রবি'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল
আমার জীবনে রবি’র সঙ্গে অনেকগুলো ঘটনা জড়িয়ে আছে। যারা আমাকে ভালোভাবে জানেন। আমার পিতার সঙ্গে ঘনিষ্টভাবে মিশেছেন, তারা জানেন আমাদের পরিবারের প্রথম যে মোবাইল নেটওয়ার্ক পছন্দ করা হয়েছিল তা ছিল রবি। আমার পিতা সেটি প্রথম কিনে এনেছিলেন। ২০০০ সালে আমার পিতা ইন্তেকাল করেন। কিন্তু সেই নাম্বার এখনো অ্যাক্টিভ। আমার প্রথম নাম্বার ছিল রবি’র। রবি চট্টগ্রামে খুব ভালো ভূমিকা পালন করে আসছে। আমিও চট্টগ্রামের। আপনার যদি চট্টগ্রামে যান, দেখবেন শতকরা ৯০ ভাগ লোকই রবি ব্যবহার করে থাকে। রবি শুধু একটি প্রতিষ্ঠানই নয়, আমার কাছে পরিবারের মত’-কথাগুলো এক নাগাড়ে বলেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আগামী দুই বছরের জন্য শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ তিনি এ কথাগুলো বলেন।।
আজ রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নেটওয়ার্ক সক্ষমতা, ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে রবি'র বিভিন্ন উদ্যোগের প্রচারে কাজ করবেন তামিম। এছাড়া তিনি রবি'র টেলিভিশন বিজ্ঞাপন, গ্রাহকদের সাথে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
রবির সাথে নতুন পথ চলার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিম আরো বলেন, ‘হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং অথবা গ্রাহকের জীবনকে সহজ করে তোলার মত স্যালুশন মার্কেটে নিয়ে আসা; ডিজিটাল স্পেস ও ক্রিকেটকে একই সুতায় বেঁধে রেখেছে উদ্ভাবনী চিন্তাধারা। তাই দেশজুড়ে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড রবি'র নেটওয়ার্কের সক্ষমতা এবং ডিজিটাল দক্ষতার প্রচারে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, আজ আমরা দেশের ৯৮ দশমিক ২ শতাংশ জনগণের কাছে আমাদের ফোরজি নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ২০১৯ সাল থেকে দেশে সর্বাধিক সংখ্যক নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করার মাধ্যমে এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। সম্প্রতি স্পেকট্রাম নিলামের পর, প্রতি নেটওয়ার্ক সাইটে গ্রাহক প্রতি সর্বোচ্চ স্পেকট্রাম বরাদ্দের লক্ষ্যে রবি সম্পূর্ণ প্রস্তুত। এর ফলে গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষেত্রে আমরা আরো একধাপ এগিয়ে গেছি। আমরা নিশ্চিত, এই পর্যায়ে রবি'র ডিজিটাল অগ্রযাত্রায় তামিমের সম্পৃক্ততা আমাদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে আরো গ্রাহকবান্ধব করে তুলবে।’
রবি'র অ্যাক্টিং সিইও এম. রিয়াজ রশীদ বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা সত্যিই গর্বিত। তামিম যখনই মাঠে নামেন, শৈল্পিকভাবে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হয়। আমরা বিশ্বাস করি, তার শৈল্পিক খেলার অনন্য আবেদনের সাথে গ্রাহকদের জন্য সর্বোত্তম ডিজিটাল নেটওয়ার্ক নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে রবি কাজ করে যাচ্ছে তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমি নিশ্চিত তামিম ও রবি'র এই ওপেনিং জুটি ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে গড়ায় একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।’
এমপি/