অদেখাই থেকে যাবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ!
শেষ পর্যন্ত অদেখাই থেকে যাবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের খেলাগুলো। বাংলাদেশের কোনো চ্যানেলেই খেলা সম্প্রচার করছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা ১৫ মিনিট) জিটিভির এক্সিকিউটিভ ডিরেক্টর সালাহউদ্দিন চৌধুরী ঢাকাপ্রকাশ-কে জানিয়েছেন তাদের সঙ্গে টিভি স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠানের (টোটাল স্পের্টাস মার্কেটিং) পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। যে কারণে তাদের পক্ষে খেলা সম্প্রচার করার সম্ভাবনা নেই। দুই দেশের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। দুইটি টেস্টেই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ঘরের মাঠে ছাড়াও দেশের বাইরে বাংলাদেশের খেলাগুলো সাধারণত জিটিভি ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করে থাকে। এবার টি-স্পোর্টস আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে খেলা না দেখানোর। কিন্তু গাজী টিভির পক্ষ থেকে সম্ভাবনা ছিল। কিন্তু সেই সম্ভাবনারও মৃত্যূ ঘটেছে খেলা শুরুর ২৪ ঘন্টা আগেও টিভি স্বত্ব-ক্রয়কারী প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রকমের যোগাযোগ না হওয়াতে। জিটিভির এক্সিকিউটিভ ডিরেক্টর সালাহউদ্দিন চৌধুরী ঢাকা-প্রকাশকে বলেন, ‘আমাদের সঙ্গে খেলা সম্প্রচারের বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ আলাপ করেনি। যদি আলাপ করা হতো তা’হলে আমরা বিষয়টি ভেবে দেখতাম। যে কারণে খেলা সম্প্রচারের কোনো সম্ভাবনা নেই।’
এ ব্যাপারে টিএসএমের স্বত্ত্বাধিকারী মইনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর দেশের বাইরে এ রকম পরিস্থিতি হয়েছিল দুইবার। প্রথেমে ২০০১ সালে শ্রীলঙ্কার সফরে, পরেরবার ২০২০ সালে পাকিস্তান সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে।
এমপি/এমএমএ/