অধিনায়ক মুমিনুল নয় ব্যাটসম্যান মুমিনুলকে নিয়ে চিন্তত বিসিবি সভাপতি
একদিকে দলের বাজে ফলাফল, অপরদিকে ব্যক্তিগত ভাবে অধিনায়ক হিসেবে সময়টাও খুব ভালো যাচ্ছে না বাংলাদেশের একমাত্র সাইনবোর্ড লাগানো টেস্ট ক্রিকেটার অধিনায়ক মুমিনুলের। তার ব্যাটে সর্বশেষ হেসেছিল মাউন্ট মঙ্গানুই টেস্টে। খেলে ছিলেন ৮৮ রনের ইনিংস। এরপর শুধুই ব্যর্থতা। যে ব্যর্থতার গভীরতা এমনই যে শেষ সর্বশেষ ১০ ইনিংসে দুই অংকের ঘরে যেতে পেরেছিলেন মাত্র দুই বার। সর্বোচ্চ রান ছিল ৩৩। আবার সর্বশেষ খেলা সাত ইনিংসে তিনি দুই অংকের ঘরেই যেতে পারেননি। যেখানে আবার শূন্য রানে আউট আছে দুইটি। আবার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। রিভিউ নিয়েতো রীতিমতো ঠাট্টাও করা হচ্ছে। এমন পরিস্থিতি মিরপুর টেস্টের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে তিনি আগামী দুই/এক দিনের মধ্যে তার সঙ্গে বসে কথা বলবেন। সমস্যা জানার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘একট প্রচন্ড মানসিক চাপে আছে। আজ আমার সাথে সংক্ষিপ্ত আলাপ হয়েছে। আমি ওকে বলেছি কাল অথবা পরশু ওর সাথে বসব। একটু খোলেমেলা কথা বলে দেখি ওর মাথায় কি আছে, ও কি চিন্তাা করছে।’
মুমিনুল অধিনায়কের দাযিত্ব নেয়ার আগে ব্যাটে রান ছিল রীতিমতো। সে সময় তার গড় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ঈষর্নীয় ৬৭ ইনিংসে ৪১.৪৮। এখন তা নেমে এসেছে ৩৮.৩১ এ। আবার অধিনায়ক হওয়ার পর তার গড় আরো কম ৩১ ইনিংসে ২৯.৪২। তার ১১ সেঞ্চুরির আটটিই ছিল অধিনায়ক হওয়ার আগে। তার ৩৫২২ রানের মাঝে অধিনায়ক হওয়ার আগে ছিল ৬৭ ইনিংসে ২৬১০ রান। আর অধিনায়ক হওয়ার পর ৩১ ইনিংসে করেছেন মাত্র ৯১২ রান। এভাবে মুমিনুলে ক্রমেই নিচের দিকে ধাবিত হচ্ছেন। তা’হলে মুমিনুলকে নিয়ে বিসিবির চিন্তা-ভাবনা কী। বিসিবি সভাপতি মুমিনুলের পক্ষেই অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘সো ফার মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে। ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক।
মুমনিুলের পক্ষে আছেন কোচ ডমিঙ্গোও। তিনি আশা করছেন মুমিনুল ফিরবে বেশ ভালোভাবেই। তিনি বলেন, ‘মুমিনুল চাপে আছে একে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে অধিনায়কত্ব করা খুবই কঠিন একটি ব্যাপার। সাহসের ব্যাপার। কিন্তু সে খুবই শক্ত মনের মানুষ দারুণ একজন ক্রিকেটার। এক সপ্তাহ বিরতি আছে। এরপরএ বিরতি তাকে আবার দারুণভাবে ফিরে আসতে সহায়তা করবে।
এমপি/এএজেড