বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের টুকিটাকি চতুর্থ দিন

চান্দিমালের সেঞ্চুরি পদ্মার ইলিশ

পদ্মার ইলিশ যেমন অনেকের কাছে প্রিয়, মোখরচক খাবার, তেমনি ২২ গজে লঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের কাছে প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ। তার ১২ সেঞ্চুরির পাঁচটিই বাংলাদেশের বিপক্ষে। খেলেছেন ১০ টেস্ট। আজকের সেঞ্চুরি ছাড়া তার আগের চারটি সেঞ্চুরি ছিল যথাক্রমে অপরাজিত ১১৬, ১০২, অপরাজিত ১০০, ১৩৮। চান্দিমাল আজ সেঞ্চুরি করেন ১৮১ বলে নয় চার ও এক ছয়ে। আউট হন ১২৪ রানে এবাদতের বলে তামিমের হাতে মিডঅফে ক্যাচ দিয়ে।

চান্দিমালের প্রথম সেঞ্চুরিই ছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১৩ সালে গল টেস্টে তিনি ১১৬ রান করেছিলেন। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে পরের টেস্টে করেছিলেন আবার ১০২ রান। বাংলাদেশের বিপক্ষে ... ইনিংসগুলো হলো ১১৬, ১০২, ৪০, ২৭ ও ১০০*, ৫ ও ৫০*, ১৩৮ ও ৫, ৮৭, ০ ও ৩০, ৬৬ ও ৩৯*। বাংলাদেশের বিপক্ষে ১০ টেস্টের ১৫ ইনিংসে পাঁচ সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ৯২৯। তার গড় ঈষর্নীয় ৮৪.৪৫।

শ্রীলঙ্কার রিভিউ সাফল্য
রিভিউ নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ যখন একের পর ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেই ব্যর্থতার দায় থেকে বাঁচতে কখনো কখনো রিভিউ নিতে দিধার মধ্যে পড়ে যায়। আবার রিভিউ না নেয়ার কারণে নিশ্চিত উইকেট পাওয়া থেকেও বঞ্চিত হয়েছে, সেখানে শ্রীলঙ্কা একের পর এক রিভিউ নিয়ে সফল হয়ে উইকেট বাঁচিয়েছে। ম্যাথিউস দুইবার ও চান্দিমাল একবার আম্পায়ারের সিদ্ধান্তে আউট হওয়ার পরও বেঁচে গেছেন। বেঁচে গিয়ে দুই জনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ম্যাথিউস প্রথমে ৯৪ রানে আউট হয়েছিলেন খালেদের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে। কিন্তু রিভিউ নিয়ে দেখা যায় বল তার ব্যাটই স্পর্শ করেনি। পরেরবার ১০৪ রানে মোসাদ্দেকের বলে এলবিডব্লিউর শিকার হয়েছিলেন। রিভিউ নিয়ে আম্পায়ার উইলসনকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করান। চান্দিমাল ৪৩ রানে মুমিনুলের বলে উইকেটের পেছনে লিটনের ক্যাচের শিকার হয়ে রিভিউ নিয়ে নিজেকে বাঁচান।

ম্যাথিউসের নর্ভাস নাইনটি
সেঞ্চুরিটি প্রথমটি হোক, আর পরেরগুলো হোক প্রতিটি ব্যাটসম্যানেরই চির আরাধ্য। যে কারণে নব্বই রানের ঘরে গিয়ে সেঞ্চুরির আশায় অনেকেই সাবধানী হয়ে উঠেন। তারপরও কখনো কখনো কেউ কেউ কেউ হতাশয় ডুবেন আউট হয়ে। সেই আউট আরো বেশি করে পুড়ায় ৯৯ রানে আউট হলে এই পুড়া ম্যাথিউসের চেয়ে বেশি আর কে জানেন? তার যেমন ৯৯ রানে আউট হওয়ার দু:খ আছে, তেমনি ১৯৯ রানেও। এখানে তিনিই যে প্রথম ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টে তিনি ১৯৯ রানে আউট হয়েছিলেন। এবার ঢাকা টেস্টে তিনি নব্বইর ঘরে গিয়ে অতিমাত্রায় সাবধানী হয়ে উঠেন। নব্বইর ঘরে গিয়ে তিনি সেঞ্চুরি করতে বল খেলেন ৩৮টি। তার সেঞ্চুরি এসেছে ২৭৪ বলে সাত চার ও এক ছক্কায়। এটি ছিল তার ১৩তম সেঞ্চুরি। আর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।

স্ট্যাম্পিংয়ের আবেদনে কট বিহাইন্ড আউট
ইনিংসের তখন ১৫৯.৫ ওভার। বোলার সাকিব। অফ স্ট্যাম্পের বাইরে করা বল নিরোশান ডিকভেলা ক্রিজ ছেড়ে বের হয়ে এসে খেলতে গিয়ে ব্যর্থ হন। উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাস তড়িৎ বল ধরে স্ট্যাম্প ভেঙ্গে দেন। সঙ্গে সঙ্গে আউটের জোড়ালো আবেদন। লেগ আম্পায়ার থার্ড আম্পায়ারের দৃষ্টি আকষর্ণ করেন। এতে দেখা যায় লিটন বেল ফেলার আগেই ডিকভেলার ব্যাটে ক্রিজে চলে এসেছে। তাই আউট আর হননি। কিন্তু আল্ট্রা এজ চেক চেক করে দেখা যায় বল ব্যাটের কানায় লেগেছে। যেহেতু বলটি লিটনের গ্লাভসে জমা পড়েছিল তাই কট বিহাইন্ড আউট দেন থার্ড আম্পায়ার। আর এভাবেই স্ট্যাম্পিংয়ের জন্য আউটের আবেদন করে কট বিহাইন্ড উইকেট পান সাকিব। এটি ছিল তার ইনিংসে চতুর্থ উইকেট।

রিভিউ না নেয়াতে মাহমুদুলের রক্ষা
ঢাকা টেস্টে রিভিউ নেয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কানরা অসম্ভব বিচক্ষনতার পরিচয় দিয়েছেন। তাদের ইনিংসে ম্যাথিউস দুইবার ও চান্দিমাল একবার আউট হওয়ার পরও রক্ষা পেয়েছেন রিভিউ নিয়ে। সেখানে বাংলাদেশ ছিল চুড়ান্তভাবে ব্যর্থ। ৫০৬ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর ১৪১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর কাসুন রাজিথার করা ইনিংসের প্রথম ওভারের শেষ বল মাহমুদুল হাসান জয়ের ব্যাটে লেগে উইকেটের পেছনে নিরোশান ডিকাভেলার হাতে জমা পড়ে। কিন্তু বল যে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে লেগেছে তা লঙ্কান কেউই বুঝতে পারেননি। যে কারণে তারা আউটের জন্য আবেদনও করেননি। কিন্তু রিপ্লেতে আল্ট্রা এজে দেখা যায় ঘটনাটি। ফলে শূন্য রানে বেঁচে যান তিনি। কিন্তু এই রিভিউ না নেওয়া তারা পুষিয়ে নেয় মুমিনুলের বিপক্ষে রিভিউ নিয়ে। কাসুন রাজিথার বল মুমিনুলের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে জমা হয়েছিল। লঙ্কান ফিল্ডারদের জোড়ালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে তারা রিভিউ নিয়ে সফল হয়।

কাকতলীয়
ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল লঙ্কান দুই পেসার কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্ডোর তোপে পড়ে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারিয়েছিল। এবার একই অবস্থা হয়েছে দ্বিতীয় ইনিংসেও। ১৪১ রানে পিছিয়ে পড়ে তৃতীয় সেশনের ৭৬ মিনিট পর ব্যাট করতে নেমে একইভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ২৩ রানে হারিয়েছে চার উইকেট। শূন্য রানে আউট হয়েছেন দুইজন। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের তিনজন আউট হয়েছিলেন শূন্য রানে। প্রথম ইনিংসের মতোই রাজিথা ও আশিথা মিলেই এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। প্রথম ইনিংসে হাল ধরেছিলেন মুশফিকুর রহিমও লিটন দাস। দুই জনেই করেছিলেন সেঞ্চুরি। এবারো এই দুই জনে আছেন ক্রিজে।

তামিমের প্রথম পেয়ার
৬৬ টেস্টের ১২৬ ইনিংসের ক্যারিয়ারে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অনেক রেকর্ড আছে। এবার তিনি অন্য রকম এক রেকর্ডের ভাগীদার হয়েছেন। যে রেকর্ডে নেই মিষ্টি, আছে নোান স্বাদ। ক্যারিয়ারে তিনি প্রথমবার উভয় ইনিংসে কোনো রান করতে পারেননি। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘পেয়ার’। প্রথম ইনিংসে তিনি চার বলে খেলে আশিথা ফার্নান্ডোর বলে জয়াবিক্রমার হাতে ধরা পড়েছিলেন। এবার ১১ বলে খেলে সেই আশিথা ফার্নান্ডোর বলেই দ্বিতীয় স্লিপে কুশাল মেন্ডিসের হাতে ধরা পড়েন। কুশাল তৃতীয়বারের চেষ্টায় তালুবন্দি করেন।
এমপি/এএজেড

Header Ad
Header Ad

বিএনপির বর্ধিত সভা আজ    

ছবিঃ সংগৃহীত

সাত বছর পর আবারও বর্ধিত সভা আয়োজন করছে বিএনপি। জাতীয় নির্বাচন, আন্দোলনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দলটির এই গুরুত্বপূর্ণ সভা আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন।

সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেবেন নতুন বার্তা।

বর্ধিত সভা উপলক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবকে আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি এবং ছয়টি উপকমিটি (ব্যবস্থাপনা, অভ্যর্থনা, আপ্যায়ন, শৃঙ্খলা, মিডিয়া ও চিকিৎসা সেবা কমিটি) গঠন করা হয়েছে।
 
নির্বাচন সামনে রেখে বিএনপির এ বর্ধিত সভাকে ‘খুবই সময়োপযোগী’ বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এবারের সভায় মূলত চারটি ইস্যু গুরুত্ব পাবে। এগুলো হলো: ৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা।

এর আগে, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর চার দিন পর ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান।

 

Header Ad
Header Ad

ভোরে ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বে অবহেলা করায় গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এ সময়েও সজাগ ও সতর্ক থাকে। গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, গতকাল গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

এর আগে উপদেষ্টা তার বারিধারাস্থ ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর-১ হয়ে দারুসসালাম থানায় যান। দারুসসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি ২৭, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী, বনানী হয়ে বারিধারার বাসায় ফিরে আসেন।

থানাসমূহ পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা-সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসার-সহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ছবিঃ ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ জানান, মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনে ৫০ হাজার ও শুকরারহাট এলাকার মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রত্যেকটি পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে এই জরিমানা করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপির বর্ধিত সভা আজ    
ভোরে ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত
মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে
৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক