ড্রতে শেষ প্রস্তুতি ম্যাচ, সন্তুষ্ট বাংলাদেশ
দুই ব্যাটার আর দুই বোলারের প্রস্তুতি দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটি অবশ্য ফয়সালা হয়নি। ড্র হয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করেছিল। স্বাগতিকরা ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৫৯ রান করে তারাও ইনিংস ঘোষণা করে। পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫৯ রান করার পর দুই অধিনায়কের সম্মতিতে ড্র মেনে নেওয়া হয়। দুই দেশের প্রথম টেস্ট শুরু হবে অ্যান্টিগাতে ১৬ জুন থেকে।
প্রথম টেস্ট শুরুর আগে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গাউন্ডে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের আক্ষরিক অর্থে সবার প্রস্তুতি ভালো হয়নি। ব্যাট হাতে তামিম ইকবালের অপরাজিত ১৬২ ও নাজমুল হোসেন শান্তর ৫৪ রান ছাড়া আর কারো নামের পাশে রান নেই। তবে মন্দের ভালো ছিল নুরুল হাসান সোহানের ৩৫ রান। বল হাতে দুই পেসার এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান দুই জনেই তিনটি করে উইকেট নেন। এবাদত ১৬ ওভারে ৬৭ ও মোস্তাফিজ ছয় ওভারে ৩৪ রান দেন। এ ছাড়া রেজাউর রহমান রাজা ও সৈয়দ খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।
স্বাগতিকরা তৃতীয় ও ও শেষ দিন চার উইকেটে ২০১ রান নিয়ে খেলতে নেমে ৮ উইকেটে ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। তাদের চারজন ব্যাটার হাফ সেঞ্চুরি করেন। তারা হলেন- সোলোজানো (৯২), তেজনারাইন চন্দরপল (৫৯), ইয়ানিক কারিয়াহ (৫৬), প্রিস্টন ম্যাকসোয়ান (৫০) রান করেন। স্বাগতিকরা এগিয়ে থাকে ৪৯ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়। ওপেনার তামিম ইকবাল ব্যাট করতে নামেননি। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রান খরায় ভুগতে থাকা মাত্রই সদ্য সাবেক হয়ে যাওয়া অধিনায়ক মুমিনুল হক। কিন্তু দুর্গতি কাটেনি। ১৬ বল খেলে মাত্র ৪ রান করে তিনি ফিরে যান। এরপর ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তর জায়গায় নামেন মেহেদি হাসান মিরাজ। তিনি ও মাহমুদুল আর কোনো উইকেটের পতন হতে না দিয়ে ৫৯ রান পর্যন্ত নিয়ে যাওয়ার পর খেলা ড্র মেনে নেন দুই অধিনায়ক। মাহমুদুল ৫৩ বলে ৯ ও মিরাজ ৫১ বলে ৩২ রান করেন।
প্রস্তুতি ম্যাচ নিয়ে অবশ্য সন্তুষ্টি প্রকাশ করেছেন খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা পেসার এবাদত হোসেন। তিনি বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটারা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড়শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। আমাদের ব্যাটিং অর্ডারের সবাই ভালো ব্যাটিং করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজ যোগ দিয়েছে। প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’
এমপি/এসজি/