টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তামিমের অভিমান!
তিন ফরম্যাটের ক্রিকেটেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এখনো নিজের জায়গায় অদ্বিতীয়। সেই ২০০৭ সাল থেকে তার পথ চলা শুরু। অপরপ্রান্তে টালমাটাল অবস্থা হলেও নিজের জায়গা পাকাপোক্ত করে রেখেছেন। এখানেও কেউ ধাক্কা মারতে পারেনি। কিন্তু সেই ওপেনারই ২০২০ সালের ৯ মার্চের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।
তামিম ইকবালের খেলা হয়নি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাকে খেলানোর জন্য বিসিবির পক্ষ থেকে কয়েকদফা চেষ্টা করা হয়েছে। কিন্তু তামিমকে তার সিদ্ধান্ত থেকে সরানো যায়নি। কারণ তিনি নিয়েছেন ছয় মাসের ছুটি। যে কারণে উইন্ডিজ সফরে তাকে রাখা হয়নি টি-টোয়েন্টি সিরিজে। কারণ তার সেই ছুটি শেষ হবে আগস্টে। এতে করে অবশ্য তার অস্ট্রেলিয়াতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা আছে। কিন্তু নিশ্চিত নন। কারণ তিনি নিজে যদি প্রয়োজন মনে করেন তবে খেলবেন। এ নিয়ে তাকে আজ (৫ জুন) রবি টেলিকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনুষ্ঠানে প্রশ্ন করা হলে তিনি জানান, তার সঙ্গে বিসিবির পক্ষ থেকে এ নিয়ে কোনো কথা হয়নি।
তামিম বলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন,‘এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি,আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই।’
এমপি/এসজি/