বাংলাদেশ-উইন্ডিজ খেলা দেখাতে মাঠে নেমেছে বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত পথ চলা শুরু হওয়ার পর কোটি কোটি বাঙালির আবেগে পরিণত হয়েছে ক্রিকেট। শুরুটা বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে। যখন গোটা জাতি নেমে এসেছিল রাস্তায়। উৎসবে আনন্দ আর রঙের হোলি খেলায় মেতে উঠেছিল। এরপর থেকেই ক্রিকেট শুধুই সামনে এগিয়ে চলেছে আর জনগণের ভালোবাসায় পরিণত হয়েছে। দেশ কিংবা বিদেশ, যেখানে বাংলাদেশ খেলতে যাক, হোক ভরাডুবি, শত ব্যস্ততার মাঝেও ক্রিকেটের খবর নিতে কার্পণ্য করেন না ভক্তকুল।
এ যেন এক অন্য রকম নেশা। সেই নেশায় এবার বাধ সেধেছে। উইন্ডিজ সফরে বাংলাদেশের কোনো খেলা তারা দেখতে পারবেন না। জনগণের ব্যাপক আগ্রহ থাকার পরও বাংলাদেশের কোনো টিভি এ খেলা সম্প্রচার করবে না। এদিকে সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে দেশি কোনো টেলিভিশনের কাছেই বিক্রি করতে পারেনি টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)।
সচরাচর টি-স্পোর্টস ও জিটিভি বাংলাদেশের খেলাগুলো সম্প্রচার করে। কিন্তু এবার আগেই থেকেই টি-স্পোর্টস না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। জি-টিভির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সঙ্গে টিএসএম কোনো যোগাযোগ করেনি। আর টিএসএমের পক্ষ থেকে বলা হয়েছে তারা এপ্রিল মাসের শেষের দিক থেকে যোগাযোগ শুরু করেছেন। কিন্তু কোনো সাড়া পাননি। বিষয়টি ব্যবসায়িক দ্বন্দ্ব বলে বাজারে চালু রয়েছে। আবার করোনা পরবর্তী সময়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠান থেকে সে রকম সাড়া না পাওয়ার শঙ্কা আছে বলে টিভিগুলো প্রচারে আগ্রহী হয়নি। কিন্তু কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা কিংবা নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশের খেলাগুলো আবার সম্প্রচার করা হয়েছিল। বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছিল। কিন্তু এবার সেখানে অনাগ্রহ দেখাতে অনেক প্রশ্ন দেখা দিয়েছে?
তাহলে কি ক্রিকেটের প্রতি দেশি প্রতিষ্ঠানের আগ্রহ কমে গেছে? এদিকে জানা গেছে দেশি টিভির বিজ্ঞাপন প্রদানকারী সংস্থাগুলো কয়েকটি মিলে একটি কনসোর্টিয়াম তৈরি করেছে, যারা এখন বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। অজানা কারণে তারাই এবার আগ্রহী হননি! বিদ্যমান পরিস্থিতি মাঠে নেমেছে বিসিবি। খেলাগুলো যাতে বাংলাদেশের দর্শকরা দেখতে পারেন, সে ব্যাপারে তৎপর হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি দেখছেন। কারণ বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের দুই পরিচালক জিটিভির সঙ্গে জড়িত। একজন মালিকপক্ষ, আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বিসিবি সভাপতি তাদের সঙ্গে, বিশেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে চলেছেন। সেই কর্মকর্তার সঙ্গে আবার বিসিবির সভাপতি ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। যে কারণে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন খেলা দেখানোর ব্যাপারে।
এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, কোথায়ও টিভি স্বত্ব বিক্রি করতে না পেরে টিএসএম বিসিবির সঙ্গে যোগাযোগ করে ফ্রি অব কস্টে টিভি স্বত্ব বিসিবিকে দিয়ে বলেছে তারা যদি কোথায়ও পারেন যেন দেখানোর ব্যবস্থা করেন। তাই বিসিবিও তৎপর হয়ে উঠে। তারা টিভিতে দেখানোর চেষ্টা করার পাশাপাশি নিজিস্ব ইউটিউব চ্যানেলও দেখানোর চেষ্টা করে যাচ্ছে।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকাপ্রকাশকে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। কিন্তু খেলা দেখানোর ব্যাপারে এখনও সে রকম কোনো অগ্রগতি হয়নি। দেখা যাক। এখনও সময় আছে।’
এমপি/এসএন