উইন্ডিজ সফরে তাসকিন টি-টোয়েন্টি খেলবেন যদি...
এখনো ইনজুরি মুক্ত হয়ে ২২ গজে ফিরেননি বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। ফেরার জন্য লড়াই করে যাচ্ছেন। সব কিছু টিক থাকলে উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ দিয়ে তিনি আবার মাঠে ফিরবেন। যে কারণে তাকে রাখাও হয়েছে শুধুমাত্র ওয়ানডে দলে। কিন্তু সব কিছু অনুকুলে থাকলে তাকে ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যেতে পারে। এমনটিই ঢাকাপ্রকাশ-কে জানিয়েছেন নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন ও বিসিবি ডাক্তার দেবাশীষ চৌধুরী।
তামিমকে যখন উইন্ডিজ সফরে ওয়ানডে দলে রাখা হয়েছিল,তখনো তিনি ইনজুরির সঙ্গে লড়াই করছেন। বোলিং শুরু করেননি। কিন্তু তখনই প্রশ্ন দেখা দিয়েছিল ইনজুরি মুক্ত না হওয়ার পরও যদি তাকে ওয়ানডে দলে রাখা হয, তাহলে টি-টোয়েন্টি দলে কেন নয়? এখানেতো খেলা মাত্র তিনটি। বোলিংও করতে হবে চার ওভার করে ১২ ওভার। তখন বিসিবির পক্ষ খেকে জানানো হয়েছিল তাসকিনের শতভাগ ফিট হয়ে মাঠে ফেরার যে সময়সীমা, তাতে করে ওয়ানডে সিরিজের আগে তাকে পাওয়া সম্ভব হবে না। এই কারণে শুধু ওয়ানডে দলে রাখা।
এদিকে ইনজুরি থেকে মুক্ত হয়ে তাসকিন এখন মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দ্রুতই নিজেকে ফিরে পেতে শুরু করেছেন। আর এ কারণেই তাকে টি-টোয়েন্টি সিরিজে খেলানোর পরিকল্পনা নির্বাচক কমিটির।
হাবিবুল বাশার সুমন বলেন, ‘আসলে এখানে তাসকিনকে না খেলানোর কিছু নেই। সে দলের সঙ্গেই থাকবে। আগে টি-টোয়েন্টি সিরিজ হবে। যদি সে টি-টোয়েন্টি সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে যায়, তাহলে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এটি সিদ্ধান্ত হবে উইন্ডিজ যাওয়ার পর। এখানে তাড়াহুড়ার কিছু নেই।’
ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের অগ্রগতি অনেক ভালো। এখন সে আশি ভাগ ফিট। আমাদের যে পরিকল্পনা, তাতে করে সে ওয়ানডে সিরিজের আগে খেলার জন্য সুস্থ হয়ে উঠবে। যেহেতু আামাদের টি-টোয়েন্টি সিরিজ আগে অনুষ্ঠিত হবে, আমরা যদি মনে করি তাসকিন খেলতে পারবে, তাহলে সে খেলবে। তবে আমরা এখনই তার ব্যাপারে কিছু বলতে পারব না?
তাসকিন ইনজুরিতে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে। পরে সিরিজ শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরে আসেন। পরে চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছিল ইংল্যান্ডে। সেখানে তার অবশ্য অস্ত্রেপচার করতে হয়নি। যে কারণে তিনি দ্রুতই মাঠে ফিরতে যাচ্ছেন।
বাংলাদেশের উইন্ডিজ সফর শুরু হবে টেস্ট সিরিজ। দিয়ে ১৬ জুন অ্যান্টিগা ও ২৩ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে দুইটি টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবার শেষে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।
এমপি/এমএমএ/