স্টুপিড প্রশ্ন: তামিম
হঠাৎ করেই আলোচনায় তামিম ইকবাল। এ আলোচনার পেছনে তার কোনো সম্পৃক্ততা নেই। শনিবার মিরপুরে এক প্রশ্নের জবাবে কোচ জেমি সিডন্স জানিয়েছিলেন ওপেনার তামিম ইকবালকে চারে ব্যাট করানো হবে ‘ফ্যান্টাস্টিক।’
স্বাভাবিকভাবেই কোচের এ রকম জবাবের পরিপ্রেক্ষিতে তামিমের প্রতিক্রিয়া জানাটা অত্যাবশ্যকীয় জরুরি হয়ে উঠে। কিন্তু চাইলেই তো আর তামিমের প্রতিক্রিয়া পাওয়া যাবে না, সম্ভবও নয়। কিন্তু মেঘ না চাইতেই বৃষ্টির মতো সেই সুযোগটা চলে আসে। তামিম ইকবাল একটি টেলিকম প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর অনুষ্ঠানে আসার কারণে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানার জন্য ঘিরে ধরেন তামিম ইকবালকে। জবাবে তামিম ইকবাল জানান এটি একটি ‘স্টুপিড’ প্রশ্ন ছিল।
ইদানিং ক্রিকেটাররা প্রায়ই বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। তা আবার ঘটা করে করাও হয়ে থাকে। কিন্তু যতোই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের অনুষ্ঠান হোক না কেন, সেখানে ক্রিকেট নিয়ে প্রশ্ন থাকবেই। এবার তামিম ইকবালর ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। চারে খেলা, উইন্ডিজ সফর, সাকিবের নেতৃত্ব, নিজের টি-টোয়েন্টি ম্যাচ না খেলা- এ রকম নানা প্রশ্ন ছুটে গিয়েছিল তামিম ইকবালের দিকে। যেখানে প্রথম প্রশ্নই ছিল তার চারে ব্যাট করা নিয়ে জেমি সিডন্সের ভাবনা।
প্রশ্ন শুনেই তামিম ইকবাল প্রশ্নকারীর কাছে পাল্টা জানতে চান, ‘আপনার কাছে কী মনে হয়, আমার ব্যাটিং চার নম্বরে করা ভালো নাকি ওপেনিংয়ে? এরপর তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্রশ্নটা যে ব্যক্তি (শনিবার মিরপুরে করা প্রশ্নকারী) করেছে, আমি জানি না তার মাথার মধ্যে কী ছিল? নো আইডিয়া। কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড, আমার মনে হয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে তামিম ইকবাল ৪২৯ ইনিংসের ৪২৮টিতে আগে ড্রেসিংরুম থেকে বের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেছেন। যে একবার তিনি ইনিংসের উদ্বোধন করতে পারেননি, সেটি ছিল ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে। ৪৯ মিনিট তিনি মাঠের বাইরে ছিলেন। এ সময় দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে। যে কারণে তামিম ইকবাল আইসিসিরি রোলস অনুযায়ী ইনিংসের উদ্বোধন করতে পারেননি। তিনি ব্যাটিং করতে নেমে ছিলেন পাঁচে। বাকি সবটিতে ইনিংসের গোড়া পত্তন করতে এসে রান করেছেন ১৪.৫৬৫। সেঞ্চুরি ২৫টি। হাফ সেঞ্চুরি ৯০টি।
তার চারে ব্যাটিং করা নিয়ে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয় প্রশ্নটাই ঠিক হয়নি। আমাকে কেন চার নম্বরে ব্যাটিং করতে হবে? এর কোনো কারণই তো আমি খুঁজে পাই না। যেখানে আমি ১৭/১৮ বছর ধরে ওপেনিংয়ে ব্যাটিং করে আসছি।’
তামিম ইকবার তার চারে ব্যাটিং করাকে ‘স্টুপিড’ প্রশ্ন বললেও কোচ জেমি সিডন্স যে তার চারে খেলাতে পারাটা হবে ‘ফ্যান্টাস্টিক’ হবে- এ প্রসঙ্গে কিছু বলেননি।
এমপি/এসএন