ক্ষুদে ক্রিকেটারদের রাজা রংপুর শিশু নিকেতন স্কুল
সারাদেশের ৩৫০টি স্কুলের অংশগ্রহণে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন স্কুল। আজ নারায়ণগঞ্জ শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লো-স্কোরিং ফাইনালে শিশু নিকেতন ৫৯ রানে হারিয়েছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে। আগে ব্যাট করে শিশু নিকেতন ৩৭.১ ওভারে মাত্র ১০২ রান করে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ও সুবিধা করতে পারেনি। মাত্র ৪৩ রানে তারা অলআউট হয়ে যায়। একশ ওভারের খেলা ৫৭.৩ ওভারে শেষ হয়ে যাওয়াতে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। কারণ পুরস্কার বিতরনি ছিল। অতিথিদের আসার বিষয়টিও ছিল। কিন্তু মধ্য দুপুরে খেলা শেষ হয়ে যাওয়াতে বাধ্য হয়ে আয়োজকদের পুরস্কার বিতরনি অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়। ১৪ রানে পাঁচ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন শিশু নিকেতনের অধিনায়ক লেগ স্পিনার শাইখ ইমতিয়াজ শিহাব। তিনি একই সঙ্গে আসরেরও সেরা খেলোয়াড় হয়েছে। আবার ৩৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারও জিতেছেন এই স্কুল বালক।
আয়োজনে কোনো ঘাটতি ছিল না। জমজমাট আয়োজন। আবার টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। ঢাকা থেকে জাতীয় সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিকও হাজির ফাইনাল ম্যাচ কভার করার জন্য। কিন্তু ফাইনালটা আর প্রাণন্ত হয়নি। এই না হওয়ার কারণ দুই দলের বোলাররা। তারা এমনই পারদর্শী হয়ে উঠেন যে, ব্যাটসম্যানদের রান করতে দিতে ছিল বজোয় আপত্তি। আহমেদ তেজান কাব্য ১০ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। মেডেন ছল পাঁচটি। সোহান আবেদীন ২১ ও সোহানুর রহমান ২৩ রানে নেন ২টি করে উইকেট। সোহানুর ১০ ওভার বোলিং করলেও সোহান মাত্র ৪.১ ওভার বোলিং করেন। যে কারণে শিশু নিকেতনের মাত্র তিন জন্য ব্যাটসম্যান দুই অংকের রান করতে সক্ষম হয়েছিলেন। সর্বোচ্চ ২৮ রান আসে আহমেদ সেজান কাব্যর ব্যাট থেকে। এ ছাড়া সাদ ২৪ ও রেশাদ ১৪ রান করেন।
মাত্র ১০২ রানের পূঁজি। এই রান করে কী আর চ্যাম্পিয়ন হওয়া যায়? কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন শিশু নিকেতনের ক্ষুদে ক্রিকেটাররা। বিশেষ করে তাদের নেতা লেগ স্পিনার শিহাব। গোটা আসরে ব্যাটসম্যানতের তটস্থ রাখা এই লেগ স্পিনার ফাইনালেও নিস্তার দেননি মেহেরপুর স্কুলের ব্যাটসম্যানদের। মাত্র পাঁচ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে তুলে নেন শেষ পাঁচ উইকেট। তার আগে আসল কাজটি করে রাখেন শামিউল ইসলাম শুভ প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়ে। মেহেরপুরের পক্ষে একমাত্র সায়েম আহমেদ হিমেল দুই অংকের ঘরে যেতে পেরেছিলেন। তিনি করেন ১২ রান।
খেলা শেষে পুরস্কার বিতরন করেন নারয়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও প্রধান নির্বাহী হাসান ও রশিদ, বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু, তানভীর আহমেদ টিটু, জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্ত। ৩৮৩ রান করে আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীর পুরস্কার পেয়েছন বাড্ডা আলফাতুনেনসা হাই স্কুলের মাসকাত মাহিন ধ্রুব।
এমপি/