সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দিনশেষে বিজয়ী মুশফিক-লিটন

ক্রিকেট এমনই। তিন কাঠির খেলার প্র্রতিটি বাকেই লুকিয়ে রয়েছে রহস্য আর রোমাঞ্চ। কখনো এসে ধরা দেয়। কখনো আড়ালেই থেকে যায়। যখন ধরা দেয় বা দেখা দেয় সব ধরনের উত্তেজনা আর রোমাঞ্চ ছড়িয়ে হাজির হয়। এবার যেমন এসে হাজির হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ঢাকা টেস্টে। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬.৫ ওভারেই ২৪ রানে নেই বাংলাদেশের পাঁচ উইকেট। তখনো খেলার আধ ঘণ্টা যায়নি। লঙ্কান দুই পেসার কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্ডোর বলে গতি আর সুইংয়ের সংমিশ্রনে খেলা কঠিন হয়ে পড়েছিল। তাতে করে লাঞ্চের আগে বাংলাদেশ অলআউট হওয়ার ভাবনা কেউ করে থাকলে খুব একটা ভুল করেননি। কিন্তু বাংলাদেশ অলআউট হয়নি।

এমন কি দিনের বাকি সময় আর কোনো উইকেটও পড়তে দেয়নি। ম্যাচের পরিস্থিতিতে একটি বিশ্ব রেকর্ডের সঙ্গে কয়েকটি কীর্তি গড়ে এ রকম অসাধ্যনের কাজটি করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস। মুশফিক টানা দ্বিতীয় সেঞ্চুরি করে ১১৫ ও লিটন দাস ক্যারিয়ারের সেরা ব্যাটিং করে ১৩৫ রানে অপরাজিত। আর বাংলাদেশের সংগ্রহ সেই পাঁচ উইকেটে ২৭৭। লিটন-মুশফিক জুটির অবদান ২৫৩। এই রান ২৪ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ট উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড। আগের সর্বোচ্চ রান ছিল ৮৬।

১৯৫৯ সালে পাকিস্তানের ওয়ালিস ও সুজাউদ্দিন এই রান করেছিলেন। ভেন্যু ছিল ঢাকা (আজকের বঙ্গবন্ধু স্টেডিয়াম) স্টেডিয়াম। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ষষ্ট উইকেট জুটিতে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ রান ছিল ১৯১। এই শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে কলম্বোতে করেছিলেন। সেখানেও ছিলেন মুশফিক। অপরজন ছিলেন মোহাম্মদ আশরাফুল। আবার এই দুই জনে অস্টম জুটি হিসেবে হাজার রান করেছেন । এভাবেই দুই জনের ব্যাটিং দ্যুতিতে সকালে যে কাল বৈশাখির ঝড়ের আভাস ছিল বাংলাদেশের ইনিংসে, তা কেটে গিয়ে শেষ বিকালেও সূর্যের উজ্জ্বল কিরণে আলোকিত ছিল বাংলাদেশ দলের আকাশ। প্রথম সেশনে যেখানে ২৩ ওভারে রান উঠে ছিল পাঁচ উইকেটে ৬৬, সেখানে পরের দুই সেশনে রান উঠে ৩০ ওভারে ৮৭ ও ৩২ ওভারে ১২৪।

মুশফিক-লিটন জুটির কল্যাণে দিনটি বাংলাদেশময় হয়ে উঠা প্রথম দিনের চিত্রনাট্যকে তাই অনায়েসে দুই ভাগে ভাগ করা যায়। একটি ৬.৫ ওভারে ২৪ রানে পাঁচ উইকেট, অপরটি দিনের বাকি সময়। যারা টসের শুরু থেকে খেলার দিকে নজর রাখেননি, তারা যদি হঠাৎ করে স্কোর কার্ড দেখে থাকেন, তাহলে দেখেই অধিনায়ক মুমিনুলের চৌদ্ধগোষ্ঠী উদ্ধার করবেন? কেন টস জিতে ব্যাটিং বেছে নিলেন। কিন্তু মুমিনুল কোনো ভুল করেননি। পিচে সামান্য ঘাস ছিল। প্রথম ঘণ্টা ব্যাটসম্যানদের সহায়তা করবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে পড়বে। একই কথা বলেছিলেন লঙ্কান দলপিতও। আবার পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ছিলেন আরেকটু বেশি সরস। তিনি জানিয়েছিলেন শুরুর দিকে পেসাররা সহায়তা পেলেও পরের দিকে স্পিনারদের হয়ে কথা বলবে। মূলত এ্ই দৃষ্টিকোন থেকেঅই মুমিনুলের টস জিতে ব্যাটিং বেছে নেওয়া। তবে এভাবে উইকেট পতনের পেছনে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও দায় আছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত বোল্ড হলেও আউট হওয়া বাকি তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুমিনুল ও সাকিব নিজেদের দায় এগাতে পারবেন না।

