আবার মাঠে ফিরতে পেরে খুশি তাসকিন
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ইনজুরিতে পড়ার পর আবার মাঠে ফিরেছেন পেসার তাসকিন। আজ তিনি মিরপুরে অনুশীলন করেছেন। আট ওভার বোলিংও করেছেন। মাঠে ফিরতে পেরে তাসকিন খুবই খুশি। আজ অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন পরে বোলিং শুরু করতে পেরেছি এতেই অনেক খুশি। মাশাল্লাহ, আজ অনেক দিন পর ৮ ওভার বোলিং করলাম। রিহ্যাব করাটা একা একা অনেক বোরিং এবং এটা অনেক কষ্টের, যে এক জন প্লেয়ার হিসেবে বাইরে বসে খেলা দেখা। আল্লাহর রহমতে আজকে বোলিং করতে পেরে ভালই লাগছে।’ পুরোদমে অনুশীলন শুরু করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ফিজিও বায়োজিত ভাই এবং ডাক্তার দেবাশিষ স্যার তাদের তত্ত্বাবধানে সবকিছু চলছে। একটি প্রোগ্রাম সেট করা আছে সেই অনুযায়ী এগুচ্ছি। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বিল্ড আপ হবে। তো আশা করছি যদি সমস্যা না হয় যদি এভাবে বিল্ড আপ হতে থাকে তাহলে আবার ফেরা যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ।’
দীর্ঘদিন পর অনুশীলন করে বোলিং করতে গিয়ে সে রকম কোনো সমস্যা অনুভব করেননি জানিয়ে তাসকিন বলেন, ‘আজকে আল্লাহ রহমতে কোন সমস্যা হয়নি। যেহেতু সামনে আরও লোড নিতে হবে তখনও যেন সমস্যা না হয় এই দোয়াই কইরেন সবাই। আর প্লেয়ার হিসেবে দলের সাথে থাকাটাই অনেক আনন্দের যাতে সামনের সিরিজেই খেলতে পারি সবাই এই দোয়াটই কইরেন।’ নিজের এ রকম ইনজুরি তিন ফরম্যাটে খেলার কারণেও নয় বলে জানান তাসকিন। তিনি তিন ফরম্যাটেই খেলকে চান। এখনই নির্দিষ্ট কোনো ফরম্যাট বেছে নিতে চান না। তিনি বলেন, ‘না আসলে এরকম (তিন ফরম্যাটে খেলা) কোন চিন্তা ভাবনা করিনি। আমি স্টিল ইয়াং। আমি যখন আরও সিনিয়র হব যখন অনেক লোড পরবে তখন বোর্ড ডিসিশন নিবে কোনটা খেলতে হবে বা কোন্তা খেলতে হবে না। পার্সোনানি আমি তিন ফর্মেটেই খেলতে চাই। সবাই শুধু দোয়া করবেন ।’
ইনজুরির কারণে খেলতে না পারলে খুবই খারাপ লাগে তাসকিনের। তিনি বলেন, ‘ইনুজরি থাকলে তো এজ অ্যা প্লেয়ার খারাপ লাগবে। যখন খেলতে নামি, তখন কিছু ম্যাচ ভালো হবে কিছু ম্যাচ খারাপ হবে। কিন্তু প্রত্যেকটা ম্যাচই জান দিয়ে চেষ্টা করি। যখন খেলতে পারব না তখন খারাপ লাগে কিন্তু সেটা নিয়ে তো বোলার কিছু নাই। কন্ট্রোলে যে প্রসেসটা আছে সেটাই ফলো করতে চাই। যাতে ভবিষ্যাৎয়ে অনেক ভালো বোলার হতে পারি ওয়ার্ল্ডে। সবাই দোয়া করবেন।’
তাসকিন ইনজুরিতে পড়েছিলেন বিপেএলে। আর ফিরেছেন টেস্ট ম্যাচ দিয়ে। কিন্তু টেস্ট ক্রিকেটে তাকে এক সময় ‘গুনাই’ ধরা হতো না। এক সাংবাদিকের এ রকম প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক স্পেশাল খেলা। এটা সব কে টাফেস্ট ফরমেট। আর সবাই গুনাই না ধরলেও যে দিন নিজেই নিজের গুনায় ধরা বন্ধ করব, সে দিন সব শেষ হয়ে যাবে। সব কিছু লজিক দিয়েই তো হয় না। নিজের আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়। যদি আল্লাহ রহমত থাকে আর চেষ্টা থাকে। তো এমনই! এক সময় বাংলাদেশের ফাস্ট বোলাররাও ম্যাচ জিতাবে এগুলাই স্বপ্ন দেখি ঘরে বসে। কিন্তু চেষ্টা করছি এবং হার্ড অয়ার্ক করছি। শুনলে হয়ত অনেকের হাসিও লাগতে পারে কিন্তু একদিন এটা সত্যি হবে ইনশাল্লাহ।’
এমপি