লঙ্কানদের দ্রুত অলআউটের আশায় মাঠে টাইগাররা
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা আগে শুরু হয়। কারণ গতকাল খেলা চলাকালীন বৃষ্টি হওয়ায় প্রায় ৪০ ওভার কম খেলা হয়েছে। এজন্য আজ ৩০ মিনিট আগেই শুরু হয়েছে। খেলা হবে ৯৮ ওভার।
এদিকে চতুর্থ দিন দ্রুত রান তুলতে চাইবেন দিমুথ করুনারত্নের দল। তৃতীয় দিনের খেলা শেষে লঙ্কানদের সহকারী কোচ কথায় এমনটাই ইঙ্গিত মিলেছে। অপরদিকে স্বাভাবিকভাবে মুমিনুলরাও চাইবেন দ্রুত লঙ্কানদের অলআউট করে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়।
মুশফিকুর রহিম (১৭৫) ও লিটন দাসের (১৪১) জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৬৫। জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা করে ৫ উইকেটে ২৮২ রান। ক্রিজে আছেন অর্ধশতক করা অ্যাঞ্জেলা ম্যাথিউস। চান্দিমালকে নিলে এগিয়ে যাচ্ছেন তিনি।
এসআইএইচ