এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় আফগানিস্তানের
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ৯ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।
সোমবার (৬ জুন) রাতে হারারেতে ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় আফগানিস্তান। সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল সফরকারীরা।
হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে লড়াই করার মতো স্কোর দাড় করাতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কায়া ও মিডল-অর্ডার ব্যাটার রায়ান বার্লের জোড়া হাফ-সেঞ্চুরিতে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২২৮ রান। কাইয়া ৭৪ বলে ৬৩ ও বার্ল ৬১ বলে অপরাজিত ৫১ রান থাকেন। এ ছাড়া সিকান্দার রাজা করেন ৪০ রান।
এদিন বল হাতে প্রতিপক্ষের উইকেট ভাগাভাগি করে নেন আফগানিস্তানের তিন বোলার। ফরিদ আহমাদ নেন ৩ উইকেট। অপরদিকে ফজলহক ফারুকি-মোহাম্মদ নবি ও রশিদ খান ২টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া সহজ টার্গেটের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৪ রান করে বিদায় নেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। এরপর দলীয় ১৭ রানে গুরবাজকে হারানোর পর দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন জাদরান ও রহমত শাহ। তারা ২৩৪ বলে ১৯৫ রানের জুটি গড়েন। রহমত ৮৮ রানে বিদায় নিলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জাদরান। ১৬টি চারে অনবদ্য ১২০ রান তুলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।
সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় এককভাবে টেবিলের তৃতীয়স্থানে আছে আফগানিস্তান। ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে তাদের পয়েন্ট ৯০। আর ১৪ ম্যাচে ৩ জয়, ১০ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে জিম্বাবুয়ে।
এদিকে ১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট নিয়ে সুপার লিগে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। টাইগারদের পরই আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।
এসআইএইচ