বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সাকিবের কাছে লোভনীয় উইন্ডিজ বাংলাদেশের জন্য বিভীষিকা

সাকিবের কাছে উইন্ডিজ সফর লোভনীয়। তিনি এ দ্বীপপুঞ্জের রীতিমতো প্রেমিক। সুযোগ পেলে দ্বীপরাষ্ট্রগুলোতে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না। এখানকার লোকজন, প্রকৃতি সবই সাকিবের পছন্দের তালিকায়। এমন কী খেলতেও ভালো লাগে ১৩টি দ্বীপরাষ্ট্র নিয়ে গড়া উইন্ডিজে। ২০০৭ সালে তার প্রথম আসা। এরপর এসেছেন আরও বেশ কয়েকবার। তাইতো তার কণ্ঠ দিয়ে বের হয়েছে প্রেমিকের মতো আবেগ মাখানো কথা, ‘ক্যারিবিয়ান আমার হৃদয়ের খুব কাছে। প্রথম এসেছিলাম ২০০৭ বিশ্বকাপে। তখন থেকেই আমার হৃদয়ের খুব কাছে এটি। আমি এখানকার মানুষ, এ জায়গা ভালোবাসি অনেক। এখানে আসতে ভালোবাসি। বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজ আসে তখন কখনোই মিস করতে চাই না। আমি এর অংশ হতে চাই।’

উইন্ডিজ নিয়ে এ যখন সাকিবের অনুভূতি, তখন দল হিসেবে বাংলাদেশকে তাড়া করছে দুর্বিসহ স্মৃতি। উইন্ডিজ সফরে একবারই বাংলাদেশ টেস্ট জেতার পাশাপাশি সিরিজও জিতেছিল তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে। আর্থিক বিষয় নিয়ে সৃষ্ট জটিলতার অবসান না হওয়াতে সিনিয়র ও সেরা ক্রিকেটাররা সরে দাঁড়িয়েছিলেন। পরে উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের দ্বিতীয় সারির দল নামালে বাংলাদেশ তাদের দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। এ ছাড়া সাদা পোশাকে নেই আর কোনো সাফল্য। এদিকে সর্বশেষ ২০১৮ সালের সফরে বাংলাদেশকে যে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় ফেলেছিল উইন্ডিজ মাত্র ৪৩ রানে অলআউট করে। খেলা হয়েছিল যে অ্যান্টিগাতে আজ শুরু হবে টেস্ট, সেই অ্যান্টিগাতেই। কিন্তু অতীত নিয়ে বসে থাকতে চান না সাকিব। নতুন করে দায়িত্ব পাওয়ার পর তিনি রং বদলে দিতে চান দলের।

৪৩ রানের ঘটনাকে তিনি চার বছর আগের উল্লেখ করে বলেন, ‘আমার মনে হয় পুরোপুরি আলাদা উইকেট চার বছরের আগে থেকে। তবে আমার কাছে মনে হচ্ছে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। অবশ্য চতুর্থ ইনিংসে ব্যাটিং কঠিন হবে। স্পিনাররা কাজে আসবে তখন। গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রথম ইনিংসে কেমন ব্যাটিং করি। শুরুতে ব্যাটিং বা বোলিং যাই করি না কেন, তেমন কোনো পার্থক্য হবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি ভালো করছেন। আমাদের সব কিছুর জন্যই প্রস্তুতি থাকতে হবে। ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

সাকিব দলের হাল ধরেছেন দুঃসময়ে। ব্যর্থতার ভারে নুয়ে পড়া দল। জয়-পরাজয় তো খেলারই অংশ। কিন্তু বাংলাদেশের হারের পাশে লেখা ছিল খুবই বাজে খেলা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৫৩ ও ৮০ রানে অলআউট হওয়ার লজ্জা। সাকিবকে তাই নেতৃত্বের ঝাণ্ডা নিয়ে দিতে হবে সেই ব্যর্থতার উত্তাল সাগর পাড়ি।

সাগর দিতে পাড়ি দিতে গিয়ে সাকিব কিন্তু দলের সেরা কয়েকজন অস্ত্রধারীকে পাচ্ছেন না। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা মুশফিকুর রহিম নেই পবিত্র হজ করতে যাওয়ার কারণে। ইনজুরির কারণে নেই গতি মাস্টার তাসকিন, সঙ্গে শরিফুলও। শেষ মুহূর্তে গিয়ে ইনজুরিতে শামিল হয়েছেন ইয়াসীর আলীও। এদের অনুপস্থিতিতে সাকিব তাকিয়ে আছেন মাহমুদুল হাসান, মেহেদি হাসান মিরাজ, রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহানের দিকে।

