।

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হিসেবে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি জমায়েতের মাধ্যমে হবে। প্রথমে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে অন্তত ১১০ জন সদস্য আসবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। কমিটিতে যোগ দেবেন কয়েকজন পেশাজীবীও।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৫৩ জন কর্মকর্তাকে রদবদল
‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’
বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা
নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৩ জন
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু ৯ মার্চ, সরকারের ব্যয় ৫২৫ কোটি টাকা
চা দোকানির ছেলে হলেন বিচারক
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল চালকের প্রাণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২৭১ পদে বিশাল নিয়োগ
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা: প্রধান উপদেষ্টা
কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন নারীরা?
এসএসসি পাসে পুলিশে চাকরি, আবেদন ফি ৪০ টাকা
সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
দেশ ও জাতির স্বার্থে সকলকে একযোগে কাজ করতে হবে: খালেদা জিয়া
নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল  
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পেতে লাগবে ৫ বছরের অভিজ্ঞতা
অবশেষে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল  
চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় জনতা
তারেক রহমানের নাম উচ্চারণে ওজু করা নিয়ে বক্তব্যে বুলুর দুঃখ প্রকাশ