পাকিস্তানের কাছে বাংলাদেশের আট গোলের লজ্জার হার
এক সময় বিশ্ব হকির খেতাবধারী পাকিস্তানের সেই সুদিন আর নেই। মানের খুবই অবনতি হয়েছে। সেই অবনতি এমনই যে এশিয় কাপের মতো আসরেও তারা গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি। কিন্তু মানের যতোই অবনতি হোক, তাই বলে তারা একেবারে পচে যায়নি।
কমশক্তির দলগুলোর কাছে এখনো তারা আতঙ্ক। যা টের পেয়েছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলের শোচণীয় ব্যবধানে হেরেছে পাকিস্তানের কাছে। হেরে গিয়ে বাংলাদেশ হয়েছে ষষ্ঠ।
বুধবার (১ জুন) ইন্দোনেশিয়ার জার্কাতায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ প্রথম দুই কোয়ার্টারে প্রতিরোধ গড়ে তুলতে পারলেও পরের দুই অর্ধে পারেনি। প্রথম দুই কোয়ার্টারে বাংলাদেশ একটি করে গোল হজম করেছিল। পরের দুই কোয়ার্টারে তিনটি করে গোল হজম করে
আসরে বাংলাদেশ খেলতে গিয়েছিল পঞ্চম স্থানকে টার্গেট করে। কিন্তু প্রতিপক্ষ পাকিস্তান হওয়াতে সেই আশা আগেই বিলীন হয়ে যায়। পাকিস্তানের করা আট গোলের প্রথম তিনটি ছিল পেনাল্টি কর্নার থেকে। পরের পাঁচটি ফিল্ড গোল। ১১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে রিজওয়ান আলী পাকিস্তানকে এগিয়ে নেন। ১৬ ও ৩২ মিনিটে মোবাশ্বের আলীর করা দ্বিতীয় ও তৃতীয় গোলটিও ছিল পেনাল্টি কর্ণার থেকে। ৩৯ মিনিটে আফরাজের ও ৪২ মিনিটে শহীদের গোলটি ছিল ফিল্ড গোল। সতীর্থদের গোলের ছড়াছড়ি দেখে এবার গোল করতে এগিয়ে আসেন অধিনায়ক উমর ভুট্টো। তার গোলটি ছিল ফিল্ড গোল। ৫৩ মিনিটে এজাজ করেন আরো একটি ফিল্ড গোল। শেষ গোলটিও ছিল ফিল্ড গোল। গোলদাতা ছিলেন গজনফর আলী।
এবারের আসরে বাংলাদেশের এটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে গ্রুপ পর্বে তারা ৮-১ গোলে হেরেছিল মালয়েশিয়ার কাছে।
এমপি/এমএমএ/