সাকিব চান ব্যাটিং আগে করলে ভালো একটা সূচনা। কারণ গত বেশ কয়েকটি টেস্টে বাংলাদেশের টপ অর্ডাররা খুবই চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি চান এখানে ভালো করা। শুরুতে ভালো করতে না পারলে পিছিয়ে পড়তে হয় বলে জানান সাকিব। যেখানে থেকে রিকোভারি করা কঠিন হয়ে উঠে পরবর্তীতে। পিচ যেমন দেখছেন, তাতে করে পেসারদের কাছে ভালো কিছু আশা করছেন। এমন পিচে পেস বোলাররা ভালো করতে না পারলে তা হবে হতাশজনক বলে জানান সাকিব।

বাংলাদেশ টেস্ট দল ছিল ১৬ জনের। ইনজুরির কারণে তা এখন নেমে এসেছে ১৪ জনে। প্রথমে পেসার শহিদুল, পরে ইয়াসীর আলী ইনজুরিতে পড়েন। তাদের বিকল্প নেওয়া হয়নি প্রথম টেস্টে যে কারণে বাকি ১৪ জন থেকে গড়া হবে সেরা একাদশ। যতোটুকু আভাস পাওয়া গেছে তাতে করে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে সেরা একাদশ সাজাতে যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
২০২১ সালের পর আবার বল হাতে তুলে নিতে যাচ্ছেন মোস্তাফিজ। তার সঙ্গে থাকছেন সৈয়দ খালেদ ও এবাদত হোসেন। যদি কোনো কারণে বাংলাদেশ তিনজন পেসার না খেলায় সে ক্ষেত্রে এবাদতের জায়গায় তাইজুল ঢুকে পড়বেন। স্পিনে সাকিবের সঙ্গে থাকছেন মিরাজ। মুশফিক না খেলাতে লিটন দান উপরে ব্যাটিং করবেন। পড়বেন না কিপিং গ্লাভস। তার পরিবর্তে কিপিং গ্লাভস হাতে দেখা যাবে নুরুল হাসান সোহানকে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম, মাহমুদুল, নাজমুল, মুমিনুল, লিটন, সাকিব, মিরাজ, নুরুল হাসান, মোস্তাফিজ, খালেদ, এবাদত/ তাইজুল।

এমপি/এসএন

 

Header Ad
Header Ad

‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ধর্ষণের সংবাদ সম্পূর্ণ মিথ্যা দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারী। তিনি বলেছেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি, অথচ তার নামে ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। এই গুজব তাঁকে সামাজিকভাবে হেয় করেছে এবং মানসিকভাবে ভেঙে দিয়েছে।

গতকাল বুধবার ভুক্তভোগী নারী বলেন, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি। আমার সমাজের কাছে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে সন্দেহের চোখে দেখছে। এমন পরিস্থিতিতে আমি কীভাবে সমাজে টিকে থাকব?’

ওই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে শয্যাশায়ী, অথচ মিডিয়ায় বলা হয়েছে, বাস ডাকাতির সময় তাঁর স্বামী সঙ্গে ছিলেন এবং তাঁকে মারধর করা হয়েছে। তিনি বলেন, ‘বাস্তবে আমার স্বামী এক বছর ধরে বিছানায় পড়ে আছে। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এটা কি ন্যায়সঙ্গত?’

নিজের জীবনসংগ্রামের কথা জানিয়ে তিনি বলেন, স্বামী অসুস্থ থাকায় সংসারের খরচ চালাতে গান করেন ও কীর্তন করেন। বড় বোনের স্বামীও লিভার ক্যানসারে মারা গেছেন, তাই পরিবার চালানোর জন্য তাঁর গানই একমাত্র সম্বল। তিনি বলেন, ‘আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মানটাই সবচেয়ে বড়। এখন যদি সেটাই না থাকে, তাহলে বেঁচে থাকার আর কী মানে থাকে?’

