ক্রিকেট থেকে সরে এবার নেতা সৌরভ?
ক্রিকেটের পিচে দাপট দেখিয়েছেন সৌরভ গাঙ্গুলি। প্রশাসনিক প্রধান হিসাবেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার কি তবে রাজনীতির ময়দানে সৌরভ? টুইটে কি সেই ইঙ্গিতই দিলেন মহারাজ?
বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আচমকা টুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা। ক্রিকেট থেকে সরছেন মহারাজ? টুইটে কি এমনটাই ইঙ্গিত দিলেন তিনি? যদিও বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ ইস্তফা দেননি।
টুইটে সৌরভ লিখেছেন, ১৯৯২ সাল থেকে তার ক্রিকেটের জার্নি শুরু। ৩০ বছর হয়ে গিয়েছে। ক্রিকেট তাকে অনেক কিছু দিয়েছে। সবার সমর্থনের কথাও টুইটে উল্লেখ করেছেন সৌরভ।
তার কথায়, ‘প্রত্যেক মানুষকে ধন্যবাদ যারা আমার এই জার্নিতে আমায় সমর্থন করেছেন। আজ আমি যেখানে পৌঁছাতে পেরেছি, তা আপনাদের সবার সাহায্যেই। আমি নতুন কিছু শুরু করতে চলেছি। খুব সম্ভবত এতে অনেক মানুষের উপকার হবে। আমি আশা করব আমার জীবনের এই অধ্য়ায়েও আপনাদের সবার সমর্থন থাকবে।’
এরপরই জল্পনা শুরু হয়েছে, এবার কি রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন ভারতের সাবেক ক্রিকেটার? সম্প্রতি সৌরভের বেহালার বাড়িতে গিয়ে নৈশভোজ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় এক ঘণ্টার মতো সময় সৌরভের বাড়িতে ছিলেন অমিত শাহ। সোফায় পাশাপাশি বসে কথাও বলেন তারা।
অমিত শাহের সঙ্গে সেই সময় ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ স্বপন দাশগুপ্ত।
কলকাতা সফরে এসে সৌরভের বাড়িতে নৈশভোজ খেয়ে সাবেক ভারতীয় অধিনায়কের রাজনীতিতে যোগ দেয়া নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন অমিত শাহ। এবার সৌরভের এই টুইটে রাজনীতিবিদ হিসেবে সৌরভের নতুন জার্নির ইঙ্গিত আরো জোরালো হল।
সূত্র: ডয়চে ভেলে