ইনিংসের ও রাজিথার দ্বিতীয় বলেই মাহমুদুল হাসান জয় ক্যারিয়ারে চতুর্থবারের মতো শূন্য রানে আউট হওয়ার পর আশিতা ফার্নান্ডোর পরের ওভারে (ইনিংসের দ্বিতীয়) চতুর্থ বলে তামিম ইকবালও ক্যারিয়ারে দশমবারের মতো শূন্য রানে সাজঘরে মুখী হন পয়েন্টে জয়াভিক্রমার ডাইভিং ক্যাচে পরিণত হয়ে। তামিম ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে ফেলেন। বলটি এমন কোনো কঠিন ছিল না। এই আশিতা ফার্নান্ডোই আবার মুমিনুলের ব্যর্থতার পাল্লা ভারী করে নয় রানে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলার ক্যাচে পরিণত করেন। মুমিনুল খেলবেন কী খেলবেন না এই সিদ্ধান্তে দিধাগ্রস্ত হয়ে দেরি করে উইকেট দিয়ে আসেন। রাজিথা তার দ্বিতীয় শিকার করেন রাউন্ড দ্য উইকেটে নাজমুলকে আট রানে বোল্ড করে। পরের বলেই সাকিবকে শূন্য রানে এলবিডব্লির ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন। তার রাউন্ড দ্য উইকেটে বল ভেতরে ডুকার মুহূর্তে সাকিব লেগ সাইটে খেলতে গিয়ে ব্যাটে-বলে মিলন ঘটাতে পারেননি। বল গিয়ে আঘাত হানে প্যাডে। লঙ্কানদের আবেদনে একটু ভেবে আম্পায়ার সিন্ধান্ত দেন। সাকিব সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েও বাাঁচতে পারেননি। ক্যারিয়ারের পঞ্চম আর প্রথম বলে দ্বিতীয়বার তিনি শূন্য রানে আউট হলেন। রাজিথাকে হ্যাটট্রিক বঞ্চিত করেন লিটন দাস। মুশফিকের সঙ্গে লিটন জুটি বাঁধার পর দুই ব্যাটসম্যান ধীরে ধীরে লঙ্কান বোলারদের উইকেট নেওয়ার উত্তেজনা প্রশমিত করতে থাকেন। দিন শেষে পরে যা নেমে আসে শূন্যের কোটায়।

চট্টগ্রাম টেস্টেই সেঞ্চুরি পেতে পারতেন লিটন দাস। আউট হয়েছিলেন ৮৮ রানে। লাঞ্চের পরপরই প্রথম বলে বিলাসী শর্ট খেলতে গিয়ে তিনি নিজের শনি ডেকে এনেছিলেন। কিন্তু ঢাকা টেস্টে আর তিনি সে ভুল করেননি। দলের চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তিনি সেঞ্চুরি পান অনেকটা শ্রীলঙ্কান ফিল্ডারদের উপহার হিসেবে। লিটনের সেঞ্চুরিক উপহার বলা হলো এ কারণে যে তার সেঞ্চুরিটি এসেছে লঙ্কান ফিল্ডারদের ওভার থ্রো থেকে চার রান আসলে। লিটন তখন ৯৭ রানে ব্যাট করছেন। পেসার আশিতা ফার্নান্ডোর বল লিটন স্কয়ার লেগে খেলে এক রান নিতে ছুটেন। কিন্তু রান আউট করার ইচ্ছে থেকে ধনাঞ্জায়া নন স্ট্রাইকিং প্রান্তে বল থ্রো করেন। কিন্তু সেই বল পরে লং অফ দিয়ে সীমান পার হয়ে গেলে লিটন বোনাস হিসেবে চার রান পেলে তার সেঞ্চুরি হয়ে যায় ১৪৯ বলে ১৩ চারে। সেঞ্চুরি হওয়ার পরই লিটন হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরেন।