১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বড়াইগ্রামে চলন্ত বাসে ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী জানান, ডাকাতেরা বাসে উঠে সকল যাত্রীর টাকা-পয়সা ও গয়না ছিনিয়ে নেয়। তাঁর হাতে থাকা সিটি গোল্ডের চুড়ি ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করেন ও কান্নাকাটি করেন। কিন্তু গণমাধ্যম এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার জানা মতে, কেউ ধর্ষণের শিকার হয়নি। মেয়েদের ওপর নির্যাতন হয়েছে, তল্লাশি করা হয়েছে, কিন্তু ধর্ষণ হয়নি। অথচ মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন সবাই বলছে, মিডিয়ায় এসেছে মানে কিছু তো ঘটেছে! কিন্তু আমার কথার কি কোনো মূল্য নেই? যারা আমার সঙ্গে বাসে ছিল, তারা তো জানে আসল ঘটনা। তবুও সবাই মিডিয়ার মিথ্যা খবরকেই সত্য বলে ধরে নিচ্ছে!’

সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একজন নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে কি না, তা যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবেন না। আগে সত্যিটা জেনে নিন। মিডিয়ার উচিত নারীর সম্মানহানিকর ভুল তথ্য প্রচার না করা।’

এই বিভ্রান্তিকর সংবাদের কারণে ওই নারী চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তিনি চান, সমাজ তাঁকে ভুল না বোঝে এবং সবাই তাঁর পাশে দাঁড়ায়।

Header Ad
Header Ad

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা

বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র ও নাগরিকদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম, যিনি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি একদফা আন্দোলনের ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসেবে পরিচিত।

দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, যিনি ঢাকসুর সাবেক নেতা এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক। উল্লেখ্য, এই ছাত্র সংগঠনের মহাসচিব ছিলেন নাহিদ ইসলামও।

জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হিসেবে থাকবেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।

দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি জমায়েতের মাধ্যমে হবে। প্রথমে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে অন্তত ১১০ জন সদস্য আসবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। কমিটিতে যোগ দেবেন কয়েকজন পেশাজীবীও।

Header Ad
Header Ad

নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়

ছবি: সংগৃহীত

নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার—এমন ঘোষণা দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে ২০২০ সালে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ে রুল জারি করেছিলেন।

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জানান, ২০২০ সালে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে জানতে চেয়েছিল—বাংলাদেশের সকল নাগরিকের জন্য নিরাপদ পানীয় পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না এবং এটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হবে কি না। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।

হাইকোর্ট এই রায়ে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন—

১. এক বছরের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থান, যেমন—আদালত, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, রেল স্টেশন, হাট-বাজার ও বিমানবন্দরে সকল নাগরিকের জন্য নিরাপদ পানীয় পানি নিশ্চিত করতে হবে।

২. আগামী ১০ বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

৩. ২০২৬ সালের মধ্যে পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

আইনজীবী পল্লব আরও জানান, হাইকোর্টের এই রায় একটি চলমান আদেশ হিসেবে কার্যকর থাকবে। আদালত ইতোমধ্যে তুরাগ নদী, সোনারগাঁ এবং হাতিরঝিল সংক্রান্ত রায়ের নির্দেশনাগুলোকেও এই রায়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া, দেশের সব পানির উৎস যাতে ক্ষয়িষ্ণু না হয়, দূষিত না হয় এবং অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা পায়—তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই রায়ের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ পানির বিষয়টি নতুন মাত্রা পেল এবং সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘টাকা-পয়সা-গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’
বৈষম্যবিরোধীদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে যারা
নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার: হাইকোর্টের ঐতিহাসিক রায়
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’: বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪৩ জন
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু ৯ মার্চ, সরকারের ব্যয় ৫২৫ কোটি টাকা
চা দোকানির ছেলে হলেন বিচারক
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল চালকের প্রাণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২৭১ পদে বিশাল নিয়োগ
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা: প্রধান উপদেষ্টা
কোন বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন নারীরা?
এসএসসি পাসে পুলিশে চাকরি, আবেদন ফি ৪০ টাকা
সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্বপালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
দেশ ও জাতির স্বার্থে সকলকে একযোগে কাজ করতে হবে: খালেদা জিয়া
নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না: মির্জা ফখরুল  
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পেতে লাগবে ৫ বছরের অভিজ্ঞতা
অবশেষে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল  
চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় জনতা
তারেক রহমানের নাম উচ্চারণে ওজু করা নিয়ে বক্তব্যে বুলুর দুঃখ প্রকাশ  
ইউরোপীয় ইউনিয়নের ওপর ২৫ শতাংশ ট্যারিফ আরোপের প্রতিশ্রুতি ট্রাম্পের