সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বছরের শুরুটা ফিরিয়ে আনার লড়াই বাংলাদেশের

সাদা পোশাকের ক্রিকেটে বছরটা বাংলাদেশের শুরু হয়েছিল দারুনভাবে। নিউ জিল্যান্ডের মাটিতে অধার হয়ে থাকা জয় এসে ধরা দিয়েছিল সাদা পোশাকের মাধ্যমে। এই জয়ে কিন্তু ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল। কিন্তু এই শেষ। পরের টেস্টেই আবার বাংলাদেশ ফিরে গিয়েছিল চিরচেনা রূপে। যেখানে হারই নিত্য সঙ্গি। হেরেছিল ইনিংস ও ১২৭ রানের ব্যবধানে। এরপর ব্যর্থতা পিছু ছাড়েনি। সঙ্গে যোগ হয়েছিল ইনজুরির মিছিলও। এক দুই জন নয়, চার চারজন। সবাই আবার বোলার। দুইজন স্পিনার, দুইজন পেসার। এ রকম ঘাটতি নিয়েই বাংলাদেশ দল আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে। এ রকম ঘাটতি থাকার পরও বাংলাদেশ জেতার আশা করছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অতীত রকের্ড মলীন। ধুসর। ১৭ টেস্ট খেলে জয় পেতে অনুবীক্ষন যন্ত্র খুঁজতে হয়। ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে জয় পেয়েছিল চার উইকেটে। ১৭ টেস্টে জয় এই একটি হলেও এই এক জয়ের কিন্তু বেশ মাহাত্ব্য আছে। কারণ ম্যাচটি ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শততম। এরপর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে কোন টেস্ট জিততে না পারলেও শক্ত প্রতিদ্বন্দ্বি হয়ে উঠে। পরে খেলা পাঁচ টেস্টের দুইটিতে হারলেও ড্র করেছে তিনটিতে। সর্বশেষ চট্টগ্রামে। এই ড্রতে ছিল আগাগোড়া বাংলাদেশের দাপট। এক পর্যায়ে জেতার সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল। হয়তো সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাসই মুমিনুলকে মিরপুর টেস্টে জেতার ব্যাপারে সাহসী করে তুলেছে। যেখানে সেরা একাদেশের দুই মূল বোলার ছিটকে যাওয়ার পরও তিনি ‘ক্রাইসিস’ বলে মনে করছেন না। এ রকম সমস্যা থাকবেই জানিয়ে মুমিনুল এগিয়ে যেতে বদ্ধ পরিকর। পরিস্থিতি মোকাবেলা করে জয়ও তুলে নিতে চান।

চট্টগ্রাম টেস্টের পিচ ব্যাটিং সহায়াক হলেও দুই দলই সেভাবে রান সংগ্রহ করতে পারেনি। এক ঘণ্টার কম প্রায় পুরো পাঁচদিনই খেলা হয়েছে। সেখানে মোট রান উঠেছে ১১২২। উইকেট পড়েছে ২৬টি। ৪৫০ ওভারের মাঝে খেলা হয়েছে ৪১৩ দশমিক ২ ওভার। ওভার প্রতি রান ২ দশমিক৭১। ব্যাটিং বান্ধব পিচে ওভার প্রতি এই রকম সংগ্রহ অবাক করার মতোই। আবার শ্রীলঙ্কার ইনিংসে বাংলাদেশের স্পিনাররা সাফল্য পেয়েছেন। ১৬ উইকেটের ১৫টিই নিয়েছেন তিন স্পিনার নাঈম-সাকিব-তাইজুল। একটি ছিল রান আউট। বাংলাদেশের ইনিংসে ১০ উইকেটের সাতটিই গিয়েছে লঙ্কান পেসারদের পেটে। স্পিনাররা পেয়েছেন মাত্র দুইটি। পিচের চরিত্র ছিল এমনই ত্রিমুখি। কিন্তু মিরপুরের উইকেট স্পোর্টিং হয়ে থাকে। কারণ এখানে খেলা ২৩ টেস্টের ১৯টিতেই ফলাফল এসেছে। যেখানে বাংলাদেশের জয় ছয়টিতে, হার ১৩টিতে।