সেঞ্চুরি যে কোনো ব্যাটসম্যানের জন্য আরাধ্য। কখনো কখনো কোনো কোনো সেঞ্চুরি আবার প্রতিবাদের ভাষাও হয়ে উঠে। চট্টগ্রাম টেস্টে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ছিল সেই রকমই প্রতিবাদের ভাষা। সেই সেঞ্চুরির আগে দলের সিনিয়র ক্রিকেটার হঠাও কর্মসূচির ডাক দিয়েছিলেন বিসিবির সভাপতি। যেখানে উল্লেখ করা হয়েছিল শুধু মুশফিকুর রহিমের নাম। সেঞ্চুরি করে মুশফিক জানিয়ে দিয়েছিলেন পুরান চাল ভাতে বাড়ে। সেই মুশফিক এবার সেঞ্চুরি করেছেন ঢাকা টেস্টে। পিটাপিটি সেঞ্চুরি। প্রতিবাদের ভাষা থেকে প্রতিরোধের ভাষা। দুইটি সেঞ্চুরিকে দুইভাবে সংজ্ঞাযিত করা যায়। তবে চট্টগ্রামের সেঞ্চুরি করতে তিনি যে রকম সময় নিয়েছিলেন এবারের সেঞ্চুরিতে সে রকম সময় নেননি। চট্টগ্রামে ব্যাট করতে নেমেছিলেন দলের ভালো অবস্থানে। কিন্তু তার নিজের অবস্থান ভালো ছিল না। তাই তিনি ছিলেন বেশ সাবধানী। যে কারণে ক্যাািরয়ারের মন্থর সেঞ্চুরি করেন তিনি। বল খেলেছিলেন ২৭০টি। বাউন্ডারি ছিল মাত্র চারটি। এবার দলের ক্রান্তিকালে নেমে তিনি সেঞ্চুরি করেন ২১৮ বলে ১১ চারে। সময় নেন ৩১৪ মিনিট।

এমপি/এমএমএ/

 

Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার। ছবি: সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গাইল সদর থানায় তার ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

Header Ad

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়। ছবি: ঢাকাপ্রকাশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট থাকছে বেশ।

নওগাঁ সবজি উৎপাদনে বৃহৎ জেলা। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হয় দেশের বিভিন্ন বাজারে।

চাষিরা বলছেন, শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।

অন্যদিকে শীত আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে।

Header Ad

নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান

সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্ন মতকে শত্রুতা বা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কী পরিণতি হতে পারে তা দেশবাসী দেখেছে। আওয়ামী লীগ আর স্বাধীনতা একসঙ্গে যায় না। এরইমধ্যে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত স্বৈরাচাররা দেশ ও দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র শুরু করেছে। তবে শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আওয়ামীলীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। আমাদের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।

তিনি বলেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনা করছি। সাগর-রুনির বিচারের বিষয়ে রাষ্ট্র উদাসীন থাকবে না- এমন ব্যবস্থা চাই। এছাড়া স্বৈরাচার আমলে যে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন, তাদের চাকরিতে ফেরত নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা গুরুত্বপূর্ণ।

তিনি দাবি করেন, বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঘরছাড়া। হাজারো হতাহত ছাত্রজনতার ত্যাগের মাধ্যমে ঐক্য গড়ে উঠেছে। শহীদদের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। পলাতক মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে জনগণের ইচ্ছা তাদের বিচার প্রয়োজন। বিএনপি মনে করে, সংস্কার কার্যক্রমের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। শুধু নির্বাচনের জন্যই আন্দোলন হয়নি। তবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই দরকার।

তিনি বলেন, রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোট ছাড়া কেউ প্রতিনিধি হতে পারবেন না। ক্ষমতাসীনকে জনগণের কাছে যতটা দায়বদ্ধ রাখা যাবে রাষ্ট্র ততই শক্তিশালী হবে। সেজন্য সংসদ প্রয়োজন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বৈষম্যহীন অধিকার প্রয়োগের সুযোগ থাকতে হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার, যা একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি।

‘সংস্কার কাজ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই। সংস্কার আগে না, নির্বচন আগে এ কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে অন্যজন চলমান রাখবে’, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ইকবাল সেবহান চৌধুরী মনে হয় সেদিন পুলিশ ডেকে এনে মহাসচিবকে প্রেস ক্লাব থেকে গ্রেফতার করিয়েছিলেন। প্রেস ক্লাবের ভেতরে ফ্যাসিবাদের থাবা ছিল। শ্যামল দত্তরা আন্দোলনের সময় টকশোতে বলেছেন ছাত্ররা ভুল আন্দোলন করছেন।

তিনি বলেন, টেন্ডার ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কারণ সব টাকা যাবে শেখ পরিবারের কাছে।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দ্রুততম সময়ে জনগণের দাবি নিষ্পত্তি করবেন-এটা আমাদের দাবি। আরেকটি কঠিন পথ আমাদের পাড়ি দিতে হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