সাকিবকে দিয়ে ‘অসাধ্য’ সাধনের আশা ইমরুলের!
এক সময় বিশ্ব ক্রিকেটে উইন্ডিজ ছিল মুকুটহীন রাজা। তা সাদা পোশাকে হোক আর রঙিণ পোশাকে হোক, তাদের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো দল ছিল না। এখন সবই ইতিহাস। উইন্ডিজের সেই স্বর্ণযুগ আর নেই। এখন খুবই সাধারণ মানের একটি দল। কিন্তু এমন দলের বিপক্ষেও সাদা পোশাকের বাংলাদেশের রেকর্ড খুবই মলিন। শুধুমাত্র ২০০৯ সালে তারা উইন্ডিজ সফরে গিয়ে প্রথমবারের মতো টেস্ট জেতার পাশাপাশি সিরিজও জিতেছিল। কিন্তু সেই সাফল্যে গলদও ছিল। দলটি উইন্ডিজরে খর্ব শক্তির নয়, দ্বিতীয় সারির ছিল। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের আর্থিক বিষয় নিয়ে মত বিরোধের কারণে খেলতে অস্বীকৃতি জানায়। ফলে ক্রিকেট বোর্ড তাদের দ্বিতীয় সারির দল মাঠে নামায়।
আর সেই দলের বিপক্ষে ছিল বাংলাদেশের এমন অর্জন। ২০০৯ সালে দূর্বল উইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার পর বাংলাদেশ এরপর আরো দুইবার টেস্ট সিরিজ খেলে এসেছে। দুইবারই সব কটি টেস্টে হেরেছে। আবার এই উইন্ডিজেই আছে বাংলাদেশের ভীবিষীকা। টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জ্বা। ১৬ জুন যে অ্যান্টিগাতে বাংলাদেশ প্রথম টেস্ট খেলবে, সেখানেই বাংলাদেশ ২০১৮ সালে অলআউট হয়েছিল ৪৩ রানে। বর্তমানে উইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ। খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। এবারও জেতাটা কঠিন হবে। কিন্তু ইমরুল কায়েস মনে করেন জেতাটা সহজ হবে যদি সাকিব উভয় ইনিংসে পাঁচটি করে উইকেট নেন।
আজ তিনি মিরপুরে সাংবাদিকদের টেস্ট সিরিজে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে এ রকম মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাকিব যদি ৫/৫ দশ উইকেট নিয়ে নেয় তাহলে তো আর কঠিন না (হাসি)। কাজটা অনেক সহজ হয়ে যায়। তাইজুল আছে বা যারাই আছে না কেন সবাই অনেক সামর্থ্যবান দশ উইকেট করে নেওয়ার। আমার কাছে মনে হয় এক্সসাইটিং একটা টেস্ট ম্যাচ হবে। আমার চাওয়া আমরা যেন টেস্ট ম্যাচটা না হারি। আমরা যেন টেস্ট ম্যাচটা ড্র করি।’
এমপি/