স্কুল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি রংপুর-মেহেরপুর
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রংপুর শিশু নিকেতন স্কুল ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সোমবার (১৩ জুন) নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমেপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে এই শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সেমিফাইনালে সুনামগঞ্জ সরকারি জুবিলি হাই স্কুলকে ৪২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর শিশু নিকেতন বিদ্যালয়। আর খুলনা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
গত দুই বছর করোনার কারণে স্কুল ক্রিকেটের কার্যক্রম বন্ধ ছিল। বিভিন্নভাবে বাছাই প্রক্রিয়া শেষে নতুন মোড়কে শুরু হয় এই টুর্নামেন্ট। প্রতিযোগিতা শেষে সেরা ১৫ ক্রিকেটারকে স্কলারশিপ দেবে বিসিবি। তাদের নিয়ে তৈরি করা হবে অলস্টার দল। যাদের দেশে এবং বাইরে নিয়ে ম্যাচ খেলাবে বিসিবি। এসব খবর নিশ্চিত করেছেন বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওবেদ রশিদ নিজাম। এবার সারাদেশের সাড়ে ৩০০ স্কুল নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। ৬৪ জেলার সেরা স্কুল ও ঢাকা মেট্রো থেকে ১৬টি স্কুল নিয়ে হয় ডিভিশনাল রাউন্ড। ডিভিশনাল রাউন্ড থেকে ১৬টি দল আসে জাতীয় রাউন্ডে। এই রাউন্ড থেকে সেরা দুটি দল উঠে ফাইনালে।
ফাইনালে জয় ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই। মাঠের লড়াই শুরুর আগে রংপুর শিশু নিকেতন অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় অধিনায়ক ইশতিয়াক আহমেদ জিহান নিজেদের মতো করে জয়ের সমীকরণ মেলাচ্ছেন।
শিহাব বলেন, ‘প্রতিযোগিতা শুরুর পর থেকেই আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। কোচের নির্দেশনা ছিল প্রতি ম্যাচেই সিরিয়াস ক্রিকেট খেলার। আমরা সে চেষ্টাই করেছি। আশা করছি, ফাইনাল জিতে ট্রফি নিয়েই ফিরতে পারব।’
জিহান বলেন, ‘কুমিল্লার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাজে নৈপুণ্যের পরও আমরা টস জিতে পরবর্তী পর্বে এসেছি। এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। সেমিফাইনালে আমাদের বোলিং ভালো হয়নি। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলায় দল ফাইনালে উঠে এসেছে। আগের ভুলগুলো যাতে শিরোপা নির্ধারণী ম্যাচে না হয় সেদিকে দৃষ্টি রাখতে বলেছেন কোচ। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
এমপি/এসজি/