লিভারপুলকে হতাশ করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি
লিভারপুল থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। গত রাতে লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় ম্যানসিটি। অপরদিকে, লিভারপুলও ৩-১ গোলে হারায় উলভারহ্যাম্পটনকে। এতে ৩৮ ম্যাচ শেষে সিটির পয়েন্ট দাঁড়ায় ৯৩। লিভারপুলের পয়েন্ট ৯২।
লিগ জিততে ম্যানসিটির হিসাবটা ছিল সোজা, জিতলেই হলো। দুই দলের ফল একই হলেও শিরোপা যেত সিটির ঘরে। তাই লিভারপুলের শুধু জিতলেই হতো না, প্রার্থনা করতে হতো সিটির অমঙ্গলেরও। তবে এমন সমীকরণ সামনে রেখে কি-না নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরুতেই উলভসের বিপক্ষে গোল হজম করে বসে লিভারপুল। তিন মিনিটে করা পেদ্রো নেতোর গোলটা অবশ্য শোধ করতে বেশি সময় নেয়নি লিভারপুল, ২৪ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান সাদিও মানে।
একই সময়ে এতিহাদে শুরু হওয়া ম্যাচে অবশ্য এ পর্যন্ত কোনো গোল করেনি সিটি, হজমও করেনি। দুই দলের ড্র হলে লাভটা সিটিরই হতো। তাই এ পর্যন্ত শঙ্কার কিছু ছিল না তেমন। তবে পরিস্থিতিটা বদলে গেল ম্যাচের ৩৭ মিনিটে, ম্যাট ক্যাশের গোলে। সেই এক গোলে পিছিয়ে সিটি বিরতিতে গেল অস্বস্তি নিয়ে।
সে অস্বস্তিটা রীতিমতো শঙ্কায় রূপ নিলো ম্যাচের ৬৯ মিনিটে, ফেলিপে কৌতিনিওর গোলে। লিভারপুল ম্যাচের ফলটা পক্ষে ছিল সিটির, অল রেডরা ড্র করলে নিজেরা হারলেও সিটি গোল ব্যবধানে এগিয়ে থেকে জিততো লিগটা। তবে দলটা যে লিভারপুল, শেষ মুহূর্তে গোল করা যাদের অভ্যাস, শেষ সময়ের আগে তাদের ফলকে সিটি বিশ্বাস করে কী করে?
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার ৬৮তম মিনিটে নেওয়া একটি সিদ্ধান্তই ম্যাচের চেহারা বদলে দিয়েছিল। অ্যাস্টন ভিলা ২-০ গোলে এগিয়ে থাকা মানে তো নিশ্চিত পরাজয়। অ্যাস্টন ভিলার দুর্বোধ্য দেয়াল ভেদ করার জন্যই ৬৮তম মিনিটে বার্নার্ডো সিলভাকে তুলে নিলেন গার্দিওলা। মাঠে নামালেন জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্ডোগানকে। মাঠে নেমেই খেলার চিত্র বদলে ফেলেন তিনি।
৭৬ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রস থেকে ভেসে আসা বলটিকেই দুর্দান্ত এক হেডে জড়িয়ে দিলেন অ্যাস্টন ভিলার জালে। শোধ হলো একটি গোল। ১-২। ৭৮ মিনিটে ওলেকজান্ডার জিনচেঙ্কোর পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে বাম পাশ থেকেই ডান পায়ের শট নেন রদ্রি। সোজা গিয়ে জড়িয়ে যায় অ্যাস্ট ভিলার জালে। ২-২ সমতা।
এরপর ৮১ মিনিটে আবারও ইলকায় গুন্ডোগান। কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল পেয়ে পোস্টের একেবারে সামনে থেকে ডান পায়ের শটে ভিলার জালে বল জড়িয়ে দেন জার্মান এই মিডফিল্ডার। ৩-২। ম্যাচের শেষ অংশে ভিলাকে চেপে ধরে আরও গোল আদায়ের চেষ্টা ছিল সিটির। কিন্তু আর গোল হয়নি। ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন তারা। গত ৫ বছরে এ নিয়ে ৪র্থবার চ্যাম্পিয়নের মুকুট পরল সিটি।
৩৮ ম্যাচ শেষে সিটির পয়েন্ট দাঁড়ালো ৯৩। লিভারপুলের পয়েন্ট ৯২। চেলসি ৭৪ পয়েন্ট নিয়ে হলো তৃতীয়। ৭১ পয়েন্ট নিয়ে চতুর্থ হলো টটেনহ্যাম। ৩৮ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ হলো ম্যানইউ।
আরএ/