ডোনাল্ডের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন সাইফউদ্দিন
তাসকিন-এবাদত-খালেদ-মোস্তাফিজ-রাহী-শরিফুল-রাজাদের জন্য নিয়ে আসা হয়েছে ২২ গজ কাঁপানো দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে। তার সান্নিধ্য কম-বেশি সবাই পেয়ে চলেছেন। কিন্তু এখনো সেই সুযোগ হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার এই সান্নিধ্য না পাওয়ার কারণ ইনজুরি। ডোনাল্ড আসার আগে থেকেই ইনজুরির সঙ্গে বসত গড়েছেন সাইফউদ্দিন। এখন তিনি সুস্থ। ডাক পেয়েছেন উইন্ডিজ সফরে রঙিন পোশাকের ক্রিকেটে। প্রস্তুতি নিচ্ছেন নিজেকে ফিরে পেতে। আর মুখিয়ে আছেন ডোনাল্ডের সান্নিধ্য পেতে।
রবিবার (১২ জুন) মিরপুরে সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘আসলে এখনো ওভাবে (ডোনাল্ড) কাজ করা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে যখন জহুর আহমেদে খেলা হয়েছিল চট্টগ্রামে, ওখানে আমি অনুশীলনে গিয়েছিলাম। ওখানে কিছুটা হাই-হ্যালো আলাপ হয়েছিল। কথা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি থাকি উনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
সাইফউদ্দিন যেমন ডোনাল্ডের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন, আর সুযোগটা হবে উইন্ডিজে, সেই উইন্ডিজ হবে আবার তার প্রথম সফর। একেতো ইনজুরি থেকে ফেরা, কতটা নিজেকে ফিরে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আবার উইন্ডিজে প্রথম খেলা। কন্ডিশন সম্বন্ধে নেই কোনো ধারণা। সেই ধারণা পেতে তিনি ইউটিউবের দ্বারস্থ হয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেট নেশন সবগুলো দেশে আমি গেছি, বাট ওয়েস্ট ইন্ডিজে এবারই আমার প্রথম। হয়তোবা ওই কন্ডিশন বা উইকেট আমার জানা নেই। এরপরও যেহেতু ইউটিউব যুগ, বিভিন্ন ম্যাচগুলোর হাইলাইটস দেখছি আসলে কত স্কোরিং হতে পারে। যেসব টি-টোয়েন্টি ম্যাচগুলা তারা খেলেছে, যেহেতু আমার আগে টি-টোয়েন্টি তো এটা আমি দেখছি। যতটা আইডিয়া নেওয়া যায় ম্যাচগুলো দেখে।’
উইন্ডিজে গিয়ে খেলার কোনো ধারণা না থাকলেও দেশের মাটিতে এবং নিরপেক্ষ ভেন্যুতে বেশ কয়েকবার খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে পুঁজি হিসেবে কাজে লাগানোর পরিকল্পনাও আছে সাইফউদ্দিনের। এভাবেই তিনি কন্ডিশনকে জয় করতে চান। তিনি বলেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপে ওদের সাথে খেলেছি। দেশের মাটিতে অনেকগুলো ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। তাই তাদের সাথে খেলার কিছু অভিজ্ঞতা আছে। যদিও তাদের কন্ডিশনে খেলা, এবার প্রথম খেলব যদি সুযোগ পাই। ভালো জায়গায় বল করলে ব্যাটাররা সবসময় সমীহ করে। খারাপ বলে সবাই বাউন্ডারি মারবে। আবার আমি ব্যাটিংয়ের সময় লুজ বলের অপেক্ষা করি। সব জায়গায় ভালো লাইন-লেন্থ রেখে বল করলে ভালো করা সম্ভব। কন্ডিশন বড় বিষয় নয়।’
নিজের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী সাইফউদ্দিন বলেন, ‘প্রিমিয়ার লিগের পর লম্বা গ্যাপ ছিল। বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। প্রস্তুতির জন্য রাজশাহী গিয়ে একটা ম্যাচ খেলেছি। এটা টি-টোয়েন্টির সাথে মানিয়ে নেওয়ার জন্য। বিগত কয়েক সিরিজে পেস বোলাররা ভালো ছন্দে আছে। এটা দেশের জন্য ইতিবাচক। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সেরাটা দিয়ে দলে জায়গা করে নেওয়ার।’
এমপি/এসজি/