বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের খেলা সম্প্রচারে আগ্রহী নয় দেশি টিভি চ্যানেল?
বাংলাদেশ-উইন্ডিজের পুর্ণাঙ্গ সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৬ জুন। দুইটি টেস্টই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর বাইরে বাংলাদেশ খেলিবে তিনটি করে ওয়ানেড ও টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু এখনো বাংলাদেশের দর্শকদের সিরিজের খেলাগুলো সরাসরি দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলা দেখানোর ব্যাপারে চুড়ান্ত কোনো কিছু করেনি। বাংলাদেশের খেলাগুলো সাধারণত জিটিভি ও টি-স্পোর্টস দেখিয়ে থাকে। কিন্তু এই দুইটি চ্যানেল এখনো দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। আর এই কারণেই সিরিজের খেলাগুলো বাংলাদেশের দর্শকদের দেখার সম্ভাবনা ক্ষীণ! বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদও টিটুও নিজেদের করণীয় কিছু নেই বলে জানিয়েছেন।
যে সব খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, সেই সব দেশের ক্রিকেট বোর্ড সম্প্রচার সত্ত্ব বিক্রি করে থাকে। উইন্ডিজ ক্রিকেট বোর্ড এবারের সত্ত্ব বিক্রি করেছে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিসিএম) কাছে। কিন্তু টিসিএম এখনো দেশি কোনো টিভি চ্যানেলের কাছে সম্প্রচার সত্ব বিক্রি করেতে পারেনি। অতীতেও তারা দেশের বাইরে বাংলাদেশের খেলার সম্প্রচার সত্ত্ব কিনে দেশি টেলিভিশনের কাছে বিক্রি করেছিল। জিটিভির এক্সিকিউভ ডিরেক্টর সালাহউদ্দিন চৌধুরর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা প্রকাশ-কে বলেন, 'আমাদের সঙ্গে কেউ এবার যোগাযোগ করেনি। আগে আমাদের সঙ্গে যোগাযোগ করা হতো আমরা সম্প্রচারের ব্যবস্থা করতাম। এবার না করাতে আমরা এখনো কোনো কিছু বলতে পারছি না।' জিটিভির পক্ষ থেকে যোগাযোগ করা হবে কি না জানতে চাওয়া হলে সালাহউদ্দিন চৌধুরী বলেন, 'আগে আমরা কখনো যোগাযোগ করিনি। যারা সত্তব কিনে নেন, তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন।' এর বাইরে তিনি আর কোনো কিছু বলতে রাজি হননি। এদিকে টি-স্পোর্টসও এবার খেলা সম্প্রচার করবে না বলে জানা গেছে।
এ ব্যাপারে আজ মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের বলেন, 'আসলে আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটা পুরোটা নির্ভর করে সেই দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের উপর। এখানে বিসিবির কোনো হাত থাকে না। আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে যেন আমাদের দেশে সম্প্রচার করতে পারে। এ ছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু করার থাকে। তবে আমি আশা করছি আমাদের যেসব চ্যানেল আছে, খেলা সম্প্রচারের সাথে জড়িত তারা কোনো উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা বের করবে।'
জানা গেছে টিসিএমের সঙ্গে বাংলাদেশের খেলা সম্প্রচার করা টিভি চ্যানেলগুলোর সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হওয়াতেই এ রকম জটিলতা সৃষ্টি হয়েছে!
এমপি/এএজেড