মিরপুরের শেষ ১০ টেস্টের আটটিতেই ফলাফল এসেছে। এই আট জয়ে বাংলাদেশের জয়ের পাল্লা বেশ ভারি। জিতেছিল পাঁচটিতে। হার ছিল তিনটিতে। একটি হয়েছিল ড্র। অপরটি পরিত্যক্ত। হয়তো সে কারণেই মুমিনুল এই টেস্টে ফালফল দেখছেন আর দেখছেন নিজেদের জয়।

ইনজুরিতে দলের মূল বোলারাদের হারানোর পরও জয় পেতে মুমিনুল বিদ্যমান শক্তির উপরই ভরসা রাখছেন। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে খেলা আগের টেস্টের দুই পেসার সিলেটের এবাদত ও খালেদের উপরই ভরসা থাকছে পেস আক্রমণের। পাকিস্তানের এক ইনিংস বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের পতন হওয়া চার উইকেটের একটি করে পেয়েছিলেন এই দুই পেসার। পেস আক্রমণে ঘাটতির মতো স্পিনেও আছে একই রকম সমস্যা। মেহেদি হাসার মিরাজতো আগে থেকেই নেই। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়েই ছয় উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করা আরেক অফ স্পিনার নাঈম হাসানও নেই। অফ স্পিনারের ঘাটতি এতোটাই প্রকট যে নাঈমের পরিবর্তে স্পিনাররা কোনো বিকল্পই নেননি। তা’হলে কী বাংলাদেশ চার বোলার নিয়ে খেলবে? ফলাফল আনতে পাঁচ বোলার নিয়েই খেলবে বাংলাদেশ। দুই পেসার আর তিন স্পিনার। তাইজুল ও সাকিবের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে খেলানো হবে মোসাদ্দেক হোসেন সৈকতেকে। সৈকত অলরাউন্ডার হলেও তার মূল পরিচয় ব্যাটিং। বোলিং তিনি খুব একটা সফলও নন। তারপরও তার ‍উপরই মুমিনুল ভরসা রাখতে যাচ্ছেন। এ জন্য ছকও করে ফেলেছেন। তার ভিন্ন ভাবে ব্যবহার করার পরিকল্পনা মুমিনুলের। এক সাংবাদিকের মোসাদ্দেকের খেলার বিষয়ে জানতে চাইলে মুমিনুল পাল্ট প্রশ্ন ছুড়ে দিয়ে তার খেলার ব্যাপারে বলেন, ‘আপনি কীভাবে নিশ্চিত হলেন মোসাদ্দেকই খেলবে? এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়ত ওর খেলার সম্ভাবনাই বেশি। স্পিন বিভাগ দেখুন-তাইজুল গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক খেললে ওর ভূমিকা হয়ত একটু ভিন্ন হবে। মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন। এভাবেই এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে হবে। মোসাদ্দেক যদি খেলে ওকে ভালোভাবে, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের ক্রিকেটারদের টানা ১০ দিন খেলার মানসিকতা নেই-বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বৈঠকের পর তাদের বরাত দিয়ে বিসিবির সভাপতি জানিয়েছিলেন এই কথা। কিন্তু মুমিনুল এই কথার দ্বিমত করে জানান তার কাছে মনে হয় না ১০ দিন খেলা কঠিন। তিনি বলেন, ‘ আমার তো মনে হয় না এরকম কোনো কিছু হয়। এভাবে চিন্তা করলে কঠিন। আমার কাছে মনে হয় আগামী ৫ দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ দিনে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন মাঠে কেমন এটিচ্যুড থাকে, কীভাবে পজিটিভ থাকি এটা গুরুত্বপূর্ণ। ১০ দিন খেলা কঠিন আমার মনে হয় না।’

এমপি

Header Ad

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।

মামলার আসামিরা হলেন- ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু(৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। একই মামলায় অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

Header Ad

সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক পরীক্ষার সময়সূচি থেকে মঙ্গলবারের (২৬ নভেম্বর) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। তবে স্থগিত করা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগির ঘোষণা করা হবে।

এছাড়া পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গতকাল রবিবার ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি করেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীরা। ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করতে বেশ খানিকটা সময় প্রয়োজন। যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad

সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এর জেরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

Header Ad

সর্বশেষ সংবাদ

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের