উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সাকিবের না
বাইশ গজের মাঠে নামার আগে বাংলাদেশ দলকে এখন খেলতে হচ্ছে মাঠের বাইরে। নানামুখি সমস্যা যেন পিছু ছাড়ছে না। কখনো ইনজুরি, কখনো ক্রিকেটারদের ব্যক্তিগত ইচ্ছেতে না খেলা এই নিয়েই চলছে গত কয়েক মাস। ইনজুরির মিছিলতো আছেই। এবার সেখানে নতুন করে যোগ হয়েছে উইন্ডিজে পূর্ণাঙ্গ সফরে ওয়ানডে সিরিজে সাকিবের না খেলা।
অনেক কাঠখড় পুড়িয়ে মোস্তাফিজকে পাওয়া এক প্রকার নিশ্চিত হয়। কিন্তু রাত ভোর না হতেই সামনে চলে আসে সাকিবের বিষয়টি। সাকিব মৌখিকভাবে বিসিবিকে জানিয়েছেন তিনি উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলতে চান না। উইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজে ওয়ানডে সিরিজ হবে সবার শেষে।
সাকিব এই সুযোগটিই নিতে যাচ্ছেন। তবে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। সফর শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। ১৬ ও ২৪ জুন দুই টেস্টের সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ১০, ১৩ ও ১৬ জুলাই। তিন ম্যাচের সিরিজ ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। এখানে বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে।
সাকিবের বিষয় নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সাকিব আমাদের মৌখিকভাবে জানিয়েছে সে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। কিন্তু ওয়ানেডে সিরিজ খেলতে চায় না। তার বিশ্রামের প্রয়োজন। আমরা তার কাছ থেকে লিখিতভাবে কোনো কিছু পাইনি।’
এদিকে হজ করবেন বলে পুরো সিরিজ থেকে আগেই ছুটিই নিয়েছেন মুশফিকুর রহিম।
এমপি/এমএমএ/