ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড বেড়েই চলেছে
বাংলাদেশকে আরেকটি সেশন উইকেট শূন্য রেখে ম্যাথিউস ও চান্দিমাল নিজেদের উইকেট অক্ষত রেখে সেঞ্চুরি তুলে নিয়ে দলের লিড নিয়ে গেছেন ৯৪ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ পাঁচ উইকেটে ৪৫৯ রান। ম্যাথিউস ১২৩ ও চান্দিমাল ১২০ রানে অপরাজিত। দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কা ২৫ ওভার খেলে রান যোগ করে ৯০। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৬৫ রান।
শ্রীলঙ্কার ইনিংস বড় হওয়ার পেছনে রয়েছে তাদের রিভিউ নেওয়ার ক্ষেত্রে বিচক্ষনতার পরিচয় দেওয়া। সেঞ্চুরি আগে-পরে ম্যাথিউস ৯৪ ও ১০৫ রানে দুইবার আউট হওয়ার পরও নিজেকে রক্ষা করেছেন রিভিউ নিয়ে। চান্দিমাল প্রথম সেশনে একইভাবে নিজেকে বাঁচিয়েছিলেন ৪৩ রানে।
দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কা দল যেখানে রিভিউ নিজেদের রক্ষা করেছন, সেখানে বাংলাদেশ একটি রিভিউ নিয়েও সফল হতে পারেনি। খালেদের বলে চান্দিমালকে আউট করার জন্য রিভিউ নিয়ে সফলতার মুখ দেখতে পারেননি মুমিনুল।
সেঞ্চুরি করতে ম্যাথিউস ও চান্দিমাল দুই জনে ছিলেন দুই মেরুতে। চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানে আউট হয়ে ডাবল সেঞ্চুরি বঞ্চিত হওয়া ম্যাথিউস ছিলেন অতিমাত্রায় সাবধানী। নব্বইর ঘরে গিয়ে তিনি সেঞ্চুরি করতে বল খেলেন ৩৮টি। তার সেঞ্চুরি এসেছে ২৭৪ বলে সাত চার ও এক ছক্কায়। এটি ছিল তার ১৩তম সেঞ্চুরি। চান্দিমাল নব্বইর ঘরে গিয়ে কোনো সময়ই নেননি। মাত্র পাঁচ বল খেলেন। ৯১ রানে নিয়ে গিয়ে পরপর দুই বাউন্ডারিতে ৯৯ রানে। এখানে দুই বল খেলে তুলে নেন সেঞ্চুরি। নয় চার ও এক ছয়ে তিনি বল খেলেন ১৮১টি। চান্দিমালের এটি ১২তম সেঞ্চুরি।
এই সেঞ্চুরি তিনি পেলেন চার বছর পর। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে উইন্ডিজরে বিপক্ষে। আর বাংলাদেশের বিপক্ষে ১০ টেস্ট খেলে পঞ্চম। দুই ব্যাটসম্যান ষষ্ট উইকেট জুটিতে যোগ করেছেন ১৯৩ রান।
এমপি/এমএমএ/